ETV Bharat / sitara

'বরুণবাবুর বন্ধু' কে ? সাসপেন্সে ভরা ট্রেলার

মুক্তি পেল 'বরুণবাবুর বন্ধু' ছবির ট্রেলার । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

gf
gdf
author img

By

Published : Dec 10, 2019, 8:45 PM IST

Updated : Dec 10, 2019, 10:46 PM IST

কলকাতা : আসছে বরুণবাবুর বন্ধু । চিঠি দিয়ে জানিয়েছেন তিনি । ঘর সাজানো হচ্ছে তাঁর জন্য । পরিবারের সদস্যরাও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন । গোটা ট্রেলার জুড়েই একটা ব্যস্ততা । কিন্তু, বরুণবাবুর বন্ধুটি কে সেটা দেখানো হয়নি ট্রেলারে ।

আজই মুক্তি পেয়েছে 'বরুণবাবুর বন্ধু' ছবির ট্রেলার । ট্রেলারের শুধু থেকে শেষ পর্যন্ত শুধু আসছে আসছে শোনা যাচ্ছে । কিন্তু, কে আসছে তা বলা হয়নি । একটা সাসপেন্স ভরে রয়েছে ট্রেলারে । ছবিটি পরিচালনায় অনীক দত্ত ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, বিদিপ্তা চক্রবর্তী, বরুণ চন্দ্র, অলকানন্দা রায়, দেবলীনা দত্ত, চান্দ্রেয়ী ঘোষকে ।

দেখুন ভিডিয়ো

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "বন্ধুত্ব ও নস্টালজিয়ার কোনও ব্যাপার এই ছবির মধ্যে নেই । এই কাহিনি একদম অন্যরকম এবং গভীর একটা সামাজিক দিক রয়েছে । পরাণের মতো একজন ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারলে নিজের অভিনয়টাও ভালো হয় । অনীকের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে ।"

মাধবী মুখোপাধ্যায় বলেন, "সৌমিত্রবাবুর সঙ্গে এর আগেও কাজ করেছি । এবারও কাজ করলাম । কাজ করার বিশেষ কোনও অভিজ্ঞতা নেই, শুধু একটাই পার্থক্য আগে শুটিং ফ্লোরে কাজ হত আর এখন একটা বাড়িতে কাজ হয় । দর্শকদের একটাই কথা বলব যে আপনারা ছবিটা দেখুন তাহলেই আমার চরিত্র এবং গল্প সম্পর্কে জানতে পারবেন ।" তবে কে আসছে সেটা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের । আর সব ঠিক থাকলে 2020 সালেই মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : আসছে বরুণবাবুর বন্ধু । চিঠি দিয়ে জানিয়েছেন তিনি । ঘর সাজানো হচ্ছে তাঁর জন্য । পরিবারের সদস্যরাও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন । গোটা ট্রেলার জুড়েই একটা ব্যস্ততা । কিন্তু, বরুণবাবুর বন্ধুটি কে সেটা দেখানো হয়নি ট্রেলারে ।

আজই মুক্তি পেয়েছে 'বরুণবাবুর বন্ধু' ছবির ট্রেলার । ট্রেলারের শুধু থেকে শেষ পর্যন্ত শুধু আসছে আসছে শোনা যাচ্ছে । কিন্তু, কে আসছে তা বলা হয়নি । একটা সাসপেন্স ভরে রয়েছে ট্রেলারে । ছবিটি পরিচালনায় অনীক দত্ত ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, বিদিপ্তা চক্রবর্তী, বরুণ চন্দ্র, অলকানন্দা রায়, দেবলীনা দত্ত, চান্দ্রেয়ী ঘোষকে ।

দেখুন ভিডিয়ো

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "বন্ধুত্ব ও নস্টালজিয়ার কোনও ব্যাপার এই ছবির মধ্যে নেই । এই কাহিনি একদম অন্যরকম এবং গভীর একটা সামাজিক দিক রয়েছে । পরাণের মতো একজন ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারলে নিজের অভিনয়টাও ভালো হয় । অনীকের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে ।"

মাধবী মুখোপাধ্যায় বলেন, "সৌমিত্রবাবুর সঙ্গে এর আগেও কাজ করেছি । এবারও কাজ করলাম । কাজ করার বিশেষ কোনও অভিজ্ঞতা নেই, শুধু একটাই পার্থক্য আগে শুটিং ফ্লোরে কাজ হত আর এখন একটা বাড়িতে কাজ হয় । দর্শকদের একটাই কথা বলব যে আপনারা ছবিটা দেখুন তাহলেই আমার চরিত্র এবং গল্প সম্পর্কে জানতে পারবেন ।" তবে কে আসছে সেটা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের । আর সব ঠিক থাকলে 2020 সালেই মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: ভবিষ্যতের ভূত এর পর ফের একবার দর্শকদের সামনে নিজের নতুন ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক অনীক দত্ত। ছবির নাম বলুন বাবুর বন্ধু। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র,বিদিপ্তা চক্রবর্তী, বরুণ চন্দ্র, অলকানন্দা রায়,দেবলীনা দত্ত,চান্দ্রেয়ী ঘোষ সহ আরো অনেকে। ছবিটি মুক্তি পেয়েছে আগামী বছর তার আগেই দিন মুক্তি পেল ছবির ট্রেইলার যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মাধবী মুখার্জি ঋত্বিক চক্রবর্তী অর্পিতা চ্যাটার্জি এবং পরিচালক অনীক দত্ত।


Body:দীর্ঘদিন বাঁচে তার নিজের ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জানালেন, "বন্ধুত্ব ও নস্টালজিয়ার কোন ব্যাপার এই ছবির মধ্যে নেই। এই কাহিনী একদম অন্যরকম এবং গভীর একটা সামাজিক দিক রয়েছে। পরান এর মতন একজন ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারলে নিজের অভিনয় টাও ভাল হয়। অনেকের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে কারণ খুবই সেন্সিবল একজন ডিরেক্টর এবং তার পাশাপাশি তিনি অত্যন্ত মেধাবী ও তার ছবিতে কমেডি চরিত্রে কাজ করতে পেরে আমি খুবই খুশি"।

অভিনেত্রী মাধবী মুখার্জি জানালেন, "সৌমিত্র বাবু সঙ্গে এর আগেও কাজ করেছি এবারও কাজ করলাম কাজ করার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই শুধু একটাই পার্থক্য আগে শুটিং ফ্লোরে কাজ হতো আর এখন একটা বাড়িতে কাজ হয়। দর্শকদের একটাই কথা বলব যে আপনারা ছবিটা দেখুন তাহলেই আমার চরিত্র এবং গল্প সম্বন্ধে জানতে পারবেন"।


Conclusion:
Last Updated : Dec 10, 2019, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.