ETV Bharat / sitara

The Kashmir Files in 50 Cr Club : পাঁচ দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস'

মুক্তির পাঁচদিনের মধ্যেই 50 কোটি ক্লাবে ঢুকে পড়ল বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files business) ৷ মঙ্গলবার তালিকায় পুরো 18 কোটি যোগ করে 60.20 কোটিতে পৌঁছে গেল এই ছবির ব্যবসা ৷

The Kashmir Files box office News
পাঁচ দিনেই 50 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস'
author img

By

Published : Mar 16, 2022, 6:54 PM IST

মুম্বই, 16 মার্চ : মুক্তির পর থেকেই যথেষ্ট শোরগোল ফেলেছে বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ প্রেক্ষাগৃহে আসার পাঁচ দিনের মধ্যেই 50 কোটি ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ যার মধ্যে শুধু পঞ্চমদিনেই 'দ্য কাশ্মীর ফাইলস' তুলেছে 18 কোটি টাকা (The Kashmir Files Collections) ৷

সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরন আর্দশ নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ছবির ব্যবসার একটি তালিকা শেয়ার করেছেন ৷ দেখা গিয়েছে, উদ্বোধনের 3.55 কোটি টাকা তোলার পর দ্বিতীয় দিন থেকে জনপ্রিয়তা বাড়তে থাকে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ৷ দ্বিতীয় দিনে 8.50 কোটি, তৃতীয় দিনে 15.10 এবং চতুর্থ দিনে 15.05 কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি ৷ অবশেষে মঙ্গলবার তালিকায় পুরো 18 কোটি যোগ করে 60.20 কোটিতে পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'-র ব্যবসা ৷

প্যানডেমিকের পরে প্রথম সপ্তাহের ব্যবসা নিরিখে নতুন রেকর্ড তৈরি করে ফেলল এই ছবি ৷ ছবির ব্যবসার বিচারে এখন শীর্ষে রয়েছে 'দ্য় কাশ্মীর ফাইলস' ৷ অনেকের অনুমান এমনকি অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র সামনেও রীতিমত ত্রাস হয়ে দাঁড়াতে পারে এই ছবি ৷

  • #TheKashmirFiles is a TSUNAMI at the #BO… FANTASTIC TRENDING, as footfalls, occupancy, numbers continue to soar… Day 5 higher than *all* previous days… BLOCKBUSTER... Fri 3.55 cr, Sat 8.50 cr, Sun 15.10 cr, Mon 15.05 cr, Tue 18 cr. Total: ₹ 60.20 cr. #India biz. pic.twitter.com/uaDH3ooVsO

    — taran adarsh (@taran_adarsh) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে এই সিনেমা ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তর প্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করে দেওয়া হয়েছে এই ছবিকে ৷

মুম্বই, 16 মার্চ : মুক্তির পর থেকেই যথেষ্ট শোরগোল ফেলেছে বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ প্রেক্ষাগৃহে আসার পাঁচ দিনের মধ্যেই 50 কোটি ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ যার মধ্যে শুধু পঞ্চমদিনেই 'দ্য কাশ্মীর ফাইলস' তুলেছে 18 কোটি টাকা (The Kashmir Files Collections) ৷

সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরন আর্দশ নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ছবির ব্যবসার একটি তালিকা শেয়ার করেছেন ৷ দেখা গিয়েছে, উদ্বোধনের 3.55 কোটি টাকা তোলার পর দ্বিতীয় দিন থেকে জনপ্রিয়তা বাড়তে থাকে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ৷ দ্বিতীয় দিনে 8.50 কোটি, তৃতীয় দিনে 15.10 এবং চতুর্থ দিনে 15.05 কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি ৷ অবশেষে মঙ্গলবার তালিকায় পুরো 18 কোটি যোগ করে 60.20 কোটিতে পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'-র ব্যবসা ৷

প্যানডেমিকের পরে প্রথম সপ্তাহের ব্যবসা নিরিখে নতুন রেকর্ড তৈরি করে ফেলল এই ছবি ৷ ছবির ব্যবসার বিচারে এখন শীর্ষে রয়েছে 'দ্য় কাশ্মীর ফাইলস' ৷ অনেকের অনুমান এমনকি অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র সামনেও রীতিমত ত্রাস হয়ে দাঁড়াতে পারে এই ছবি ৷

  • #TheKashmirFiles is a TSUNAMI at the #BO… FANTASTIC TRENDING, as footfalls, occupancy, numbers continue to soar… Day 5 higher than *all* previous days… BLOCKBUSTER... Fri 3.55 cr, Sat 8.50 cr, Sun 15.10 cr, Mon 15.05 cr, Tue 18 cr. Total: ₹ 60.20 cr. #India biz. pic.twitter.com/uaDH3ooVsO

    — taran adarsh (@taran_adarsh) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে এই সিনেমা ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তর প্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করে দেওয়া হয়েছে এই ছবিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.