ETV Bharat / sitara

আসছে স্বস্তিকার 'স্বাদ অনুসার' - anuradha mukherjee

এটি একটি থ্রিলারধর্মী শর্টফিল্ম । এক পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই শর্টফিল্মটি । পরিবারের এক সদস্যকে খুন করা হয় । কে সেই খুনি ? সে কি পরিবারের কোনও সদস্য ? এই উত্তেজনা তুলে ধরা হয়েছে ছবিতে ।

asd
sd
author img

By

Published : Oct 15, 2020, 1:22 PM IST

কলকাতা : পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করছেন তাঁর দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি 'স্বাদ অনুসার'। এতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি, কান সিং সোধা, অনুরাধা মুখার্জি সহ অন্যরা

এটি একটি থ্রিলারধর্মী শর্টফিল্ম । এক পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই শর্টফিল্মটি । পরিবারের এক সদস্যকে খুন করা হয় । কে সেই খুনি ? সে কি পরিবারের কোনও সদস্য ? এই উত্তেজনা তুলে ধরা হয়েছে ছবিতে ।

asd
শুটিংয়ের কিছু মুহূর্ত

এই ছবিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে । যদিও কী ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । এদিকে পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'গুলদাস্তা'। সেখানেও রয়েছেন অনুরাধা । এছাড়া অনুরাধা ও কান সিং সোধা অভিনয় করেছিলেন শিলাদিত্যর প্রথম শর্টফিল্ম 'ভরম'-এ ।

asd
শুটিংয়ের কিছু মুহূর্ত

'স্বাদ অনুসার'-এর ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রদীপ মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য আর সম্পাদক সংলাপ ভৌমিক ।

কলকাতা : পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করছেন তাঁর দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি 'স্বাদ অনুসার'। এতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি, কান সিং সোধা, অনুরাধা মুখার্জি সহ অন্যরা

এটি একটি থ্রিলারধর্মী শর্টফিল্ম । এক পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই শর্টফিল্মটি । পরিবারের এক সদস্যকে খুন করা হয় । কে সেই খুনি ? সে কি পরিবারের কোনও সদস্য ? এই উত্তেজনা তুলে ধরা হয়েছে ছবিতে ।

asd
শুটিংয়ের কিছু মুহূর্ত

এই ছবিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে । যদিও কী ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । এদিকে পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'গুলদাস্তা'। সেখানেও রয়েছেন অনুরাধা । এছাড়া অনুরাধা ও কান সিং সোধা অভিনয় করেছিলেন শিলাদিত্যর প্রথম শর্টফিল্ম 'ভরম'-এ ।

asd
শুটিংয়ের কিছু মুহূর্ত

'স্বাদ অনুসার'-এর ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রদীপ মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য আর সম্পাদক সংলাপ ভৌমিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.