কলকাতা : সোমবার রাতে 75 বছরের এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । এরপরই রোগীর পরিবারের হাতে জখম হন পরিবহ ও যশ । গুরুতর চোট লাগে পরিবহর মাথায় । এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পরেন জুনিয়ার ডাক্তারদের একাংশ । আন্দোলনে নামেন তাঁরা। বুধবার সারাদিন বন্ধ রাখা হয় হাসপাতালের আউটডোর পরিষেবা।
এই ঘটনার জেরে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাংশ । নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ,অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়,ইন্দ্রদীপ দাশগুপ্ত, রঞ্জন ঘোষ প্রমুখ।
কৌশিক গাঙ্গুলি লিখেছেন, "তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!!"
-
তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l
— Kaushik Ganguly (@KGunedited) June 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!! pic.twitter.com/UJeR629Jvm
">তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l
— Kaushik Ganguly (@KGunedited) June 12, 2019
আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!! pic.twitter.com/UJeR629Jvmতোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l
— Kaushik Ganguly (@KGunedited) June 12, 2019
আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!! pic.twitter.com/UJeR629Jvm
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর টুইটারে লিখেছেন, "NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন।"
-
NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন।
— Swastika Mukherjee (@swastika24) June 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন।
— Swastika Mukherjee (@swastika24) June 12, 2019NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন।
— Swastika Mukherjee (@swastika24) June 12, 2019
পরিচালক রঞ্জন ঘোষ ফেসবুকে আহত পরিবহর ছবি পোস্ট করে লিখেছেন, " তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ড: পরিবহ মুখার্জি। যদি এই অমানবিক কাজের প্রতিবাদ না করতে পারি, তাহলে সেটা আমাদের লজ্জা।"
ক্ষোভ প্রকাশ করেন গায়ক ইন্দ্রদীপ দাশগুপ্তও। তিনি লেখেন, " আমি ডাক্তারদের সঙ্গে আছি...আমি তাঁদের বিশ্বাস করি...আমি তাঁদের ভরসা করি...আমি তাঁদের শ্রদ্ধা করি।"
-
I am with the doctors .... I trust them .. I depend on them ... and respect them
— indraadip das gupta (@iindraadip) June 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am with the doctors .... I trust them .. I depend on them ... and respect them
— indraadip das gupta (@iindraadip) June 12, 2019I am with the doctors .... I trust them .. I depend on them ... and respect them
— indraadip das gupta (@iindraadip) June 12, 2019