ETV Bharat / sitara

Tiktiki Trailer Release : অনির্বাণ-কৌশিকের যুগলবন্দিতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি - কৌশিক গঙ্গোপাধ্যায়ের ওটিটি অভিষেক

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya in Tiktiki) ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly OTT debut) দুরন্ত অভিনয়ের যুগলবন্দীতে ট্রেলারেই (Tiktiki trailer releases) সাড়া ফেলে দিল হইচই-এর নয়া অরিজিনাল টিকটিকি ৷

Tiktiki Trailer
অনির্বাণ-কৌশিকের যুগলবন্দীতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি
author img

By

Published : Mar 13, 2022, 11:14 AM IST

কলকাতা, 13 মার্চ : অ্যান্থনি শেফার লিখিত 'স্লিউথ' অবলম্বনে পরিচালক জোসেফ এল ম্যাংকাভিৎস বানান চলচ্চিত্র 'স্লিউথ'। তারই বাংলা রূপ হিসেবে 'টিকটিকি' শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করেন কৌশিক সেন । নাটকটিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক সেন । এই সাইকোলজিক্যাল থ্রিলারটিতে আছে মাত্র দু'টি চরিত্র । সত্যসিন্ধু চৌধুরী এবং বিমল নন্দী । সেই নাটকই এ বার পর্দায় ৷ মুক্তি পেল তার ট্রেলার (Tiktiki Trailer Release) ৷

'স্বপ্নসন্ধানী'র নিবেদনে বাংলা নাটক 'টিকটিকি'তে মঞ্চে সত্যসিন্ধুর ভূমিকায় দর্শকের সামনে আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিমল সেজে আসতেন কৌশিক সেন । এবার হইচই অরিজিনালসে আসছে এই নাটকটি । সৌমিত্র এবং কৌশিক সেনের মঞ্চে করা চরিত্র দু'টিতে এবার দেখা যাবে যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya in Tiktiki)। কিন্তু চরিত্রের নামে ঘটেছে বদল । অনির্বাণের চরিত্রের নাম মিলন বসাক আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly OTT debut) চরিত্রের নাম সৌমেন্দ্রকৃষ্ণ দেব । 'টিকটিকি'র মাধ্যমেই ওয়েবে অভিনেতা হিসেবে ডেবিউ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ।

নাটকের গল্প অপরিবর্তিত রেখেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । এই সিরিজের হাত ধরেই পরিচালক হিসেবে ওয়েবে ডেবিউ করছেন তিনি । আর হইচইয়ের এটি শততম ওয়েব অরিজিনাল ছবি ।

Tiktiki Trailer
আসছে টিকটিকি

আরও পড়ুন: Anirban Bhattacharya is making a feature film: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

'টিকটিকি' প্রসঙ্গে ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান, "অনেকদিন থেকেই পর্দায় এই গল্পকে তুলে ধরার ইচ্ছে আমার । 'স্বপ্নসন্ধানী'' দলের সদস্য হিসেবে প্রতিদিন শো-এর সময় স্টেজের কাজকর্ম দেখাশোনা করতাম । ওই নাটকের খুঁটিনাটি সব দিক ছিল আমার নখদর্পণে । তাই গল্পটা নিয়ে নিজেও কিছু করতে চেয়েছিলাম । এবং প্রথম থেকেই চেয়েছি এই চরিত্র দুটি অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গঙ্গোপাধ্যায় করুক ।"

প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি অনির্বাণ । চরিত্র এবং গল্প নিয়েও আপ্লুত তিনি । 'টিকটিকি' বড়পর্দায় এলেও অভিনয় করতে ইচ্ছুক তিনি, যদি তাঁকে ডাকা হয় - জানালেন অনির্বাণ ।

আরও পড়ুন: বিরসার পরবর্তী ছবিতে অনির্বাণ

প্রসঙ্গত, 'টিকটিকি'-কে পর্দায় হাজির করার প্রথম ইচ্ছে প্রকাশ করেন সৌমিত্র স্বয়ং । সেই সময় সত্যসিন্ধু চৌধুরী চরিত্রে অভিনয় করার প্রস্তাব তিনি দেন উত্তম কুমারকে । আর বিমলের ভূমিকায় ভেবে রেখেছিলেন নিজেকে । মহানায়ক নাকি রাজিও হয়েছিলেন । শেষপর্যন্ত তা অধরা থেকে যায় । তবে এবার ওটিটির দৌলতে হইচইয়ের উদ্যোগে অবশেষে পর্দায় আসছে 'টিকটিকি'। 18 মার্চ থেকে দর্শকের সামনে হাজির হবে 'টিকটিকি'(Hoichoi original) ।

