ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি রজনীকান্ত - rajnikanth admitted in appollo hospitals hyderabad

সকাল থেকেই রজনীকান্তের শরীরে রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দেয় । আর সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে । রক্তচাপের পরিমাণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি ।

asd
asd
author img

By

Published : Dec 25, 2020, 1:38 PM IST

হায়দরাবাদ : রক্তচাপের সমস্যার জেরে হাসপাতালে ভরতি রয়েছেন রজনীকান্ত । আজ সকালেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।

হায়দরাবাদে নিজের আপকামিং ছবি 'আন্নাথে'-র শুটিং করছিলেন রজনীকান্ত । 10 দিন ধরে হায়দরাবাদেই রয়েছেন তিনি । এদিকে সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন ওই ছবির কয়েকজন কলাকুশলী । রজনীকান্তেরও কোরোনা পরীক্ষা করা হয়েছিল । যদিও 22 ডিসেম্বর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এমনকী, তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গও দেখা যায়নি । তবে রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশনে ছিলেন তিনি ।

এদিকে সকাল থেকে তাঁর শরীরে রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দেয় । আর সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে । যতক্ষণ না পর্যন্ত তাঁর রক্তচাপ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তিনি হাসপাতালে চিকিৎসদের পর্যবেক্ষণে থাকবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । রক্তচাপ স্বাভাবিক হওয়ার পরই হাসপাতাল থেকে ছুটি পাবেন তিনি ।

তবে রক্তচাপের সমস্যা ছাড়া বর্ষীয়ান এই অভিনেতার শরীরে অন্য কোনও সমস্যা নেই । হেমোডায়নামিকালি তিনি স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হয়েছে 'আন্নাথে'-র শুটিং । আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে এসেছিলেন রজনীকান্তসহ ছবির কলাকুশলীরা । রামোজি ফিল্ম সিটিতে চলছিল শুটিং । ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স ।

আরও পড়ুন : শুটিং ফ্লোরে মেয়ের সঙ্গে গল্পে মশগুল রজনীকান্ত

সব ঠিক থাকলে 2021 সালেই মুক্তি পাবে 'আন্নাথে'।

হায়দরাবাদ : রক্তচাপের সমস্যার জেরে হাসপাতালে ভরতি রয়েছেন রজনীকান্ত । আজ সকালেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।

হায়দরাবাদে নিজের আপকামিং ছবি 'আন্নাথে'-র শুটিং করছিলেন রজনীকান্ত । 10 দিন ধরে হায়দরাবাদেই রয়েছেন তিনি । এদিকে সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন ওই ছবির কয়েকজন কলাকুশলী । রজনীকান্তেরও কোরোনা পরীক্ষা করা হয়েছিল । যদিও 22 ডিসেম্বর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এমনকী, তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গও দেখা যায়নি । তবে রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশনে ছিলেন তিনি ।

এদিকে সকাল থেকে তাঁর শরীরে রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দেয় । আর সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে । যতক্ষণ না পর্যন্ত তাঁর রক্তচাপ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তিনি হাসপাতালে চিকিৎসদের পর্যবেক্ষণে থাকবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । রক্তচাপ স্বাভাবিক হওয়ার পরই হাসপাতাল থেকে ছুটি পাবেন তিনি ।

তবে রক্তচাপের সমস্যা ছাড়া বর্ষীয়ান এই অভিনেতার শরীরে অন্য কোনও সমস্যা নেই । হেমোডায়নামিকালি তিনি স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হয়েছে 'আন্নাথে'-র শুটিং । আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে এসেছিলেন রজনীকান্তসহ ছবির কলাকুশলীরা । রামোজি ফিল্ম সিটিতে চলছিল শুটিং । ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স ।

আরও পড়ুন : শুটিং ফ্লোরে মেয়ের সঙ্গে গল্পে মশগুল রজনীকান্ত

সব ঠিক থাকলে 2021 সালেই মুক্তি পাবে 'আন্নাথে'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.