ETV Bharat / sitara

মুক্তি পেল 'তুমি ও তুমি'-র ট্রেলার - tumi o tumi trailer

মুক্তি পেল 'তুমি ও তুমি'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর, অরুনিমা দে, সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলি, অন্বেষা হাজরা, টুইঙ্কেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত, পুলকিত ঘোষ, রিক, সৌরভ মজুমদার ও মৌসুমি দাস ।

gf
g
author img

By

Published : Dec 12, 2019, 10:31 PM IST

কলকাতা : মুক্তি পেল অরুণিমা দে পরিচালিত নতুন ছবি 'তুমি ও তুমি'-র ট্রেলার । জন্মের পর থেকেই মহিলাদের যে লড়াই করে চলতে হয় সেই ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে । মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর, অরুনিমা দে, সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলি, অন্বেষা হাজরা, টুইঙ্কেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত, পুলকিত ঘোষ, রিক, সৌরভ মজুমদার ও মৌসুমি দাস । ট্রেলারের পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও গান ।

জন্মের পর থেকেই মেয়েদের বিভিন্ন বাধা ধরা নিয়মের মধ্যে রাখা হয় । যা ভেঙে বেরতে সে পারে না । বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও সেই নিয়ম পরিবর্তন হয় না । অনেক সময় প্রতিবাদ করতে ইচ্ছে হয় । কিন্তু তা করাও সম্ভব হয় না । ফলত সব পাওয়ার পরও অনেক মহিলার মনে খুশি থাকে না । সব সময় তাঁদের বাহ্যিক ও অন্তর সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে । সেই বিষয়টিকে কেন্দ্র কেরেই তৈরি করা হয়েছে ছবিটি ।

ছবি সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "এখানে এক বয়স্ক মহিলার কথা বলা হয়েছে । তাঁর কাছে সব কিছু রয়েছে কিন্তু, তাঁকে যে সম্মানটা পরিবারের তরফে দেওয়া দরকার সেটা কেউ দেন না । এরপর আমার সঙ্গে তাঁর পরিচয় হয় । আমার সাহায্যে তিনি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াবেন ।" ওই মহিলার চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী । ছবি সম্পর্কে তিনি বলেন, "ছবিতে আমার সবকিছুই রয়েছে বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স সব । কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আমি আমার ছেলে এবং বউমার কথা শুনে চলি । মনে একটা দুঃখ রয়েছে । তারপর মিঞা ভাই আমকে সাহস দেন ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল অরুণিমা দে পরিচালিত নতুন ছবি 'তুমি ও তুমি'-র ট্রেলার । জন্মের পর থেকেই মহিলাদের যে লড়াই করে চলতে হয় সেই ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে । মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর, অরুনিমা দে, সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলি, অন্বেষা হাজরা, টুইঙ্কেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত, পুলকিত ঘোষ, রিক, সৌরভ মজুমদার ও মৌসুমি দাস । ট্রেলারের পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও গান ।

জন্মের পর থেকেই মেয়েদের বিভিন্ন বাধা ধরা নিয়মের মধ্যে রাখা হয় । যা ভেঙে বেরতে সে পারে না । বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও সেই নিয়ম পরিবর্তন হয় না । অনেক সময় প্রতিবাদ করতে ইচ্ছে হয় । কিন্তু তা করাও সম্ভব হয় না । ফলত সব পাওয়ার পরও অনেক মহিলার মনে খুশি থাকে না । সব সময় তাঁদের বাহ্যিক ও অন্তর সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে । সেই বিষয়টিকে কেন্দ্র কেরেই তৈরি করা হয়েছে ছবিটি ।

ছবি সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "এখানে এক বয়স্ক মহিলার কথা বলা হয়েছে । তাঁর কাছে সব কিছু রয়েছে কিন্তু, তাঁকে যে সম্মানটা পরিবারের তরফে দেওয়া দরকার সেটা কেউ দেন না । এরপর আমার সঙ্গে তাঁর পরিচয় হয় । আমার সাহায্যে তিনি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াবেন ।" ওই মহিলার চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী । ছবি সম্পর্কে তিনি বলেন, "ছবিতে আমার সবকিছুই রয়েছে বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স সব । কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আমি আমার ছেলে এবং বউমার কথা শুনে চলি । মনে একটা দুঃখ রয়েছে । তারপর মিঞা ভাই আমকে সাহস দেন ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: ডিজিম্যাক্স এর প্রযোজনায় পরিচালক অরুণিমা দে নিয়ে আসছেন তার নতুন ছবি তুমি ও তুমি। ছবির গল্প মহিলাদের লড়াই কে কেন্দ্র করে হলেও, দর্শকরা প্রধানত দেখবেন মহিলাদের বাহ্যিক সত্তা ও অন্তর সত্তার লড়াইয়ে যেভাবে তাদেরকে প্রতিনিয়ত এগিয়ে যেতে হয় তারই এক অসীম সাহসিকতার চিত্র। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়,লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর,অরুনিমা দে,সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলী, অন্বেষা হাজরা,টুইংকেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত,পুলকিত ঘোষ,রিক, সৌরভ মজুমদার ও মৌসুমী দাস। গতকাল কলকাতা প্রেসক্লাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও পরিচালক অরুনিমা এর উপস্থিতিতে মুক্তি পেল ছবির পোস্টার, মিউজিক এবং ট্রেলার।


Body:কেন তুমি ছবি সম্পর্কে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জানালেন," এই ছবিটা যেটা দর্শকরা দেখবেন মানুষের সঙ্গে মানুষের যা সম্পর্ক, বয়স নির্ভর করা ছাড়াও, যে মহিলা বাজার কাহিনী এখানে বলা হচ্ছে, কাহিনীকার যেটা লিখেছেন যে সে সবকিছু সত্বেও প্রবঞ্চিত হয়েছেন। কেউ তাকে ছেড়ে চলে যায় কেউ তাকে রেখেছে, কেউ তাকে এক্সপ্লয়েট করছে কেউ তার থেকে সেবা নিচ্ছে কিন্তু বদলে কিছু দিচ্ছে না। এবং এই ভদ্রমহিলা চিরাচরিত বাঙালি গৃহবধূর ভূমিকা সে শুধুই মেনে নিয়েছে এতোদিন। এই ছবির শেষে বন্ধুটির সঙ্গে লাভ হয়েছে অর্থাৎ ছবির মধ্যে আমি। আমার সহচার্যে, আমার সহায়তায় আমার সাহস রাতে তিনি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছেন, এটাই হচ্ছে কাহিনী"। অভিনেত্রী লিলি চক্রবর্তী জানালেন, "ছবিতে আমার সবকিছুই রয়েছে বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স। কিন্তু তা সত্ত্বেও আমি বাড়িতে আমি আমার ছেলে এবং ছেলের বউয়ের কথা শুনে চলি। কিন্তু তার সাথে আমার মনে একটা দুঃখ আছে কিন্তু যখন আমার এনার সঙ্গে আলাপ হয়, মিয়া ভাই সাহস দেন যে আপনার সবকিছু থাকা সত্ত্বেও কেন আপনি এত কষ্ট করছি এরপরে ছবির শেষটা দেখে বুঝতে পারবেন"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.