ETV Bharat / sitara

সুযোগ দিয়েছিলেন এ আর রহমানকে, প্রয়াত সংগীত পরিচালক এম কে অর্জুনান - veteran music composer mk arjunan

প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক এম কে অর্জুনান । কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । আজ সকালে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

্ি
্ি
author img

By

Published : Apr 6, 2020, 1:28 PM IST

কোচি : প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক এম কে অর্জুনান । বয়স হয়েছিল 87 বছর । কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । আজ সকালে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

1968 সালে মালয়ালম ছবি 'কারুথাপুরনামি' সিনেমা দিয়ে সংগীত পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি । একের পর এক ছবিতে সংগীত পরিচালনা করেছেন । 50 বছরেরও বেশি সময় ধরে সংগীত পরিচালনার কাজ করে গেছেন তিনি । 2017 সালে 'ভয়ানাকম' সিনেমাটির জন্য তাঁকে সেরা কম্পোজ়ারের পুরস্কার দেয় কেরালা সরকার ।

200টিরও বেশি ছবিতে সংগীত পরিচালনার কাজ করেছেন তিনি । প্রায় 50টির মতো ছবিতে কাজ করেছেন গীতিকার শ্রীকুমারন থাম্পির সঙ্গে ।

তাঁর হাত ধরেই সুযোগ পেয়েছিলেন এ আর রহমান । তাঁদের মধ্যে ভালো সম্পর্কও ছিল । 2017 সালে অর্জুনানের জন্মদিন পালন করতে অ্যামেরিকা থেকে চলে এসেছিলেন তিনি ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । বলেন, "এটা শুধু সংগীত জগতেরই ক্ষতি নয়, এটা সমাজেরও একটি বিরাট ক্ষতি ।"

আজই কোচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

কোচি : প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক এম কে অর্জুনান । বয়স হয়েছিল 87 বছর । কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । আজ সকালে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

1968 সালে মালয়ালম ছবি 'কারুথাপুরনামি' সিনেমা দিয়ে সংগীত পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি । একের পর এক ছবিতে সংগীত পরিচালনা করেছেন । 50 বছরেরও বেশি সময় ধরে সংগীত পরিচালনার কাজ করে গেছেন তিনি । 2017 সালে 'ভয়ানাকম' সিনেমাটির জন্য তাঁকে সেরা কম্পোজ়ারের পুরস্কার দেয় কেরালা সরকার ।

200টিরও বেশি ছবিতে সংগীত পরিচালনার কাজ করেছেন তিনি । প্রায় 50টির মতো ছবিতে কাজ করেছেন গীতিকার শ্রীকুমারন থাম্পির সঙ্গে ।

তাঁর হাত ধরেই সুযোগ পেয়েছিলেন এ আর রহমান । তাঁদের মধ্যে ভালো সম্পর্কও ছিল । 2017 সালে অর্জুনানের জন্মদিন পালন করতে অ্যামেরিকা থেকে চলে এসেছিলেন তিনি ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । বলেন, "এটা শুধু সংগীত জগতেরই ক্ষতি নয়, এটা সমাজেরও একটি বিরাট ক্ষতি ।"

আজই কোচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.