ETV Bharat / sitara

খুনের দায় থেকে তাপসীকে বাঁচাতে পারবে কি বাদল গুপ্তা ? - trailer out

খুনের অভিযোগে অভিযুক্ত তাপসী পান্নু। ভরসা বাদল গুপ্তা। আবারও একবার তাপসীকে বাঁচানোর দায়িত্ব এসে পরেছে দুঁদে উকিল বাদলের কাঁধে। আদৌ কি তাপসীকে বাঁচাতে সফল হবেন এই বাদল গুপ্তা ?

taapsee pannu
author img

By

Published : Feb 12, 2019, 2:03 PM IST

প্রশ্নটি থেকেই যায় শেষ পর্যন্ত। প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র ছবিতেই। তবে আপাতত সামনে এসেছে 'বদলা' ছবির ট্রেলার। ট্রেলারে বেশ সাসপেন্সের ছোঁয়া পাওয়া যাচ্ছে। একটি বন্ধ ঘরে একটি মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তাপসীকে। খুনের অভিযোগে গ্রেপ্তারও হয় সে। এই কেসের দায়িত্ব পরে উকিল বাদল গুপ্তার উপরে। ৪০ বছরে কোনও কেসই হারেননি দুঁদে উকিল বাদল গুপ্তা। এবারে কি তিনি আগের মতোই জিতবেন না হেরে যাবেন ?

প্রশ্ন জিইয়ে রাখে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত নতুন ছবি 'বদলা'-র ট্রেলার। ট্রেলারের পরতে পরতে পাওয়া যাবে থ্রিলারের স্বাদ। তবে অপেক্ষা এখন ছবিমুক্তির। 'বদলা' পরিচালনা করেছেন সুজয় ঘোষ। এর আগেও 'পিঙ্ক'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ ও তাপসী। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৮ মার্চ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
undefined


প্রশ্নটি থেকেই যায় শেষ পর্যন্ত। প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র ছবিতেই। তবে আপাতত সামনে এসেছে 'বদলা' ছবির ট্রেলার। ট্রেলারে বেশ সাসপেন্সের ছোঁয়া পাওয়া যাচ্ছে। একটি বন্ধ ঘরে একটি মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তাপসীকে। খুনের অভিযোগে গ্রেপ্তারও হয় সে। এই কেসের দায়িত্ব পরে উকিল বাদল গুপ্তার উপরে। ৪০ বছরে কোনও কেসই হারেননি দুঁদে উকিল বাদল গুপ্তা। এবারে কি তিনি আগের মতোই জিতবেন না হেরে যাবেন ?

প্রশ্ন জিইয়ে রাখে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত নতুন ছবি 'বদলা'-র ট্রেলার। ট্রেলারের পরতে পরতে পাওয়া যাবে থ্রিলারের স্বাদ। তবে অপেক্ষা এখন ছবিমুক্তির। 'বদলা' পরিচালনা করেছেন সুজয় ঘোষ। এর আগেও 'পিঙ্ক'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ ও তাপসী। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৮ মার্চ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
undefined


Intro:Body:

খুনের অভিযোগে অভিযুক্ত তাপসী পান্নু। ভরসা বাদল গুপ্তা। আবারও একবার তাপসীকে বাঁচানোর দায়িত্ব এসে পরেছে দুঁদে উকিল বাদলের কাঁধে। আদৌ কি তাপসীকে বাঁচাতে সফল হবেন এই বাদল গুপ্তা ?



প্রশ্নটি থেকেই যায় শেষ পর্যন্ত। প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র ছবিতেই। তবে আপাতত সামনে এসেছে 'বদলা' ছবির ট্রেলার। ট্রেলারে বেশ সাসপেন্সের ছোঁয়া পাওয়া যাচ্ছে। একটি বন্ধ ঘরে একটি মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তাপসীকে। খুনের অভিযোগে গ্রেপ্তারও হয় সে। এই কেসের দায়িত্ব পরে উকিল বাদল গুপ্তার উপরে। ৪০ বছরে কোনও কেসই হারেননি দুঁদে উকিল বাদল গুপ্তা। এবারে কি তিনি আগের মতোই জিতবেন না হেরে যাবেন ?



প্রশ্ন জিইয়ে রাখে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত নতুন ছবি 'বদলা'-র ট্রেলার। ট্রেলারের পরতে পরতে পাওয়া যাবে থ্রিলারের স্বাদ। তবে অপেক্ষা এখন ছবিমুক্তির। 'বদলা' পরিচালনা করেছেন সুজয় ঘোষ। এর আগেও 'পিঙ্ক'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ ও তাপসী। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৮ মার্চ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.