ETV Bharat / sitara

Paulmi Basu on Soumitra Chatterjee : সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার - trailer of the documentary ami soumitra releases on his birth day

19 জানুয়ারি কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭ তম জন্মদিন । আর তাই তাঁকে স্মরণে রেখেই আজ প্রকাশ্যে এল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ তথ্যচিত্র 'আমি সৌমিত্র'র ট্রেলার (Ami Soumitra a Docu film on Soumitra Chatterjee) ।

I wanted to keep Bapi's life philosophy, said daughter Paulmi on Soumitra Chatterjee's birthday
সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার
author img

By

Published : Jan 19, 2022, 2:20 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্র বিভাগে 10 জানুয়ারি সন্ধে 6 টায় প্রদর্শিত হওয়ার কথা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ তথ্যচিত্র 'আমি সৌমিত্র'। কিন্তু ফের করোনার বাড়বাড়ন্তে স্থগিত এবারের চলচ্চিত্র উৎসব । অবশেষে 19 জানুয়ারি তাঁর জন্মদিনে সামনে এল এই তথ্যচিত্রের ট্রেলার (Ami Soumitra trailer releases ) ৷

সিনেক্স এবং মুখোমুখি প্রযোজিত এই তথ্যচিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, সন্দীপ রায়, দেবশঙ্কর হালদার, যোগেন চৌধুরী, কৌশিক সেন এবং সৌমিত্রকন্যা পৌলমী বসু-সহ আরও অনেককে । ক্রিয়েটিভ ডিরেক্টর পৌলমী বসু নিজেই। সায়ন্তনের এই তথ্যচিত্রে উঠে থাকছে কিংবদন্তি অভিনেতার সিনেমা, থিয়েটার এবং ছবি আঁকার নানা দিক । থাকবে তাঁর কণ্ঠে কবিতা পাঠও ।

Paulmi Basu on Soumitra Chatterjee
সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার

ভারতলক্ষ্মী স্টুডিওতে সায়ন্তন মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ তথ্যচিত্র 'আমি সৌমিত্র' । প্রায় রোজই থাকত শুটিং । তাঁকে ঘিরে থাকত জনা দশেকের একটি দল। গটগট করে ঢুকে যেতেন ফ্লোরে । তাঁকে প্রবীণ বলবে কার সাধ্যি ? চিরযুবক তিনি ৷ কারও কি জানা ছিল এই তাঁর শেষ কাজ ? মঞ্চ, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ ৷ জীবনের শেষদিন পর্যন্ত সব জায়গায় তাঁর রাজত্ব ছিল অটুট । এহেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়া আজও মেনে নিতে নারাজ আপামর বাঙালি । বাঙালির এক চিরন্তন আবেগের নাম উত্তম কুমার হলে আরেক আবেগের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই আবেগকেই ফের উসকে দেবে 'আমি সৌমিত্র'।

trailer of the documentary  ami soumitra releases on his birth day
সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার

আরও পড়ুন : 7 দেশে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে, দেখে যেতে পারলেন না নারায়ণ দেবনাথ

পৌলমী বসুর সঙ্গে এদিন যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার মনে হয়েছিল বাপির তো বয়স হয়ে যাচ্ছে, তাই ওঁর চিন্তাভাবনা ও দর্শন আমাদের ধরে রাখা উচিত । তাই আমি সায়ন্তন মুখোপাধ্যায়কে দায়িত্ব দিই । এখানে একেবারে আড্ডার মাধ্যমে বাপির সিনেমা, থিয়েটার, ছবি আঁকার দিক উঠে আসবে । কিন্তু বাপির দুটো সাহিত্য আর ব্যক্তিগতজীবনে হাত দেওয়ার আগেই বাপি করোনায় আক্রান্ত হন । তাই ওই দিকটা তুলে ধরা যায়নি । সহজ কথায়, আড্ডার মাধ্যমে বাপির জীবনদর্শন তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে । বাপি নিজেই বলেছেন নিজেকে নিয়ে অনেক কথা ।" অন্যদিকে আজ তাঁর জন্মদিনেই উইন্ডোজ প্রোডাকশন্স-এর তরফে জানা গেল, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত 'বেলাশুরু' রিলিজ করবে ২০ মে।

