ETV Bharat / sitara

মিস ইউনিভার্স জয়ের 27 বছর, আবেগে ভাসলেন সুস্মিতা

মিস ইউনিভার্স হওয়ার পর 27 বছর পূর্তিতে আবেগে ভাসলেন সুস্মিতা সেন ৷ 1994 সালে নিজের একটি ছবি পোস্ট করে দীর্ঘ বার্তা দিয়েছেন তিনি ৷

sushmita-sen-celebrates-the-27th-anniversary-of-winning-the-miss-universe-title
মিস ইউনিভার্স জয়ের 27 বছর, আবেগে ভাসলেন সুস্মিতা
author img

By

Published : May 21, 2021, 7:59 PM IST

মুম্বই, 21 মে: মিস ইউনিভার্স হওয়ার পর 27টা বছর কাটিয়ে দিলেন সুস্মিতা সেন ৷ আজকের এই বিশেষ দিনে 1994 সালের সেই দিনটি স্মরণ করলেন বলিউডের অভিনেত্রী ৷ পোস্ট করলেন তাঁর সেই সময়ের একটি মিষ্টি ছবি ৷

ভারতমাতাকে উত্সর্গ করে তাঁর এই পোস্টে মনছোঁয়া বার্তা দিয়েছেন সুস্মিতা সেন ৷ তাঁর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ওই জয় শুধু তাঁর জীবনই বদলে দেয়নি, ইতিহাস রচনা করেছে ৷

সাদা গাউন পরা তাঁর একটি দুরন্ত ছবি পোস্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী লিখেছেন, "আপনি কখনও অসম্ভবের মুখোমুখি দাঁড়িয়েছেন ? এবং তাকে সম্ভব করে তোলার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়েছেন ? আমি পেয়েছি ৷ ভারত মাতার জন্য...ম্যানিলায় ভারতের প্রথমবার মিস ইউনিভার্স জয়ের শুভ 27তম বার্ষিকী ৷"

আরও পড়ুন: ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক, কমল টিআরপি

সুস্মিতার কথায়, "1994 সালের 21 মে-র সেই ভোর একজন অষ্টাদশীর জীবনই শুধু বদলে দেয়নি, এটা ইতিহাস তৈরি করেছে ৷" দীর্ঘ পোস্টে সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা সেন ৷ বর্তমানে রোহমান শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক রয়েছে ৷ এ ছাড়াও রেনি ও আলিশা নামে দুই কন্যা রয়েছে তাঁর ৷

মুম্বই, 21 মে: মিস ইউনিভার্স হওয়ার পর 27টা বছর কাটিয়ে দিলেন সুস্মিতা সেন ৷ আজকের এই বিশেষ দিনে 1994 সালের সেই দিনটি স্মরণ করলেন বলিউডের অভিনেত্রী ৷ পোস্ট করলেন তাঁর সেই সময়ের একটি মিষ্টি ছবি ৷

ভারতমাতাকে উত্সর্গ করে তাঁর এই পোস্টে মনছোঁয়া বার্তা দিয়েছেন সুস্মিতা সেন ৷ তাঁর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ওই জয় শুধু তাঁর জীবনই বদলে দেয়নি, ইতিহাস রচনা করেছে ৷

সাদা গাউন পরা তাঁর একটি দুরন্ত ছবি পোস্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী লিখেছেন, "আপনি কখনও অসম্ভবের মুখোমুখি দাঁড়িয়েছেন ? এবং তাকে সম্ভব করে তোলার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়েছেন ? আমি পেয়েছি ৷ ভারত মাতার জন্য...ম্যানিলায় ভারতের প্রথমবার মিস ইউনিভার্স জয়ের শুভ 27তম বার্ষিকী ৷"

আরও পড়ুন: ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক, কমল টিআরপি

সুস্মিতার কথায়, "1994 সালের 21 মে-র সেই ভোর একজন অষ্টাদশীর জীবনই শুধু বদলে দেয়নি, এটা ইতিহাস তৈরি করেছে ৷" দীর্ঘ পোস্টে সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা সেন ৷ বর্তমানে রোহমান শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক রয়েছে ৷ এ ছাড়াও রেনি ও আলিশা নামে দুই কন্যা রয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.