ETV Bharat / sitara

মাস্ক সচেতনী টিম ট্যাংরা ব্লুজ

প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক সুপ্রিয় সেন ছবি প্রেমীদের উপহার দিতে চলেছেন সম্পূর্ণ অন্য ধারার এক ছবি ৷ 'ট্যাংরা ব্লুজ' দেখাবে কলকাতার ট্যাংরা অঞ্চল থেকে উঠে আসা 'সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপের' সফরের গল্প ৷ টলিউডে এখনও পর্যন্ত এই ধরনের ছবি কেউ তৈরি করেনি ৷ ট্যাংরার গলিবয়দের মিউজিক্যাল জার্নি দেখা যাবে এই ছবিতে ৷

টিম ট্যাংরা ব্লুজ
টিম ট্যাংরা ব্লুজ
author img

By

Published : Apr 17, 2021, 11:30 AM IST

কলকাতা, 17 এপ্রিল : সম্প্রতি হয়ে গেল ট্যাংরা ব্লুজ ছবির প্রিমিয়ার । এদিনের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক,পরিচালক-সহ সকল কলাকুশলীরা ৷ ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেনও ৷ জানালেন ছবি দেখার জন্য খুব এক্সাইটেড ৷ তবে এত আয়োজনের মধ্যেও সচেতন টিম ট্যাংরা ব্লুজ ৷ করোনা বিধি মেনে সকলেই পড়েছিলেন মাস্ক ৷

প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক সুপ্রিয় সেন ছবি প্রেমীদের উপহার দিতে চলেছেন সম্পূর্ণ অন্য ধারার এক ছবি ৷ 'ট্যাংরা ব্লুজ' দেখাবে কলকাতার ট্যাংরা অঞ্চল থেকে উঠে আসা 'সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপের' সফরের গল্প ৷ টলিউডে এখনও পর্যন্ত এই ধরনের ছবি কেউ তৈরি করেনি ৷ ট্যাংরার গলিবয়দের মিউজিক্যাল জার্নি দেখা যাবে এই ছবিতে ৷

ছবির প্রযোজক পরমব্রত বললেন, "এবারের পয়লা বৈশাখ একটু অন্য রকম ভাবে উদযাপন করা ৷ বাঙালির বাঙালিয়ানা আবর্তিত হয় কলকাতাকে কেন্দ্র করে ৷ আর সেই কলকাতারই অন্য একটা রূপ দেখা যাবে এই ছবিতে ৷"

এই ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার ৷ তিনি জানালেন, সম্পূর্ণ অন্য রকমের ছবি ট্যাংরা ব্লুজ ৷ এই ছবিতে কাজ করে তিনি যতটাই খুশি ঠিক ততটাই নার্ভাস ৷

যে দলকে নিয়ে এই ছবি সেই দলের ক্যাপটেন সঞ্জয় মণ্ডল ছবির প্রিমিয়ার নিয়ে বেশ এক্সাসাইটেড ৷ তিনি বললেন, ট্যাংরার অলিগলি থেকে বড় পর্দায় উঠে তাঁর এবং তাঁর দলের কাছে এক বড় পাওয়া ৷"

ছবির পরিচালক সুপ্রিয় সেন দর্শকদের কাছে অনুরোধ জানালেন ছবিটি হলে এসে দেখার ৷ তবে এই করোনার সময় সব রকম স্বাস্থ্য বিধি মেনে তবেই যেন তাঁরা প্রেক্ষাগৃহে আসেন সেই কথা বলতেও ভুললেন না ৷

আরও পড়ুন : গালিবয়দের গল্প বলবে ট্যাংরা ব্লুজ

কলকাতা, 17 এপ্রিল : সম্প্রতি হয়ে গেল ট্যাংরা ব্লুজ ছবির প্রিমিয়ার । এদিনের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক,পরিচালক-সহ সকল কলাকুশলীরা ৷ ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেনও ৷ জানালেন ছবি দেখার জন্য খুব এক্সাইটেড ৷ তবে এত আয়োজনের মধ্যেও সচেতন টিম ট্যাংরা ব্লুজ ৷ করোনা বিধি মেনে সকলেই পড়েছিলেন মাস্ক ৷

প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক সুপ্রিয় সেন ছবি প্রেমীদের উপহার দিতে চলেছেন সম্পূর্ণ অন্য ধারার এক ছবি ৷ 'ট্যাংরা ব্লুজ' দেখাবে কলকাতার ট্যাংরা অঞ্চল থেকে উঠে আসা 'সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপের' সফরের গল্প ৷ টলিউডে এখনও পর্যন্ত এই ধরনের ছবি কেউ তৈরি করেনি ৷ ট্যাংরার গলিবয়দের মিউজিক্যাল জার্নি দেখা যাবে এই ছবিতে ৷

ছবির প্রযোজক পরমব্রত বললেন, "এবারের পয়লা বৈশাখ একটু অন্য রকম ভাবে উদযাপন করা ৷ বাঙালির বাঙালিয়ানা আবর্তিত হয় কলকাতাকে কেন্দ্র করে ৷ আর সেই কলকাতারই অন্য একটা রূপ দেখা যাবে এই ছবিতে ৷"

এই ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার ৷ তিনি জানালেন, সম্পূর্ণ অন্য রকমের ছবি ট্যাংরা ব্লুজ ৷ এই ছবিতে কাজ করে তিনি যতটাই খুশি ঠিক ততটাই নার্ভাস ৷

যে দলকে নিয়ে এই ছবি সেই দলের ক্যাপটেন সঞ্জয় মণ্ডল ছবির প্রিমিয়ার নিয়ে বেশ এক্সাসাইটেড ৷ তিনি বললেন, ট্যাংরার অলিগলি থেকে বড় পর্দায় উঠে তাঁর এবং তাঁর দলের কাছে এক বড় পাওয়া ৷"

ছবির পরিচালক সুপ্রিয় সেন দর্শকদের কাছে অনুরোধ জানালেন ছবিটি হলে এসে দেখার ৷ তবে এই করোনার সময় সব রকম স্বাস্থ্য বিধি মেনে তবেই যেন তাঁরা প্রেক্ষাগৃহে আসেন সেই কথা বলতেও ভুললেন না ৷

আরও পড়ুন : গালিবয়দের গল্প বলবে ট্যাংরা ব্লুজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.