কলকাতা : 'অবশেষের গল্প'-র ট্রেলারে দেখা যাচ্ছে কেতকী, লাবণ্য এবং শোভনলালকে। শোভনলাল অর্থাৎ, লাবণ্যর স্বামী আর কেতকী মানে অমিতের স্ত্রী। রয়েছেন তাঁদের সন্তানরা। কেতকী ও অমিতের সন্তান স্পর্শ আর লাবণ্য ও শোভনলালের সন্তান পালক। তবে কোথাও দেখা গেল না অমিতকে।
ট্রেলারের মধ্যেই কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক। উল্লেখ আছে শেষের কবিতার বিখ্যাত দুটি লাইন - 'গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়...'
এখানে লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু, কেতকীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী এবং শোভনলালের চরিত্রে বাদশা মৈত্র।
দেখুন ট্রেলার :
- " class="align-text-top noRightClick twitterSection" data="">