ETV Bharat / sitara

দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তান, শেষশ্রদ্ধা শাসক-বিরোধী সব পক্ষের - দিলীপ কুমারের খবর

দিলীপ কুমারের প্রয়াণে এ দেশের পাশাপাশি শোকের ছায়া পাকিস্তানেও ৷ সে দেশেই জন্ম প্রয়াত অভিনেতার ৷ তাই তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শাসক-বিরোধী দলের নেতারা ৷

Tributes pour in from across Pakistan for actor Dilip Kumar
দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তান, শেষশ্রদ্ধা শাসক-বিরোধী সব পক্ষের
author img

By

Published : Jul 7, 2021, 5:03 PM IST

পেশোয়ার, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ শোকের আবহ প্রতিবেশী দেশ পাকিস্তানেও ৷ পদ্মবিভূষণপ্রাপ্ত 98 বছরের অভিনেতার জন্ম সে দেশেই ৷

1922 সালের 11 ডিসেম্বর পেশোয়ারে জন্ম দিলীপ কুমারের ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিস্সা খাওয়ানি বাজার এলাকায় ছিল তাঁর পৈতৃক বাড়ি ৷ তাঁর প্রকৃত নাম ছিল মহম্মদ ইউসুফ খান ৷ স্বাভাবিকভাবেই দিলীপ কুমারের সঙ্গে অন্তরের টান রয়েছে পাকিস্তানের ৷ সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "দিলীপ কুমার (ইউসুফ খান) আর নেই শুনে খুব দুঃখ পেয়েছি ৷ তিনি দুর্দান্ত একজন অভিনেতা, একজন বিনয়ী মানুষ, এক মহান ব্যক্তিত্ব ছিলেন ৷ তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

পাক প্রধানমন্ত্রী ইমরান খান দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, "দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ তাঁর সেই উদারতা আমি ভুলতে পারব না, তিনি এসকেএমটিএইচ প্রজেক্ট চালু হওয়ার সময় কীভাবে টাকা জোগাড় করে সাহায্য করেছিলেন ৷ ওই সময়টা সবচেয়ে সমস্যাপূর্ণ ছিল, ফান্ডের প্রথম 10 শতাংশ জোগাড় করাটা খুব কঠিন ছিল ৷ পাকিস্তান আর লন্ডনে তাঁর উপস্থিতি বিশাল অঙ্কের টাকা তুলতে সাহায্য করেছিল ৷"

আরও পড়ুন: একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

এসকেএমটিএইচ (SKMTH) ইমরান খানের স্বপ্নের প্রজেক্ট ছিল ৷ তাঁর মা ক্যানসারে মারা যাওয়ার পর ক্যানসার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷ শৌকত খানুম মেমোরিয়াল ট্রাস্টের প্রথম প্রজেক্ট ছিল শৌকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার বানানো ৷ সেই কাজে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে দিলীপ কুমার ইমরান খানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ লাহোর আর পেশোয়ারে তৈরি হয়েছে সেই হাসপাতাল ৷

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রশিদ আহমেদ টুইটে লিখেছেন, "দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন ৷ তাঁর জায়গায় কেউ আসতে পারবেন না ৷"

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তানি মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি শাহবাজ শরিফও বলিউডের জনপ্রিয় অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তাঁর কথায় এটা একটা বিরাট ক্ষতি ৷

দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করেছে খাইবার পাখতুনখোয়া সরকারও ৷ সেখানকার মুখ্যমন্ত্রী মাহমুদ খান বলেছেন, দিলীপ কুমারের প্রয়াণে ভারতীয় সিনেমার একটা সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল ৷

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

পাকিস্তান সরকার ইতিমধ্যেই দিলীপ কুমারের পৈতৃক বাড়িকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ৷ তাঁর নামে সেখানে একটি মিউজিয়াম তৈরি হবে ৷ নব্বইয়ের দশকে পাকিস্তানে গিয়েছিলেন প্রয়াত অভিনেতা ৷ তাঁকে আন্তরিকভাবে আপ্যায়ন জানিয়েছিল সে দেশের মানুষ ৷

পেশোয়ার, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ শোকের আবহ প্রতিবেশী দেশ পাকিস্তানেও ৷ পদ্মবিভূষণপ্রাপ্ত 98 বছরের অভিনেতার জন্ম সে দেশেই ৷

1922 সালের 11 ডিসেম্বর পেশোয়ারে জন্ম দিলীপ কুমারের ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিস্সা খাওয়ানি বাজার এলাকায় ছিল তাঁর পৈতৃক বাড়ি ৷ তাঁর প্রকৃত নাম ছিল মহম্মদ ইউসুফ খান ৷ স্বাভাবিকভাবেই দিলীপ কুমারের সঙ্গে অন্তরের টান রয়েছে পাকিস্তানের ৷ সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "দিলীপ কুমার (ইউসুফ খান) আর নেই শুনে খুব দুঃখ পেয়েছি ৷ তিনি দুর্দান্ত একজন অভিনেতা, একজন বিনয়ী মানুষ, এক মহান ব্যক্তিত্ব ছিলেন ৷ তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

পাক প্রধানমন্ত্রী ইমরান খান দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, "দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ তাঁর সেই উদারতা আমি ভুলতে পারব না, তিনি এসকেএমটিএইচ প্রজেক্ট চালু হওয়ার সময় কীভাবে টাকা জোগাড় করে সাহায্য করেছিলেন ৷ ওই সময়টা সবচেয়ে সমস্যাপূর্ণ ছিল, ফান্ডের প্রথম 10 শতাংশ জোগাড় করাটা খুব কঠিন ছিল ৷ পাকিস্তান আর লন্ডনে তাঁর উপস্থিতি বিশাল অঙ্কের টাকা তুলতে সাহায্য করেছিল ৷"

আরও পড়ুন: একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

এসকেএমটিএইচ (SKMTH) ইমরান খানের স্বপ্নের প্রজেক্ট ছিল ৷ তাঁর মা ক্যানসারে মারা যাওয়ার পর ক্যানসার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷ শৌকত খানুম মেমোরিয়াল ট্রাস্টের প্রথম প্রজেক্ট ছিল শৌকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার বানানো ৷ সেই কাজে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে দিলীপ কুমার ইমরান খানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ লাহোর আর পেশোয়ারে তৈরি হয়েছে সেই হাসপাতাল ৷

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রশিদ আহমেদ টুইটে লিখেছেন, "দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন ৷ তাঁর জায়গায় কেউ আসতে পারবেন না ৷"

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তানি মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি শাহবাজ শরিফও বলিউডের জনপ্রিয় অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তাঁর কথায় এটা একটা বিরাট ক্ষতি ৷

দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করেছে খাইবার পাখতুনখোয়া সরকারও ৷ সেখানকার মুখ্যমন্ত্রী মাহমুদ খান বলেছেন, দিলীপ কুমারের প্রয়াণে ভারতীয় সিনেমার একটা সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল ৷

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

পাকিস্তান সরকার ইতিমধ্যেই দিলীপ কুমারের পৈতৃক বাড়িকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ৷ তাঁর নামে সেখানে একটি মিউজিয়াম তৈরি হবে ৷ নব্বইয়ের দশকে পাকিস্তানে গিয়েছিলেন প্রয়াত অভিনেতা ৷ তাঁকে আন্তরিকভাবে আপ্যায়ন জানিয়েছিল সে দেশের মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.