ETV Bharat / sitara

Shabaash Mithu release date: মিতালির জন্মদিনেই সাবাশ মিঠুর মুক্তির দিন ঘোষণা সৃজিতের - মিতালি রাজের জন্মদিন

মিতালি রাজের জন্মদিনেই (Mithali Raj's birthday) তাঁর বায়োপিক তাপসী পান্নু অভিনীত (Taapsee Pannu instagram) সাবাশ মিঠুর মুক্তির দিন (Shabaash Mithu release date) ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee's Shabaash Mithu)৷

Taapsee Pannu starrer Shabaash Mithu to release on 4 February, 2022,  Srijit Mukherjee announces on Mithali Raj's birthday
মিতালির জন্মদিনেই সাবাশ মিঠুর মুক্তির ঘোষণা
author img

By

Published : Dec 3, 2021, 4:50 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: একগুচ্ছ বাংলা ছবি রিলিজের খবর ইতিমধ্যেই হাজির । জুড়ে গেল আরেকটি নাম । সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee's Shabaash Mithu) পরিচালিত 'সাবাশ মিঠু'ও (Shabaash Mithu release date) আসছে আগামী বছরের প্রায় শুরুতেই । 4 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করছে 'সাবাশ মিঠু' (Shabaash Mithu to release on 4 February)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক কবে মুক্তি পাবে, তা ঘোষণা হল তাঁর জন্মদিনেই (Mithali Raj's birthday)৷

মিতালি রাজ ৷ দীর্ঘ 22 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নাম উজ্জ্বল করে আসছেন তিনি । সব মিলিয়ে মোট 8টি শতরান-সহ 10 হাজারেরও বেশি রান হাঁকিয়েছেন । খেলেছেন দু-দুটি বিশ্বকাপ ফাইনালও । এহেন ভারতীয় কন্যের জীবনকাহিনি নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন 'সাবাশ মিঠু।'

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

আজ, 3 ডিসেম্বর মিতালি রাজের জন্মদিন । এই দিনেই ছবি মুক্তির দিন প্রকাশ্যে আনলেন পরিচালক । ছবিতে মিতালির চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu instagram)। ইনস্টাগ্রামের পোস্টে সৃজিত ক্যাপশন হিসেবে লিখেছেন, “একটি মেয়ে তাঁর ক্রিকেট ব্যাট দিয়ে সমস্ত বিশ্বরেকর্ড আর একঘেয়েমি তোলপাড় করে দিয়েছে ।" ইনস্টাগ্রামে ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন তাপসীও ৷

আরও পড়ুন: Mithali Raj Biopic : সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

প্রথমে ছবিটি রাহুল ঢোলাকিয়ার করার কথা ছিল । পরে সেই দায়িত্ব বর্তায় সৃজিতের উপর । তাঁর পরের পর ছবি দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে । এবার মিঠুর পালা । অপেক্ষা 4 ফেব্রুয়ারির ।

কলকাতা, 3 ডিসেম্বর: একগুচ্ছ বাংলা ছবি রিলিজের খবর ইতিমধ্যেই হাজির । জুড়ে গেল আরেকটি নাম । সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee's Shabaash Mithu) পরিচালিত 'সাবাশ মিঠু'ও (Shabaash Mithu release date) আসছে আগামী বছরের প্রায় শুরুতেই । 4 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করছে 'সাবাশ মিঠু' (Shabaash Mithu to release on 4 February)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক কবে মুক্তি পাবে, তা ঘোষণা হল তাঁর জন্মদিনেই (Mithali Raj's birthday)৷

মিতালি রাজ ৷ দীর্ঘ 22 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নাম উজ্জ্বল করে আসছেন তিনি । সব মিলিয়ে মোট 8টি শতরান-সহ 10 হাজারেরও বেশি রান হাঁকিয়েছেন । খেলেছেন দু-দুটি বিশ্বকাপ ফাইনালও । এহেন ভারতীয় কন্যের জীবনকাহিনি নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন 'সাবাশ মিঠু।'

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

আজ, 3 ডিসেম্বর মিতালি রাজের জন্মদিন । এই দিনেই ছবি মুক্তির দিন প্রকাশ্যে আনলেন পরিচালক । ছবিতে মিতালির চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu instagram)। ইনস্টাগ্রামের পোস্টে সৃজিত ক্যাপশন হিসেবে লিখেছেন, “একটি মেয়ে তাঁর ক্রিকেট ব্যাট দিয়ে সমস্ত বিশ্বরেকর্ড আর একঘেয়েমি তোলপাড় করে দিয়েছে ।" ইনস্টাগ্রামে ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন তাপসীও ৷

আরও পড়ুন: Mithali Raj Biopic : সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

প্রথমে ছবিটি রাহুল ঢোলাকিয়ার করার কথা ছিল । পরে সেই দায়িত্ব বর্তায় সৃজিতের উপর । তাঁর পরের পর ছবি দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে । এবার মিঠুর পালা । অপেক্ষা 4 ফেব্রুয়ারির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.