ETV Bharat / sitara

এবার সুনীল গাভাসকারের চরিত্রে তাহির রাজ ভাসিন - 83

রানি মুখার্জি অভিনীত 'মরদানি' ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছিলেন তাহির রাজ ভাসিন। তবে, এবার আর নেগেটিভ চরিত্র নয়, সম্পূর্ণ আলাদা এক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। কবির খান পরিচালিত ছবি '৮৩'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাহিরকে।

tahir raj bhasin
author img

By

Published : Feb 15, 2019, 9:25 AM IST

কপিল দেবের জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে '৮৩'। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এই চরিত্রের জন্য রণবীরকে ছাড়া অন্য় কাউকেই ভাবকেই পারেননি কবির। এই কথা তিনি আগেই জানিয়েছিলেন। তবে, এই ছবির জন্য সুনীল গাভাসকারের চরিত্রটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। তাই গাভাসকরের ভূমিকায় কবিরের পছন্দ তাহিরকে।

এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার ছিলেন সুনীল গাভাসকর। তাই এই ছবিতেও তাঁর চরিত্রটি থাকা দরকারি। আমার এমন একজন অভিনেতাকে চেয়েছিলাম যে এই চরিত্রটি যথোপযুক্তভাবে পরদায় ফুটিয়ে তুলতে পারে। আমার মনে হয় তাহির এই চরিত্রের জন্য উপযুক্ত।"


কপিল দেবের জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে '৮৩'। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এই চরিত্রের জন্য রণবীরকে ছাড়া অন্য় কাউকেই ভাবকেই পারেননি কবির। এই কথা তিনি আগেই জানিয়েছিলেন। তবে, এই ছবির জন্য সুনীল গাভাসকারের চরিত্রটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। তাই গাভাসকরের ভূমিকায় কবিরের পছন্দ তাহিরকে।

এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার ছিলেন সুনীল গাভাসকর। তাই এই ছবিতেও তাঁর চরিত্রটি থাকা দরকারি। আমার এমন একজন অভিনেতাকে চেয়েছিলাম যে এই চরিত্রটি যথোপযুক্তভাবে পরদায় ফুটিয়ে তুলতে পারে। আমার মনে হয় তাহির এই চরিত্রের জন্য উপযুক্ত।"


Intro:Body:

রানি মুখার্জি অভিনীত 'মরদানি' ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছিলেন তাহির রাজ ভাসিন। তবে, এবার আর নেগেটিভ চরিত্র নয়, সম্পূর্ণ আলাদা এক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। কবির খান পরিচালিত ছবি '৮৩'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাহিরকে।



কপিল দেবের জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে '৮৩'। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এই চরিত্রের জন্য রণবীরকে ছাড়া অন্য় কাউকেই ভাবকেই পারেননি কবির। এই কথা তিনি আগেই জানিয়েছিলেন। তবে, এই ছবির জন্য সুনীল গাভাসকারের চরিত্রটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। তাই গাভাসকরের ভূমিকায় কবিরের পছন্দ তাহিরকে।



এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার ছিলেন সুনীল গাভাসকর। তাই এই ছবিতেও তাঁর চরিত্রটি থাকা দরকারী। আমার এমন একজন অভিনেতাকে চেয়েছিলাম যে এই চরিত্রটি যথোপযুক্তভাবে পরদায় ফুটিয়ে তুলতে পারে। আমার মনে হয় তাহির এই চরিত্রের জন্য উপযুক্ত।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.