ETV Bharat / sitara

Veer Savarkar Biopic : পর্দায় এবার বীর সাভারকরের বায়োপিক, মুখ্য চরিত্রে রণদীপ হুডা

এবার বড় পর্দায় আসতে চলেছে বীর সাভারকরের বায়োপিক 'স্বতন্ত্র বীর সাভারকর' ৷ সাভারকরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda roped in for Veer Savarkar biopic)৷ ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে মহেশ ভি. মাঞ্জরেকরের কাঁধে ৷

Veer Savarkar Biopic
এবার বড় পর্দায় সাভারকরের বায়োপিক
author img

By

Published : Mar 23, 2022, 4:32 PM IST

মুম্বই,23 মার্চ : 2022 সালের শহীদ দিবস উপলক্ষ্য়ে এবার বড় পর্দায় আসতে চলেছে বীর সাভারকরের বায়োপিক 'স্বতন্ত্র বীর সাভারকর' ৷ খবর অনুযায়ী জুন মাসে শ্যুটিং শুরু হতে পারে এই ছবির ৷ ছবিতে দামোদর বিনায়ক সাভারকরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda roped in for Veer Savarkar biopic) ৷ ছবিটি শ্য়ুটিং হবে লন্ডন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-সহ আরও বিভিন্ন জায়গায় ৷ ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে মহেশ ভি. মাঞ্জরেকরের কাঁধে ৷

এই চরিত্র করতে পেরে রীতিমত উচ্ছ্বসিত রণদীপ ৷ তিনি বলেন,"বহু নায়ক রয়েছেন যাঁরা আমাদের স্বাধীনতা অর্জনে নিজেদের ভূমিকা পালন করেছেন ৷ তবে সকলেই তাঁদের প্রাপ্যমূল্য পেয়েছেন তা নয় ৷ বীর সাভারকর এই অজ্ঞাত নায়কদের মধ্য়ে এমন একজন যাঁকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছে, যিনি সবচেয়ে বিতর্কিত এবং ভীষণ প্রভাবশালী তাই তাঁর গল্প অবশ্য়ই বলা উচিত ৷ " এই ছবির হাত ধরেই দ্বিতীয়বার সন্দীপ সিংহের সঙ্গে জুটি বাঁধছেন রণদীপ ৷ এর আগে 2016 সালে 'সর্বজিত' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ রণদীপ জানান, "সতন্ত্র বীর সাভারকরের জন্য 'সর্বজিত'-এর পর আবার সন্দীপের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে ৷ সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য় খুবই কঠিন একটা চরিত্র ৷"

Veer Savarkar Biopic
বড় পর্দায় আসতে চলেছে বীর সাভারকরের বায়োপিক 'স্বতন্ত্র বীর সাভারকর'

আরও পড়ুন :'আরআরআর'-এর পরেই আসছে তাঁর ছবি, আমরা কারও দু'নম্বর নই বললেন জন

অন্যদিকে এই ছবির জন্য় গত প্রায় একবছর ধরে কাজ করে চলেছেন মহেশ ৷ ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছে আনন্দ পণ্ডিত মোশন পিকচারস এবং সন্দীপ সিংহ ও শ্যাম খানের লেজেন্ড স্টুডিয়ো ৷ ছবিটি যে আগামীতে যথেষ্ট প্রভাব ফেলবে তা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তাঁরা ৷ পরিচালক মহেশ জানান, এই গল্পগুলি বলার এটাই সঠিক সময় যা এতদিন উপেক্ষা করা হয়েছে । 'স্বতন্ত্র বীর সাভারকর' হবে এমন একটি সিনেমাটিক আখ্যান যা ইতিহাসকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে ।

মুম্বই,23 মার্চ : 2022 সালের শহীদ দিবস উপলক্ষ্য়ে এবার বড় পর্দায় আসতে চলেছে বীর সাভারকরের বায়োপিক 'স্বতন্ত্র বীর সাভারকর' ৷ খবর অনুযায়ী জুন মাসে শ্যুটিং শুরু হতে পারে এই ছবির ৷ ছবিতে দামোদর বিনায়ক সাভারকরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda roped in for Veer Savarkar biopic) ৷ ছবিটি শ্য়ুটিং হবে লন্ডন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-সহ আরও বিভিন্ন জায়গায় ৷ ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে মহেশ ভি. মাঞ্জরেকরের কাঁধে ৷

এই চরিত্র করতে পেরে রীতিমত উচ্ছ্বসিত রণদীপ ৷ তিনি বলেন,"বহু নায়ক রয়েছেন যাঁরা আমাদের স্বাধীনতা অর্জনে নিজেদের ভূমিকা পালন করেছেন ৷ তবে সকলেই তাঁদের প্রাপ্যমূল্য পেয়েছেন তা নয় ৷ বীর সাভারকর এই অজ্ঞাত নায়কদের মধ্য়ে এমন একজন যাঁকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছে, যিনি সবচেয়ে বিতর্কিত এবং ভীষণ প্রভাবশালী তাই তাঁর গল্প অবশ্য়ই বলা উচিত ৷ " এই ছবির হাত ধরেই দ্বিতীয়বার সন্দীপ সিংহের সঙ্গে জুটি বাঁধছেন রণদীপ ৷ এর আগে 2016 সালে 'সর্বজিত' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ রণদীপ জানান, "সতন্ত্র বীর সাভারকরের জন্য 'সর্বজিত'-এর পর আবার সন্দীপের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে ৷ সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য় খুবই কঠিন একটা চরিত্র ৷"

Veer Savarkar Biopic
বড় পর্দায় আসতে চলেছে বীর সাভারকরের বায়োপিক 'স্বতন্ত্র বীর সাভারকর'

আরও পড়ুন :'আরআরআর'-এর পরেই আসছে তাঁর ছবি, আমরা কারও দু'নম্বর নই বললেন জন

অন্যদিকে এই ছবির জন্য় গত প্রায় একবছর ধরে কাজ করে চলেছেন মহেশ ৷ ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছে আনন্দ পণ্ডিত মোশন পিকচারস এবং সন্দীপ সিংহ ও শ্যাম খানের লেজেন্ড স্টুডিয়ো ৷ ছবিটি যে আগামীতে যথেষ্ট প্রভাব ফেলবে তা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তাঁরা ৷ পরিচালক মহেশ জানান, এই গল্পগুলি বলার এটাই সঠিক সময় যা এতদিন উপেক্ষা করা হয়েছে । 'স্বতন্ত্র বীর সাভারকর' হবে এমন একটি সিনেমাটিক আখ্যান যা ইতিহাসকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.