ETV Bharat / sitara

তরুণ মজুমদারের ডকু-ফিচার 'অধিকার' বলছে শ্রমিকদের গল্প - tollywwood

এটি অসংগঠিত শ্রমিকদের নিজেদের টাকায় তৈরি করা ছবি।

তরুণ মজুমদার
author img

By

Published : Apr 9, 2019, 4:56 PM IST

Updated : Apr 9, 2019, 7:19 PM IST

কলকাতা : কথা ছিল উপন্যাস অবলম্বনে একটি ছবি তৈরি করবেন তরুণ মজুমদার। কিন্তু সেই কাজে আপাতত স্থগিত রেখেছেন প্রবীণ পরিচালক। ইতিমধ্যেই তিনি তৈরি করে ফেলেছেন একটি ডকু-ফিচার। ছবির নাম 'অধিকার'।

অসংগঠিত শ্রমিকদের উপর এই ডকু-ফিচার। ETV Bharat-এর ভারতের প্রতিনিধিকে তরুণবাবু বলেন, " শুটিং শেষ করেছি। এবং তার ডেলিভারিও করে দিয়েছি। দেখানো শুরু হয়ে গিয়েছে। বেশি বড় ডকু- ফিচার নয়। আধঘণ্টার একটু বেশি। এটি অসংগঠিত শ্রমিকদের নিজেদের টাকায় তৈরি করা ছবি। অনেক জায়গায় শুটিং হয়েছে। সুন্দরবন, দার্জিলিং, কয়লাখনি, বালিখাদান, পাথরখাদান - এরকম বহু জায়গায় শুটিং হয়েছে।"

ফিল্মের অভিনেতা অভিনেত্রী সম্পর্কে তরুণ মজুমদার বললেন, " এটা ডকু-ফিচার তো। শ্রমিকরাই অভিনয় করেছেন। তবে দু-একজন অভিনেতা ছিলেন। শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন। এডিটিং শেষ করে আমি ছবি তুলে দিয়েছি তাঁদের হাতে।"

কলকাতা : কথা ছিল উপন্যাস অবলম্বনে একটি ছবি তৈরি করবেন তরুণ মজুমদার। কিন্তু সেই কাজে আপাতত স্থগিত রেখেছেন প্রবীণ পরিচালক। ইতিমধ্যেই তিনি তৈরি করে ফেলেছেন একটি ডকু-ফিচার। ছবির নাম 'অধিকার'।

অসংগঠিত শ্রমিকদের উপর এই ডকু-ফিচার। ETV Bharat-এর ভারতের প্রতিনিধিকে তরুণবাবু বলেন, " শুটিং শেষ করেছি। এবং তার ডেলিভারিও করে দিয়েছি। দেখানো শুরু হয়ে গিয়েছে। বেশি বড় ডকু- ফিচার নয়। আধঘণ্টার একটু বেশি। এটি অসংগঠিত শ্রমিকদের নিজেদের টাকায় তৈরি করা ছবি। অনেক জায়গায় শুটিং হয়েছে। সুন্দরবন, দার্জিলিং, কয়লাখনি, বালিখাদান, পাথরখাদান - এরকম বহু জায়গায় শুটিং হয়েছে।"

ফিল্মের অভিনেতা অভিনেত্রী সম্পর্কে তরুণ মজুমদার বললেন, " এটা ডকু-ফিচার তো। শ্রমিকরাই অভিনয় করেছেন। তবে দু-একজন অভিনেতা ছিলেন। শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন। এডিটিং শেষ করে আমি ছবি তুলে দিয়েছি তাঁদের হাতে।"

Intro:কথা ছিল উপন্যাস অবলম্বনে একটি ফিল্ম তৈরি করবেন তরুণ মজুমদার। কিন্তু সেই কাজে আপাতত স্থগিত রেখেছেন প্রবীণ পরিচালক। ইতিমধ্যেই তিনি তৈরি করে ফেলেছেন একটি ডকু-ফিচার। ফিল্মটির নাম অধিকার।


Body:অসংগঠিত শ্রমিকদের উপর এই ডকু-ফিচার। ETV Bharat'এর ভারতের প্রতিনিধিকে তরুণবাবু জানান, " শুটিং শেষ করেছি। এবং তার ডেলিভারিও করে দিয়েছি। দেখানো শুরু হয়ে গিয়েছে। বেশি বড় ডকু- ফিচার নয়। আধঘণ্টার একটু বেশি। এটি অসংগঠিত শ্রমিকদের নিজেদের টাকায় তৈরি করা ফিল্ম। অনেক জায়গায় শুটিং হয়েছে। সুন্দরবন, দার্জিলিং, কয়লাখনি, বালিখাদান, পাথরখাদান - এরকম বহু জায়গায় শুটিং হয়েছে।


Conclusion:ফিল্মের অভিনেতা অভিনেত্রী সম্পর্কে তরুণ মজুমদার বললেন, " এটা ডকু-ফিচার তো। শ্রমিকরাই অভিনয় করেছেন। তবে দুএকজন অভিনেতা ছিলেন। শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন। এডিটিং শেষ করে আমি ফেল তুলে দিয়েছি তাঁদের হাতে।"
Last Updated : Apr 9, 2019, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.