ETV Bharat / sitara

"রানের সঙ্গে কোনও সমস্যা হয়নি", বললেন রাজীব মেহরা

শোনা যাচ্ছিল, টাকা পয়সাকে কেন্দ্র করে নাকি সমস্যা তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আড্ডা টাইমসের । যদিও বিষয়টি একেবারেই সঠিক নয় বলে ETV ভারতকে জানালেন রাজীব ।

asd
asd
author img

By

Published : Oct 1, 2020, 10:19 PM IST

কলকাতা : শোনা যাচ্ছিল OTT প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরার সঙ্গে নাকি সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের ঝামেলা চলছে । যদিও বিষয়টিকে একটি গুজব বলেই উড়িয়ে দিলেন রাজীব ।

শোনা যাচ্ছিল, টাকা পয়সাকে কেন্দ্র করে নাকি সমস্যা তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আড্ডা টাইমসের । যদিও বিষয়টি একেবারেই সঠিক নয় বলে ETV ভারতকে জানালেন রাজীব । বলেন, "রানে অর্থাৎ সুরিন্দর ফিল্মসের সঙ্গে আমাদের কোনও সমস্যা হয়নি । এটা সম্পূর্ণ বাজে কথা । রানে খুব ভালো একজন মানুষ । সৃজিতের জীবনের প্রথম ওয়েব সিরিজ় 'ফেলুদা ফেরত'-এর কাজ আমরা একসঙ্গে শেষ করেছি । আমাদের ক্রিয়েটিভ জায়গায় ভুল বোঝাবুঝি থাকতে পারে । কিন্তু ব্যবসার দিক থেকে আমরা একদম একই আছি, আমাদের কোনও সমস্যা নেই ।"

নতুন মোড়কে আসতে চলেছে আড্ডা টাইমস । সৃজিত মুখার্জি পরিচালিত তাঁর জীবনের প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত' স্ট্রিম করবে আড্ডা টাইমসে । ফেলুদার দুটি গল্প 'ছিন্নমস্তার অভিশাপ' ও 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ় । ফেলুদার চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরি । ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি ।

এছাড়াও, আড্ডা টাইমসের আরও 8টি কন্টেন্ট তৈরি । সেগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য । এই সব কারণেই আড্ডা টাইমসকে আরও সুন্দর করে সাজাচ্ছেন তাঁরা । এবিষয়ে রাজীব বলেন, "আমাদের নিজেদের বিজ়নেস প্ল্যানিং হবে, যেখান থেকে আমরা দেখব, কোন সময় ছবি লঞ্চ করা ঠিক হবে । যেহেতু ফেলুদা এবং অন্য আরও ভালো ভালো কনটেন্ট আমরা আনছি, সেজন্য অ্যাপের পারফর্মেন্স ও তার লুক এবং ফিল বদলে ফেলব । যাতে দর্শকের দেখতে ভালো লাগে ।"

এই বছরের শেষে শীতের দিকে 'ফেলুদা ফেরত' স্ট্রিম করতে পারে বলে জানিয়েছেন রাজীব । কারণ সত্যজিৎ রায় নিজেই ফেলুদা রিলিজ় করতেন শীতে । আর সন্দীপ রায়ের ফেলুদাও মুক্তি পেয়েছে শীতকালে ।

কলকাতা : শোনা যাচ্ছিল OTT প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরার সঙ্গে নাকি সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের ঝামেলা চলছে । যদিও বিষয়টিকে একটি গুজব বলেই উড়িয়ে দিলেন রাজীব ।

শোনা যাচ্ছিল, টাকা পয়সাকে কেন্দ্র করে নাকি সমস্যা তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আড্ডা টাইমসের । যদিও বিষয়টি একেবারেই সঠিক নয় বলে ETV ভারতকে জানালেন রাজীব । বলেন, "রানে অর্থাৎ সুরিন্দর ফিল্মসের সঙ্গে আমাদের কোনও সমস্যা হয়নি । এটা সম্পূর্ণ বাজে কথা । রানে খুব ভালো একজন মানুষ । সৃজিতের জীবনের প্রথম ওয়েব সিরিজ় 'ফেলুদা ফেরত'-এর কাজ আমরা একসঙ্গে শেষ করেছি । আমাদের ক্রিয়েটিভ জায়গায় ভুল বোঝাবুঝি থাকতে পারে । কিন্তু ব্যবসার দিক থেকে আমরা একদম একই আছি, আমাদের কোনও সমস্যা নেই ।"

নতুন মোড়কে আসতে চলেছে আড্ডা টাইমস । সৃজিত মুখার্জি পরিচালিত তাঁর জীবনের প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত' স্ট্রিম করবে আড্ডা টাইমসে । ফেলুদার দুটি গল্প 'ছিন্নমস্তার অভিশাপ' ও 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ় । ফেলুদার চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরি । ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি ।

এছাড়াও, আড্ডা টাইমসের আরও 8টি কন্টেন্ট তৈরি । সেগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য । এই সব কারণেই আড্ডা টাইমসকে আরও সুন্দর করে সাজাচ্ছেন তাঁরা । এবিষয়ে রাজীব বলেন, "আমাদের নিজেদের বিজ়নেস প্ল্যানিং হবে, যেখান থেকে আমরা দেখব, কোন সময় ছবি লঞ্চ করা ঠিক হবে । যেহেতু ফেলুদা এবং অন্য আরও ভালো ভালো কনটেন্ট আমরা আনছি, সেজন্য অ্যাপের পারফর্মেন্স ও তার লুক এবং ফিল বদলে ফেলব । যাতে দর্শকের দেখতে ভালো লাগে ।"

এই বছরের শেষে শীতের দিকে 'ফেলুদা ফেরত' স্ট্রিম করতে পারে বলে জানিয়েছেন রাজীব । কারণ সত্যজিৎ রায় নিজেই ফেলুদা রিলিজ় করতেন শীতে । আর সন্দীপ রায়ের ফেলুদাও মুক্তি পেয়েছে শীতকালে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.