ETV Bharat / sitara

Lata Mangeshkar Birthday: 92তম জন্মদিনে মুক্তি পেল লতার আনকোরা গান, শুনেছেন? - বিশাল ভরদ্বাজের গান

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের 92তম জন্মদিনে (Lata Mangeshkar Birthday) প্রকাশিত হল তাঁর 26 বছর আগে গাওয়া না-শোনা একটি গান ৷ গুলজারের (Gulzar) কথা ও বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) সুরে 'ঠিক নহি লাগতা' (Theek Nahi Lagta Song) গানটি বেশ মনে ধরেছে শ্রোতাদের ৷

theek-nahi-lagta-song-vishal-bhardwaj-and-gulzar-released-unheard-track-of-lata-mangeshkar-on-her-92nd-birthday
92তম জন্মদিনে মুক্তি পেল লতার না-শোনা গান, শুনেছেন?
author img

By

Published : Sep 28, 2021, 4:04 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর: তাঁর সুরেলা কণ্ঠের কাছে হার মেনেছে বয়স ৷ বার্ধক্যে দাঁড়িয়েও তরুণী নায়িকাদের চরিত্রের জন্য গান গেয়েছেন অনায়াসেই ৷ সুর-তাল-ছন্দে তাঁকে ঈশ্বরের আসনে বসিয়েছেন ভক্তরা ৷ আজ তাঁর জন্মদিন ৷ 92-এ পড়লেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Birthday) ৷ আর এই বিশেষ দিনে তাঁকে এক অপূর্ব উপহার দিলেন চিত্রনির্মাতা-সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj) ও গীতিকার গুলজার (Gulzar)৷

তাঁরা আজ কিংবদন্তি গায়িকার একটি গান প্রকাশ করেছেন ৷ না, লতার কোনও পরিচিত গান নয় ৷ তাঁর কণ্ঠে একেবারে অজানা, আনকোরা এক গান ৷ তবে সেই চেনা সুরের মুর্ছনা ৷ যেখানে নবতিপর গায়িকার বয়সের এতটুকু ছাপ পড়েনি ৷ বরাবরের মতো ৷ অজানা, না-শোনা ও আনকোরা হলেও এই গান লতা মঙ্গেশকরের সম্প্রতি গাওয়া কোনও গান নয় ৷ 26 বছর আগে রেকর্ড করা হয় গানটি ৷ একটি ফিল্মের জন্য ৷ তবে ঘটনাচক্রে তা প্রকাশ্যে আসেনি ৷ সেই গানটিই লতার 92তম জন্মদিনে নতুন রূপে প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয় ৷ সেই মতোই আজ ভরদ্বাজের ভিবি মিউজিক ও শর্ট ভিডিয়ো অ্যাপ মোজের যৌথ উদ্যোগে প্রকাশ পেয়েছে "ঠিক নহি লাগতা" (Theek Nahi Lagta Song)৷

আরও পড়ুন: Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

'মকবুল', 'ওমকারা', 'কামিনে' খ্যাত বিশাল ভরদ্বাজ সঙ্গীত পরিচালক হিসেবে গুলজারের হাত ধরে বড় ব্রেক পান 1996 সালে, 'মাচিস'-এ ৷ এই ফিল্মের পাঁচটি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেগুলির মধ্যে 'পানি পানি রে' আজও চোখে জল এনে দেয় শ্রোতাদের ৷ দিনকয়েক আগেই বিশাল জানান, মাচিসেরও আগে রেকর্ড হয়েছিল লতার 'ঠিক নহি লাগতা' ৷ তবে তা দিনের আলো দেখেনি ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত যে ফিল্মের জন্য আমরা গানটা রেকর্ড করেছিলাম, তা হিমঘরে চলে যায় ৷ গানটিও হারিয়ে যায় ৷ দীর্ঘ সময় ধরে আমরা এটা ভেবে এসেছি যে ছবিটি মুক্তি পাবে, তবে 10 বছর পর স্পষ্ট হয়ে যায় যে, তা আর হওয়ার নয় ৷"

আরও পড়ুন: Aghaat: ছদ্মবেশে জঙ্গি ধরবে রণজয়, আসছে অস্ট্রেলিয়ান ওয়েব সিরিজ 'আঘাত'

যে টেপে লতার গানটি রেকর্ড করা হয়েছিল তা হারিয়ে যায় এবং স্টুডিয়োটিও বন্ধ হয়ে যায় ৷ তবে বছর দুই আগে অপর একটি রেকর্ডিং স্টুডিয়ো থেকে একটি ফোন আসে বিশালের কাছে ৷ কোনও ভাবে সেখানে এই টেপ চলে গিয়েছিল ৷ সেই গান পুনরুদ্ধার করে তাতে আরও বাদ্যযন্ত্র সহযোগে নতুন রূপ দিয়ে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিশাল ৷

