ETV Bharat / sitara

বড় পরদায় ফিরছে অপু-দুর্গার গল্প - Aa

ছবি সম্পর্কে প্রথম থেকে গোপনীয়তা বজায় রেখেছেন পরিচালক। তবে এই প্রথম সুমন জানান ছবির সম্পর্কে।

ছবির নাম ও সুমন
author img

By

Published : Apr 17, 2019, 7:46 PM IST

Updated : Apr 18, 2019, 11:28 AM IST

কলকাতা : দশমী, দা বেস্ট সেলার এবং ৭১ ব্রকেন লাইনস ছবির পর এবার আরও একটি ছবি বানাচ্ছেন পরিচালক সুমন মৈত্র। নাম "অ"। বলা ভালো, এই ছবির হাত ধরে বড় পরদায় ফিরতে চলেছে অপু-দুর্গা।

ছবি সম্পর্কে প্রথম থেকে গোপনীয়তা বজায় রেখেছেন পরিচালক। তবে এই প্রথম সুমন জানান ছবির সম্পর্কে। তিনি বলেন, "অপু দুর্গাকে একেবারে নতুনভাবে আনতে চলেছি বড় পরদায়। এটা পুরোটাই আমার নিজের কল্পনা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত 'পথের পাঁচালী' উপন্যাসের ইন্টারপ্রিটেশন বলা যেতে পারে। তবে শুধু পথের পাঁচালীতেই থেমে নেই চিত্রনাট্য। এখানে যুক্ত হয়েছেন জসিমউদ্দীন, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ গল্পগুচ্ছ। ছবির নাম রেখেছি "অ"।"

ছবিটি প্যানোরামায় যেতে পারে বলে জানান পরিচালক। তিনি আরও বলেন, " ছবির কাজ এখনও বাকি আছে। শেষ হয়নি। এই ছবি করতে গিয়ে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। অনেকরকম প্রস্তুতিও নিতে হয়েছে। সব ছবির ক্ষেত্রেই সেই রিসার্চ ওয়ার্ক আমি করি।"

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সুমন মৈত্রর ছবি ৭১ ব্রোকেন লাইনস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য।

কলকাতা : দশমী, দা বেস্ট সেলার এবং ৭১ ব্রকেন লাইনস ছবির পর এবার আরও একটি ছবি বানাচ্ছেন পরিচালক সুমন মৈত্র। নাম "অ"। বলা ভালো, এই ছবির হাত ধরে বড় পরদায় ফিরতে চলেছে অপু-দুর্গা।

ছবি সম্পর্কে প্রথম থেকে গোপনীয়তা বজায় রেখেছেন পরিচালক। তবে এই প্রথম সুমন জানান ছবির সম্পর্কে। তিনি বলেন, "অপু দুর্গাকে একেবারে নতুনভাবে আনতে চলেছি বড় পরদায়। এটা পুরোটাই আমার নিজের কল্পনা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত 'পথের পাঁচালী' উপন্যাসের ইন্টারপ্রিটেশন বলা যেতে পারে। তবে শুধু পথের পাঁচালীতেই থেমে নেই চিত্রনাট্য। এখানে যুক্ত হয়েছেন জসিমউদ্দীন, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ গল্পগুচ্ছ। ছবির নাম রেখেছি "অ"।"

ছবিটি প্যানোরামায় যেতে পারে বলে জানান পরিচালক। তিনি আরও বলেন, " ছবির কাজ এখনও বাকি আছে। শেষ হয়নি। এই ছবি করতে গিয়ে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। অনেকরকম প্রস্তুতিও নিতে হয়েছে। সব ছবির ক্ষেত্রেই সেই রিসার্চ ওয়ার্ক আমি করি।"

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সুমন মৈত্রর ছবি ৭১ ব্রোকেন লাইনস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য।

Intro:দশমী, দা বেস্ট সেলার এবং ৭১ ব্রকেন লাইনস ছবির পর বড় পর্দায় আসতে চলেছে সুমন মৈত্রর নতুন ছবি "অ"। বলা ভালো, এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছে অপু দুর্গা।


Body:ছবি সম্পর্কে প্রথম থেকে গোপনীয়তা বজায় রেখেছেন পরিচালক। তবে ইটিভি ভারতকে একান্তভাবে তিনি বলেন, "অপু দুর্গাকে একেবারে নতুনভাবে আনতে চলেছি বড় পর্দায়। এটা পুরোটাই আমার নিজের কল্পনা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী উপন্যাসের ইন্টারপ্রিটেশন বলা যেতে পারে। তবে শুধু পথের পাঁচালীতেই থেমে নেই চিত্রনাট্য। এখানে যুক্ত হয়েছেন জসিমউদ্দীন, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ গল্পগুচ্ছ। ছবির নাম রেখেছি "অ"।"


Conclusion:ছবিটি প্যানোরামায় যেতে পারে বলে জানান পরিচালক। তিনি আরো বলেন, " ছবির কাজ এখনও বাকি আছে। শেষ হয়নি। এই ছবি করতে গিয়ে আমাকে অনেক রিচার্জ করতে হয়েছে। অনেকরকম প্রস্তুতিও নিতে হয়েছে। সব ছবির ক্ষেত্রেই সেই রিচার্চ ওয়ার্ক আমি করি।"

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সুমন মৈত্রর ছবি ৭১ ব্রোকেন লাইনস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য। দেখান হয়েছিল, কীভাবে রাজাকার সৈন্যরা নির্মম অত্যাচার চালিয়েছিল হিন্দুদের উপর।
Last Updated : Apr 18, 2019, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.