ETV Bharat / sitara

প্রিয়াঙ্কার জ্যাকেটে কালী, ছবি ভাইরাল ইন্টারনেটে - প্রিয়াঙ্কা চোপড়া

নিকের সঙ্গে হাতে হাতে রেখে হেঁটে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনি যে জ্যাকেট পরে আছেন, তাতে রয়েছে দেবী কালীর ছবি ৷ তারকা দম্পতির এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে ৷

The Internet Is Obsessed With Old viral Pic Of Priyanka Chopra In Goddess Kali Jacket
প্রিয়াঙ্কার জ্যাকেটে দেবী কালী, ছবি ভাইরাল ইন্টারনেটে
author img

By

Published : May 12, 2021, 5:17 PM IST

মুম্বই, 12 মে: নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টে কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তা খুব ভালো করেই জানেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেট গালা থেকে শুরু করে গ্র্যামি, গোল্ডেন গ্লোব, অস্কার ও কানের মতো ইভেন্টে তাঁর আউটফিট নিয়ে সবসময়ে চর্চা হয়েছে ৷ আবারও তাঁকে খবরে নিয়ে এসেছে তাঁর এক ফ্যাশন স্টাইল ৷ দেশি গার্লের পুরনো একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷

কী এমন আছে সেই ছবিতে ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেবী কালীর ছবি দেওয়া কমলা রঙের একটি জ্যাকেট পরে রয়েছেন পিগ্গি চপস ৷ সঙ্গে পরেছেন একটি শর্ট স্কার্ট ৷ অভিনেত্রীর গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে তাঁর ফিশনেট স্টকিং ও পাম্পস ৷ প্রিয়াঙ্কা ক্লোসেস্ট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই তা পরপর শেয়ার হয়েছে ৷

আরও পড়ুন: একদম ঠিক আছি, মৃত্যুর গুজব ওড়ালেন শক্তিমান

ওই ছবিতে প্রিয়াঙ্কার হাত ধরে রয়েছেন তাঁর হাবি নিক জোনাস ৷ ক্যামেরার দিকে পেছন ফিরে হাতে হাত রেখে রাস্তা দিয়ে হাঁটছেন এই সেলেব দম্পতি ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে নিজের ইনস্টাগ্রামে এই একই ছবি পোস্ট করেছিলেন নিক ৷

মুম্বই, 12 মে: নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টে কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তা খুব ভালো করেই জানেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেট গালা থেকে শুরু করে গ্র্যামি, গোল্ডেন গ্লোব, অস্কার ও কানের মতো ইভেন্টে তাঁর আউটফিট নিয়ে সবসময়ে চর্চা হয়েছে ৷ আবারও তাঁকে খবরে নিয়ে এসেছে তাঁর এক ফ্যাশন স্টাইল ৷ দেশি গার্লের পুরনো একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷

কী এমন আছে সেই ছবিতে ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেবী কালীর ছবি দেওয়া কমলা রঙের একটি জ্যাকেট পরে রয়েছেন পিগ্গি চপস ৷ সঙ্গে পরেছেন একটি শর্ট স্কার্ট ৷ অভিনেত্রীর গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে তাঁর ফিশনেট স্টকিং ও পাম্পস ৷ প্রিয়াঙ্কা ক্লোসেস্ট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই তা পরপর শেয়ার হয়েছে ৷

আরও পড়ুন: একদম ঠিক আছি, মৃত্যুর গুজব ওড়ালেন শক্তিমান

ওই ছবিতে প্রিয়াঙ্কার হাত ধরে রয়েছেন তাঁর হাবি নিক জোনাস ৷ ক্যামেরার দিকে পেছন ফিরে হাতে হাত রেখে রাস্তা দিয়ে হাঁটছেন এই সেলেব দম্পতি ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে নিজের ইনস্টাগ্রামে এই একই ছবি পোস্ট করেছিলেন নিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.