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

জন্মদিনের এমন উপহার পেয়ে আপ্লুত ভারতীয় সিনেমার নাইটিঙ্গল ৷ তিনি বলেছেন, "সেই সময় বিশাল ভরদ্বাজ নতুন সঙ্গীত পরিচালক ছিলেন ৷ কিন্তু তাঁর তৈরি করা গানগুলি অপূর্ব ৷ মাচিসে পানি পানি রে গানটি গাই ৷ কিন্তু ওই গানটা আর প্রকাশিত হয়নি ৷ এত বছর পর ওরা গানটা প্রকাশ করল ৷ আশা করব শ্রোতাদের গানটি ভাল লাগবে ৷"

আরও পড়ুন: Parineeti Chopra: গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো

মুম্বই, 28 সেপ্টেম্বর: তাঁর সুরেলা কণ্ঠের কাছে হার মেনেছে বয়স ৷ বার্ধক্যে দাঁড়িয়েও তরুণী নায়িকাদের চরিত্রের জন্য গান গেয়েছেন অনায়াসেই ৷ সুর-তাল-ছন্দে তাঁকে ঈশ্বরের আসনে বসিয়েছেন ভক্তরা ৷ আজ তাঁর জন্মদিন ৷ 92-এ পড়লেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Birthday) ৷ আর এই বিশেষ দিনে তাঁকে এক অপূর্ব উপহার দিলেন চিত্রনির্মাতা-সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj) ও গীতিকার গুলজার (Gulzar)৷

তাঁরা আজ কিংবদন্তি গায়িকার একটি গান প্রকাশ করেছেন ৷ না, লতার কোনও পরিচিত গান নয় ৷ তাঁর কণ্ঠে একেবারে অজানা, আনকোরা এক গান ৷ তবে সেই চেনা সুরের মুর্ছনা ৷ যেখানে নবতিপর গায়িকার বয়সের এতটুকু ছাপ পড়েনি ৷ বরাবরের মতো ৷ অজানা, না-শোনা ও আনকোরা হলেও এই গান লতা মঙ্গেশকরের সম্প্রতি গাওয়া কোনও গান নয় ৷ 26 বছর আগে রেকর্ড করা হয় গানটি ৷ একটি ফিল্মের জন্য ৷ তবে ঘটনাচক্রে তা প্রকাশ্যে আসেনি ৷ সেই গানটিই লতার 92তম জন্মদিনে নতুন রূপে প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয় ৷ সেই মতোই আজ ভরদ্বাজের ভিবি মিউজিক ও শর্ট ভিডিয়ো অ্যাপ মোজের যৌথ উদ্যোগে প্রকাশ পেয়েছে "ঠিক নহি লাগতা" (Theek Nahi Lagta Song)৷

আরও পড়ুন: Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

'মকবুল', 'ওমকারা', 'কামিনে' খ্যাত বিশাল ভরদ্বাজ সঙ্গীত পরিচালক হিসেবে গুলজারের হাত ধরে বড় ব্রেক পান 1996 সালে, 'মাচিস'-এ ৷ এই ফিল্মের পাঁচটি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেগুলির মধ্যে 'পানি পানি রে' আজও চোখে জল এনে দেয় শ্রোতাদের ৷ দিনকয়েক আগেই বিশাল জানান, মাচিসেরও আগে রেকর্ড হয়েছিল লতার 'ঠিক নহি লাগতা' ৷ তবে তা দিনের আলো দেখেনি ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত যে ফিল্মের জন্য আমরা গানটা রেকর্ড করেছিলাম, তা হিমঘরে চলে যায় ৷ গানটিও হারিয়ে যায় ৷ দীর্ঘ সময় ধরে আমরা এটা ভেবে এসেছি যে ছবিটি মুক্তি পাবে, তবে 10 বছর পর স্পষ্ট হয়ে যায় যে, তা আর হওয়ার নয় ৷"

আরও পড়ুন: Aghaat: ছদ্মবেশে জঙ্গি ধরবে রণজয়, আসছে অস্ট্রেলিয়ান ওয়েব সিরিজ 'আঘাত'

যে টেপে লতার গানটি রেকর্ড করা হয়েছিল তা হারিয়ে যায় এবং স্টুডিয়োটিও বন্ধ হয়ে যায় ৷ তবে বছর দুই আগে অপর একটি রেকর্ডিং স্টুডিয়ো থেকে একটি ফোন আসে বিশালের কাছে ৷ কোনও ভাবে সেখানে এই টেপ চলে গিয়েছিল ৷ সেই গান পুনরুদ্ধার করে তাতে আরও বাদ্যযন্ত্র সহযোগে নতুন রূপ দিয়ে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিশাল ৷

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

জন্মদিনের এমন উপহার পেয়ে আপ্লুত ভারতীয় সিনেমার নাইটিঙ্গল ৷ তিনি বলেছেন, "সেই সময় বিশাল ভরদ্বাজ নতুন সঙ্গীত পরিচালক ছিলেন ৷ কিন্তু তাঁর তৈরি করা গানগুলি অপূর্ব ৷ মাচিসে পানি পানি রে গানটি গাই ৷ কিন্তু ওই গানটা আর প্রকাশিত হয়নি ৷ এত বছর পর ওরা গানটা প্রকাশ করল ৷ আশা করব শ্রোতাদের গানটি ভাল লাগবে ৷"

আরও পড়ুন: Parineeti Chopra: গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.