কলকাতা, 13 মার্চ : অ্যান্থনি শেফার লিখিত 'স্লিউথ' অবলম্বনে পরিচালক জোসেফ এল ম্যাংকাভিৎস বানান চলচ্চিত্র 'স্লিউথ'। তারই বাংলা রূপ হিসেবে 'টিকটিকি' শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করেন কৌশিক সেন । নাটকটিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক সেন । এই সাইকোলজিক্যাল থ্রিলারটিতে আছে মাত্র দু'টি চরিত্র । সত্যসিন্ধু চৌধুরী এবং বিমল নন্দী । সেই নাটকই এ বার পর্দায় ৷ মুক্তি পেল তার ট্রেলার (Tiktiki Trailer Release) ৷

'স্বপ্নসন্ধানী'র নিবেদনে বাংলা নাটক 'টিকটিকি'তে মঞ্চে সত্যসিন্ধুর ভূমিকায় দর্শকের সামনে আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিমল সেজে আসতেন কৌশিক সেন । এবার হইচই অরিজিনালসে আসছে এই নাটকটি । সৌমিত্র এবং কৌশিক সেনের মঞ্চে করা চরিত্র দু'টিতে এবার দেখা যাবে যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya in Tiktiki)। কিন্তু চরিত্রের নামে ঘটেছে বদল । অনির্বাণের চরিত্রের নাম মিলন বসাক আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly OTT debut) চরিত্রের নাম সৌমেন্দ্রকৃষ্ণ দেব । 'টিকটিকি'র মাধ্যমেই ওয়েবে অভিনেতা হিসেবে ডেবিউ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ।

নাটকের গল্প অপরিবর্তিত রেখেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । এই সিরিজের হাত ধরেই পরিচালক হিসেবে ওয়েবে ডেবিউ করছেন তিনি । আর হইচইয়ের এটি শততম ওয়েব অরিজিনাল ছবি ।

Tiktiki Trailer
আসছে টিকটিকি

আরও পড়ুন: Anirban Bhattacharya is making a feature film: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

'টিকটিকি' প্রসঙ্গে ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান, "অনেকদিন থেকেই পর্দায় এই গল্পকে তুলে ধরার ইচ্ছে আমার । 'স্বপ্নসন্ধানী'' দলের সদস্য হিসেবে প্রতিদিন শো-এর সময় স্টেজের কাজকর্ম দেখাশোনা করতাম । ওই নাটকের খুঁটিনাটি সব দিক ছিল আমার নখদর্পণে । তাই গল্পটা নিয়ে নিজেও কিছু করতে চেয়েছিলাম । এবং প্রথম থেকেই চেয়েছি এই চরিত্র দুটি অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গঙ্গোপাধ্যায় করুক ।"

প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি অনির্বাণ । চরিত্র এবং গল্প নিয়েও আপ্লুত তিনি । 'টিকটিকি' বড়পর্দায় এলেও অভিনয় করতে ইচ্ছুক তিনি, যদি তাঁকে ডাকা হয় - জানালেন অনির্বাণ ।

আরও পড়ুন: বিরসার পরবর্তী ছবিতে অনির্বাণ

প্রসঙ্গত, 'টিকটিকি'-কে পর্দায় হাজির করার প্রথম ইচ্ছে প্রকাশ করেন সৌমিত্র স্বয়ং । সেই সময় সত্যসিন্ধু চৌধুরী চরিত্রে অভিনয় করার প্রস্তাব তিনি দেন উত্তম কুমারকে । আর বিমলের ভূমিকায় ভেবে রেখেছিলেন নিজেকে । মহানায়ক নাকি রাজিও হয়েছিলেন । শেষপর্যন্ত তা অধরা থেকে যায় । তবে এবার ওটিটির দৌলতে হইচইয়ের উদ্যোগে অবশেষে পর্দায় আসছে 'টিকটিকি'। 18 মার্চ থেকে দর্শকের সামনে হাজির হবে 'টিকটিকি'(Hoichoi original) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.