কলকাতা, 19 জানুয়ারি : 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্র বিভাগে 10 জানুয়ারি সন্ধে 6 টায় প্রদর্শিত হওয়ার কথা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ তথ্যচিত্র 'আমি সৌমিত্র'। কিন্তু ফের করোনার বাড়বাড়ন্তে স্থগিত এবারের চলচ্চিত্র উৎসব । অবশেষে 19 জানুয়ারি তাঁর জন্মদিনে সামনে এল এই তথ্যচিত্রের ট্রেলার (Ami Soumitra trailer releases ) ৷

সিনেক্স এবং মুখোমুখি প্রযোজিত এই তথ্যচিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, সন্দীপ রায়, দেবশঙ্কর হালদার, যোগেন চৌধুরী, কৌশিক সেন এবং সৌমিত্রকন্যা পৌলমী বসু-সহ আরও অনেককে । ক্রিয়েটিভ ডিরেক্টর পৌলমী বসু নিজেই। সায়ন্তনের এই তথ্যচিত্রে উঠে থাকছে কিংবদন্তি অভিনেতার সিনেমা, থিয়েটার এবং ছবি আঁকার নানা দিক । থাকবে তাঁর কণ্ঠে কবিতা পাঠও ।

Paulmi Basu on Soumitra Chatterjee
সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার

ভারতলক্ষ্মী স্টুডিওতে সায়ন্তন মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ তথ্যচিত্র 'আমি সৌমিত্র' । প্রায় রোজই থাকত শুটিং । তাঁকে ঘিরে থাকত জনা দশেকের একটি দল। গটগট করে ঢুকে যেতেন ফ্লোরে । তাঁকে প্রবীণ বলবে কার সাধ্যি ? চিরযুবক তিনি ৷ কারও কি জানা ছিল এই তাঁর শেষ কাজ ? মঞ্চ, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ ৷ জীবনের শেষদিন পর্যন্ত সব জায়গায় তাঁর রাজত্ব ছিল অটুট । এহেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়া আজও মেনে নিতে নারাজ আপামর বাঙালি । বাঙালির এক চিরন্তন আবেগের নাম উত্তম কুমার হলে আরেক আবেগের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই আবেগকেই ফের উসকে দেবে 'আমি সৌমিত্র'।

trailer of the documentary  ami soumitra releases on his birth day
সৌমিত্রের জন্মদিনে প্রকাশ্যে এল 'আমি সৌমিত্র' তথ্যচিত্রের ট্রেলার

আরও পড়ুন : 7 দেশে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে, দেখে যেতে পারলেন না নারায়ণ দেবনাথ

পৌলমী বসুর সঙ্গে এদিন যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার মনে হয়েছিল বাপির তো বয়স হয়ে যাচ্ছে, তাই ওঁর চিন্তাভাবনা ও দর্শন আমাদের ধরে রাখা উচিত । তাই আমি সায়ন্তন মুখোপাধ্যায়কে দায়িত্ব দিই । এখানে একেবারে আড্ডার মাধ্যমে বাপির সিনেমা, থিয়েটার, ছবি আঁকার দিক উঠে আসবে । কিন্তু বাপির দুটো সাহিত্য আর ব্যক্তিগতজীবনে হাত দেওয়ার আগেই বাপি করোনায় আক্রান্ত হন । তাই ওই দিকটা তুলে ধরা যায়নি । সহজ কথায়, আড্ডার মাধ্যমে বাপির জীবনদর্শন তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে । বাপি নিজেই বলেছেন নিজেকে নিয়ে অনেক কথা ।" অন্যদিকে আজ তাঁর জন্মদিনেই উইন্ডোজ প্রোডাকশন্স-এর তরফে জানা গেল, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত 'বেলাশুরু' রিলিজ করবে ২০ মে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.