ETV Bharat / sitara

এবার কি কমেডি ছবিতে পরমব্রত ? - পরমব্রত চ্যাটার্জির খবর

রোম্যান্টিক, সিরিয়াস, হরর, ক্রাইম..প্রায় সমস্ত জঁরেই আমরা দেখে ফেলেছি পরমব্রত চ্যাটার্জিকে । এবার কি তাঁকে কমেডি ছবিতে দেখা যাবে ?

parambrata chattopadhyay in situational comedy
parambrata chattopadhyay in situational comedy
author img

By

Published : Aug 26, 2020, 10:41 PM IST

মুম্বই : পরমব্রত একেবারে প্রস্তুত । ভাবছেন কী নিয়ে ? তাঁর আসন্ন ছবি 'টিকি-টাকা' নিয়ে প্রস্তুত অভিনেতা । ছবিটি নাকি একটি সিচুয়েশনাল কমেডি, জানালেন অভিনেতা ।

IANS-কে পরমব্রত বললেন, "গল্পটি আমার চরিত্র 'রাজু'-র আশেপাশেই ঘুরতে থাকে । একজন ফুটবল প্লেয়ার খেলেছি-র সঙ্গে রাজুর নানা ধরনের অ্যাডভেঞ্চার হয় । হালকা, সিচুয়েশনাল কমেডি 'টিকি-টাকা' । সপ্তাহান্তে পরিবারের সঙ্গে বসে দেখার মতো ছবিটি ।"

এই কঠিন সময়ে দাঁড়িয়ে হাসির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন পরমব্রত । পরমব্রত ছাড়াও 'টিকি-টাকা'-তে রয়েছেন ইমোনা এনাবুলু, ঋতাভরি চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ।

আগামী 11 সেপ্টেম্বর OTT প্ল্যাটফর্ম জ়ি ফাইভে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : পরমব্রত একেবারে প্রস্তুত । ভাবছেন কী নিয়ে ? তাঁর আসন্ন ছবি 'টিকি-টাকা' নিয়ে প্রস্তুত অভিনেতা । ছবিটি নাকি একটি সিচুয়েশনাল কমেডি, জানালেন অভিনেতা ।

IANS-কে পরমব্রত বললেন, "গল্পটি আমার চরিত্র 'রাজু'-র আশেপাশেই ঘুরতে থাকে । একজন ফুটবল প্লেয়ার খেলেছি-র সঙ্গে রাজুর নানা ধরনের অ্যাডভেঞ্চার হয় । হালকা, সিচুয়েশনাল কমেডি 'টিকি-টাকা' । সপ্তাহান্তে পরিবারের সঙ্গে বসে দেখার মতো ছবিটি ।"

এই কঠিন সময়ে দাঁড়িয়ে হাসির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন পরমব্রত । পরমব্রত ছাড়াও 'টিকি-টাকা'-তে রয়েছেন ইমোনা এনাবুলু, ঋতাভরি চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ।

আগামী 11 সেপ্টেম্বর OTT প্ল্যাটফর্ম জ়ি ফাইভে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.