মুম্বই, 14 জুন : সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মৃত্যুর তদন্ত কত দূর এগিয়েছে, তার আপডেট জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ৷ সিবিআই এ দিন জানিয়েছে, মামলা এখনও শেষ হয়নি ৷ সমস্ত দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ৷ এ দিকে, প্রয়াত অভিনেতাকে ন্যায়বিচার দিতে আজই ফের জাতীয় মানবাধিকার কমিশনে (NHRC) অভিযোগ জানানো হয়েছে ৷
গত বছর 14 জুন রবিবাসরীয় দুপুরে এক লহমায় মাথায় বাজ ভেঙে পড়েছিল দেশবাসীর ৷ জানা যায়, মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের দেহ ৷ বিদ্যুতের গতিতে খবরটা ছড়িয়ে পড়ে ৷ শুনে কেউ বিশ্বাস করতে পারছিলেন না ৷ এরপর শুরু হয় তদন্ত ৷ প্রকাশ্যে আসে এর পেছনে জাল জড়িয়েছে মাদক চক্রের ৷ জড়িয়ে যায় তাবড় তাবড় সেলিব্রিটির নাম ৷ অনেককে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ গ্রেফতার করা হয় সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক-সহ আরও অনেককে ৷ দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে ৷ তবে তদন্তের জাল এখনও গোটাতে পারেনি সিবিআই ৷
আরও পড়ুন: 'গডফাদার' ছাড়াই সাফল্য়ের চূড়ায় যাঁরা...
এরই মধ্যে চলে এল সুশান্তের মৃত্যুবার্ষিকী ৷ এই দিনেই ফের ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন পিকে স্টারের ভক্তরা ৷ সুশান্তের বাড়ির সামনে জড়ো হয়ে হাতে প্ল্য়াকার্ড নিয়ে মৌন প্রতিবাদ জানান তাঁরা ৷ এ দিকে, আজই আবার জাতীয় মানবাধিকার কমিশনে সুশান্তের ন্যায়বিচারের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই মামলার তদন্তে যাতে প্রকৃত অপরাধী ধরা পড়ে, সে জন্য সুয়োমোটো অভিযোগ আনার দাবি জানানো হয়েছে ৷ মুম্বই বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র আশিস রাই তাঁর অভিযোগে দাবি করেছেন যে, সুশান্তের মৃত্যু অস্বাভাবিক ৷ তাঁর বা তাঁর বাবা-মায়ের অনুমতি না নিয়েই তাঁকে মাদক সেবন করানো হত ৷ বলিউডের নেপোটিজমের দ্বারা তাঁর উপর মানসিকভাবে অত্যাচারও করা হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে ৷ এই নেপোটিজমই অভিনেতার মৃত্যুর প্রধান কারণ বলেও দাবি করেছেন ওই আইনের ছাত্র ৷
আরও পড়ুন: "গরম এসেছে", সানির ছবি আগুন ছড়াল ইন্টারনেটে
এ দিকে, সুশান্তের মৃত্যুর সঠিক তদন্তের দাবি যখন আরও জোরালো হয়েছে, তখনই তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলেছে সিবিআই ৷ সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷ এই মামলার সঙ্গে জড়িত সমস্ত বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