ETV Bharat / sitara

মৃতের মুখে মৃত্যুর বিবরণ, 'স্বাদ অনুসার' ট্রেলারে টানটান থ্রিলার - স্বস্তিকা মুখোপাধ্যায়

মৃত নিজেই বলছে যে সে মৃত । তবে সবাই তাকে দেখতে পাচ্ছে, ছুঁতে পাচ্ছে । 'স্বাদ অনুসার'-এর ট্রেলার ছমছমে পরিবেশ ।

Swastika mukhopadhyay new film swad anusar
Swastika mukhopadhyay new film swad anusar
author img

By

Published : Jan 24, 2021, 10:32 PM IST

কলকাতা : মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'স্বাদ অনুসার'-এর ট্রেলার । ছবিটি ভূতের না রহস্যের ঠিক বোঝা গেল না ট্রেলার দেখে । মৃত নিজেই জানাচ্ছে যে সে মৃত, দিচ্ছে তার মৃত্যুর বর্ণনা ।

ছমছমে ট্রেলারের পুরোটাই অন্ধকারে ঢাকা । সত্যি আর মিথ্যের মধ্যিখানে ঝুলছে চরিত্রগুলো ।

মৃত বলছে বিষ মেশাতে হয় স্বাদ অনুসারে, একটু এদিক ওদিক হলেই বিপত্তি । সংলাপ শুনেই বোঝা যাচ্ছে রহস্যে মোড়া 'স্বাদ অনুসার'-এর গল্প একদম নতুন স্বাদের । দর্শককে তা মজিয়ে রাখবে অনায়াসেই ।

স্বস্তিকা মুখোপাধ্যায়, কান সিং সোধা ও অনুরাধা মুখোপাধ্যায়কে নিয়ে এই নতুন শর্টফিল্ম বানিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক । ইউটিউবে মুক্তি পাবে 'স্বাদ অনুসার' ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'স্বাদ অনুসার'-এর ট্রেলার । ছবিটি ভূতের না রহস্যের ঠিক বোঝা গেল না ট্রেলার দেখে । মৃত নিজেই জানাচ্ছে যে সে মৃত, দিচ্ছে তার মৃত্যুর বর্ণনা ।

ছমছমে ট্রেলারের পুরোটাই অন্ধকারে ঢাকা । সত্যি আর মিথ্যের মধ্যিখানে ঝুলছে চরিত্রগুলো ।

মৃত বলছে বিষ মেশাতে হয় স্বাদ অনুসারে, একটু এদিক ওদিক হলেই বিপত্তি । সংলাপ শুনেই বোঝা যাচ্ছে রহস্যে মোড়া 'স্বাদ অনুসার'-এর গল্প একদম নতুন স্বাদের । দর্শককে তা মজিয়ে রাখবে অনায়াসেই ।

স্বস্তিকা মুখোপাধ্যায়, কান সিং সোধা ও অনুরাধা মুখোপাধ্যায়কে নিয়ে এই নতুন শর্টফিল্ম বানিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক । ইউটিউবে মুক্তি পাবে 'স্বাদ অনুসার' ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.