কলকাতা : 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'দিল বেচারা'। এটাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি । সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সঞ্জনা সাঙ্ঘি, স্বস্তিকা মুখার্জি ও শাশ্বত চট্টোপাধ্যায় । ছবিটি দেখার পর আবেগঘন হয়ে পড়েছেন সবাই । বাদ গেলেন না শাশ্বতও ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবির বেশ কয়েকটি দৃশ্য পোস্ট করেন অভিনেতা । সেখানে সঞ্জনা থেকে শুরু করে সুশান্ত, স্বস্তিকা সবার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে ।
সেই পোস্টের ক্যাপশনে লেখেন, "দিল বেচারার অভিজ্ঞতাটা খুবই সুন্দর । একটি স্মরণীয় যাত্রা যা চিরকাল আমার সঙ্গে থাকবে । ভালোবাসার জন্য দর্শকদের কাছে কৃতজ্ঞ । মি বাসুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য মুকেশ ছাবড়াকে ধন্যবাদ । আমার রিল লাইফের মেয়ে কিজ়ি বাসুর সঙ্গে কাজ করার স্মৃতি অসাধারণ । মিসেস বাসু (স্বস্তিকা মুখোপাধ্যায়) কে বিশেষ ধন্যবাদ, তাঁকে ছাড়া মি বাসুর ভূমিকা অসম্পূর্ণ হয়ে যেত । সাহিল বেদ । আপনি খুব ভালো । প্রচুর ভালোবাসা ! আশা করি আমরা আবার স্ক্রিন শেয়ার করব ।"
সেই পোস্টে সুশান্ত সম্পর্কে তিনি লেখেন, "সুশান্ত...তুমি আমার হৃদয়ে রয়েছ । তুমি আমার কাছে পরিবারের মতো । তোমার হাসি, জড়িয়ে ধরা সবই আমার সঙ্গে থাকবে । 'দিল বেচারা' টিমের সবাইকে ধন্যবাদ ।"
দেখুন সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">