ETV Bharat / sitara

জ়ম্বিস্তান টিজ়ার : বিলুপ্তপ্রায় প্রাণীর দলে নাম লেখাল মানুষ - tanushree

প্রকাশ্যে বাংলা সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান'-র টিজ়ার । টিজ়ারে দেখা গেল মানুষও এখন বিলুপ্তপ্রায় । সমগ্র জীবকূল ধ্বংসের মুখে । 2030 সালকে তুলে ধরা হয়েছে টিজ়ারে ।

জ়ম্বিস্তান
author img

By

Published : Sep 18, 2019, 1:12 PM IST

Updated : Sep 18, 2019, 2:40 PM IST

কলকাতা : মুক্তি পেল 'জ়ম্বিস্তান'-র টিজ়ার । অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখা যাবে । মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী ।

48 সেকেন্ডের এই টিজ়ারে দেখা গেল মানুষও এখন বিলুপ্তপ্রায় । সমগ্র জীবকূল ধ্বংসের মুখে । সময় 2030 সাল । চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জ়ম্বি । তাঁদের থেকে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন মানুষ । পোস্ট-অ্যাপোক্যালিপটিক বাংলায় বায়ো-কেমিক্যাল অস্ত্রের কারণে মানুষের প্রায় 95 শতাংশ জ়ম্বিতে পরিণত হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হলিউডে এই ঘরানার ছবি অনেক হলেও বাংলায় বা টলিউডে এই ধরনের ছবি আগে কখনও হয়নি ।

কলকাতা : মুক্তি পেল 'জ়ম্বিস্তান'-র টিজ়ার । অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখা যাবে । মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী ।

48 সেকেন্ডের এই টিজ়ারে দেখা গেল মানুষও এখন বিলুপ্তপ্রায় । সমগ্র জীবকূল ধ্বংসের মুখে । সময় 2030 সাল । চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জ়ম্বি । তাঁদের থেকে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন মানুষ । পোস্ট-অ্যাপোক্যালিপটিক বাংলায় বায়ো-কেমিক্যাল অস্ত্রের কারণে মানুষের প্রায় 95 শতাংশ জ়ম্বিতে পরিণত হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হলিউডে এই ঘরানার ছবি অনেক হলেও বাংলায় বা টলিউডে এই ধরনের ছবি আগে কখনও হয়নি ।

Intro:Body:

Zombiesthaan teaser


Conclusion:
Last Updated : Sep 18, 2019, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.