ETV Bharat / sitara

নির্মলা মিশ্রর কোরোনা রিপোর্ট নেগেটিভ - nirmala mishra

সোমবার কোরোনা পরীক্ষা করা হয় সংগীতশিল্পী নির্মলা মিশ্রের । সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

nirmala mishra
নির্মলা মিশ্র
author img

By

Published : Jul 22, 2020, 8:17 AM IST

কলকাতা : অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভরতি সংগীতশিল্পী নির্মলা মিশ্র । গত শনিবার থেকেই হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ এসেছে ।

শনিবার দুপুরে স্ট্রোক হয় 79 বছর বয়সি এই সংগীতশিল্পীর । তাঁর যে স্ট্রোক হয়েছিল তা বুঝতেই পারেননি পরিবারের সদস্যরা । ওই অবস্থাতেই তাঁকে খাওয়ানো হচ্ছিল । তখনই খাবার আটকে যায় শ্বাসনালীতে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয় । তাঁর যে স্ট্রোক হয়েছে তা একাধিক পরীক্ষার পর জানতে পারেন চিকিৎসকরা । পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি । অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে ।

এদিকে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছিলেন না চিকিৎসকরা । তাই সোমবার তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । গতকাল বিকেলে রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত নন । চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে চিকিৎসা চলছে তাঁর । শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক বলেন, "নির্মলা মিশ্রর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে এখনও তাঁর শ্বাসকষ্ট রয়েছে । ফুসফুস এবং ইউরিনেও সংক্রমণ রয়েছে । অ্যান্টিবায়োটিক চলছে ।" গতকাল একটু কথা বলেছিলেন তিনি । তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের উদ্বেগ এখনও দূর হয়নি । এর আগেও 5-6 বার স্ট্রোক হয়েছে তাঁর । গত বছর ফেব্রুয়ারিতে তাঁর পেটে আলসারও ধরা পড়েছিল ।

এদিকে কোরোনা রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর এখনও শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ রয়েছে । এ প্রসঙ্গে চিকিৎসক বলেন, "COVID-19 RT-PCR টেস্টে সোয়াবের নমুনা পরীক্ষার মাধ্যমে যে COVID-19 নির্ণয় করা হয়, তার 100 শতাংশ গ্যারান্টি নেই । 60 শতাংশ ক্ষেত্রে এই টেস্ট সেনসিটিভ অ্যান্ড স্পেসিফিক । এমন হতেই পারে, 10 জনের মধ্যে 4 জনের COVID-19 থাকলেও সেই 10 জনের রিপোর্টই নেগেটিভ এল । অর্থাৎ, এক্ষেত্রে ফলস নেগেটিভ এল । আবার এমনও হতে পারে, 10 জনের মধ্যে 3 জনের COVID-19 নেই অথচ সকলের রিপোর্ট পজ়িটিভ এল অর্থাৎ ফলস পজ়িটিভ এল ।" তবে এখনই দ্বিতীয়বার তাঁর কোরোনা পরীক্ষা করা হবে না বলে জানানো হয়েছে । যদিও পরে সন্দেহ হলে পরীক্ষা করানো হবে । পাশাপাশি সিটি স্ক্যানও করা হবে বলে জানান কৌশিক চক্রবর্তী ।

কলকাতা : অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভরতি সংগীতশিল্পী নির্মলা মিশ্র । গত শনিবার থেকেই হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ এসেছে ।

শনিবার দুপুরে স্ট্রোক হয় 79 বছর বয়সি এই সংগীতশিল্পীর । তাঁর যে স্ট্রোক হয়েছিল তা বুঝতেই পারেননি পরিবারের সদস্যরা । ওই অবস্থাতেই তাঁকে খাওয়ানো হচ্ছিল । তখনই খাবার আটকে যায় শ্বাসনালীতে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয় । তাঁর যে স্ট্রোক হয়েছে তা একাধিক পরীক্ষার পর জানতে পারেন চিকিৎসকরা । পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি । অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে ।

এদিকে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছিলেন না চিকিৎসকরা । তাই সোমবার তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । গতকাল বিকেলে রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত নন । চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে চিকিৎসা চলছে তাঁর । শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক বলেন, "নির্মলা মিশ্রর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে এখনও তাঁর শ্বাসকষ্ট রয়েছে । ফুসফুস এবং ইউরিনেও সংক্রমণ রয়েছে । অ্যান্টিবায়োটিক চলছে ।" গতকাল একটু কথা বলেছিলেন তিনি । তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের উদ্বেগ এখনও দূর হয়নি । এর আগেও 5-6 বার স্ট্রোক হয়েছে তাঁর । গত বছর ফেব্রুয়ারিতে তাঁর পেটে আলসারও ধরা পড়েছিল ।

এদিকে কোরোনা রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর এখনও শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ রয়েছে । এ প্রসঙ্গে চিকিৎসক বলেন, "COVID-19 RT-PCR টেস্টে সোয়াবের নমুনা পরীক্ষার মাধ্যমে যে COVID-19 নির্ণয় করা হয়, তার 100 শতাংশ গ্যারান্টি নেই । 60 শতাংশ ক্ষেত্রে এই টেস্ট সেনসিটিভ অ্যান্ড স্পেসিফিক । এমন হতেই পারে, 10 জনের মধ্যে 4 জনের COVID-19 থাকলেও সেই 10 জনের রিপোর্টই নেগেটিভ এল । অর্থাৎ, এক্ষেত্রে ফলস নেগেটিভ এল । আবার এমনও হতে পারে, 10 জনের মধ্যে 3 জনের COVID-19 নেই অথচ সকলের রিপোর্ট পজ়িটিভ এল অর্থাৎ ফলস পজ়িটিভ এল ।" তবে এখনই দ্বিতীয়বার তাঁর কোরোনা পরীক্ষা করা হবে না বলে জানানো হয়েছে । যদিও পরে সন্দেহ হলে পরীক্ষা করানো হবে । পাশাপাশি সিটি স্ক্যানও করা হবে বলে জানান কৌশিক চক্রবর্তী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.