ETV Bharat / sitara

Sudhaa Chandran: কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি-শরণে সুধা চন্দ্রন - কৃত্রিম পা

কৃত্রিম পায়ের কারণে বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়েছিল ৷ এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ভিডিয়ো বার্তা দিয়েছিলেন সুধা চন্দ্রন (Sudhaa Chandran) ৷ এ বার তাঁর কাছে ক্ষমা চাইল সিআইএসএফ (CISF) ৷

sudhaa-chandran-appeals-to-pm-narendra modi-on-being-grilled-at-airport-for-artificial-limb, cisf apologized
কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি শরণে সুধা চন্দ্রন
author img

By

Published : Oct 22, 2021, 9:46 PM IST

মুম্বই, 22 অক্টোবর: তাঁর কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয়েছিল জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রনকে (Sudhaa Chandran)৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) কাছেও দরবার করেছিলেন তিনি ৷ অবশেষে তাঁর কাছে ক্ষমা চাইল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)৷

কী হয়েছিল?

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন সুধা চন্দ্রন ৷ সেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যক্তিগত একটা বার্তা ৷ আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বলতে চাই যে, কেন্দ্রের কাছে আমি একটা আবেদন রাখছি ৷ আমি সুধা চন্দ্রণ ৷ পেশায় একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ৷ কৃত্রিম পায়ের সাহায্যে নেচে আমি ইতিহাস সৃষ্টি করেছি এবং আমার দেশকে গর্বিত করেছি ৷ প্রতিবার যখন আমি পেশাগত কারণে সফরে যাই, তখন আমায় বিমানবন্দরে আটকানো হয় ৷ আমি যখন নিরাপত্তা কর্মী ও সিআইএসএফ-এর কাছে অনুরোধ করি যে, দয়া করে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টরের সাহায্যে আমার কৃত্রিম পায়ের চেকিং করুন ৷ কিন্তু প্রতিবারই তাঁরা চান, আমি যাতে আমার কৃত্রিম পা খুলে তাঁদের দেখাই ৷ এটা কি সত্যিই সম্ভব মোদিজি ? আমাদের সমাজে একজন মহিলা কি অপর মহিলাকে এই ভাবে শ্রদ্ধা জানান ? মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে, দয়া করে প্রবীণ নাগরিকদের একটি কার্ড দিন, যাতে লেখা থাকবে যে তাঁরা প্রবীণ নাগরিক ৷"

আরও পড়ুন: Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

sudhaa-chandran-appeals-to-pm-narendra modi-on-being-grilled-at-airport-for-artificial-limb, cisf apologized
কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি শরণে সুধা চন্দ্রন

সুধা চন্দ্রনের এই পোস্টের পরই তাঁর পাশে দাঁড়ান নেট নাগরিকরা ৷ তুমুল চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় ৷ বিষয়টি নজরে আসে সিআইএসএফ-এরও ৷ তারা টুইট করে নৃত্যশিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ৷ লিখেছেন, "সুধা চন্দ্রনকে এমন সমস্যায় পড়তে হয়েছে জেনে আমরা খুবই দুঃখিত ৷ প্রোটোকল অনুযায়ী, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া সিকিউরিটি চেকিং-এর জন্য কৃত্রিম প্রত্যঙ্গ খুলে দেখাই নিয়ম ৷ সংশ্লিষ্ট মহিলা কর্মী কেন সুধা চন্দ্রণকে তাঁর কৃত্রিম পা খুলে দেখাতে বললেন, তা আমরা পরীক্ষা করে দেখছি ৷ যাত্রীদের যাতে সফরের সময় কোনও সমস্যায় না-পড়তে হয়, তা আমরা নিশ্চিত করব ৷"

আরও পড়ুন: Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

দুর্ঘটনায় পা বাদ চলে গিয়েছিল সুধা চন্দ্রনের ৷ তবে সেই বাধা তাঁর নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নে বাধা হতে পারেনি ৷ অদম্য মনের জোরে তিনি কৃত্রিম পা নিয়ে নৃত্য পরিবেশন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন ৷ অভিনয়ের জগতেও তিনি সফল ৷ তাঁর জীবনের উপর তৈরি তেলুগু ফিল্ম ময়ুরীতে (Mayuri) অভিনয় করে জাতীয় পুরস্কার জেতেন তিনি ৷ এ ছাড়াও কহি কিসি রোজ (Kaahin Kissii Roz) ও নাগিনের (Naagin) সব সিজনে তিনি অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন: Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

মুম্বই, 22 অক্টোবর: তাঁর কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয়েছিল জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রনকে (Sudhaa Chandran)৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) কাছেও দরবার করেছিলেন তিনি ৷ অবশেষে তাঁর কাছে ক্ষমা চাইল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)৷

কী হয়েছিল?

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন সুধা চন্দ্রন ৷ সেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যক্তিগত একটা বার্তা ৷ আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বলতে চাই যে, কেন্দ্রের কাছে আমি একটা আবেদন রাখছি ৷ আমি সুধা চন্দ্রণ ৷ পেশায় একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ৷ কৃত্রিম পায়ের সাহায্যে নেচে আমি ইতিহাস সৃষ্টি করেছি এবং আমার দেশকে গর্বিত করেছি ৷ প্রতিবার যখন আমি পেশাগত কারণে সফরে যাই, তখন আমায় বিমানবন্দরে আটকানো হয় ৷ আমি যখন নিরাপত্তা কর্মী ও সিআইএসএফ-এর কাছে অনুরোধ করি যে, দয়া করে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টরের সাহায্যে আমার কৃত্রিম পায়ের চেকিং করুন ৷ কিন্তু প্রতিবারই তাঁরা চান, আমি যাতে আমার কৃত্রিম পা খুলে তাঁদের দেখাই ৷ এটা কি সত্যিই সম্ভব মোদিজি ? আমাদের সমাজে একজন মহিলা কি অপর মহিলাকে এই ভাবে শ্রদ্ধা জানান ? মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে, দয়া করে প্রবীণ নাগরিকদের একটি কার্ড দিন, যাতে লেখা থাকবে যে তাঁরা প্রবীণ নাগরিক ৷"

আরও পড়ুন: Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

sudhaa-chandran-appeals-to-pm-narendra modi-on-being-grilled-at-airport-for-artificial-limb, cisf apologized
কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি শরণে সুধা চন্দ্রন

সুধা চন্দ্রনের এই পোস্টের পরই তাঁর পাশে দাঁড়ান নেট নাগরিকরা ৷ তুমুল চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় ৷ বিষয়টি নজরে আসে সিআইএসএফ-এরও ৷ তারা টুইট করে নৃত্যশিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ৷ লিখেছেন, "সুধা চন্দ্রনকে এমন সমস্যায় পড়তে হয়েছে জেনে আমরা খুবই দুঃখিত ৷ প্রোটোকল অনুযায়ী, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া সিকিউরিটি চেকিং-এর জন্য কৃত্রিম প্রত্যঙ্গ খুলে দেখাই নিয়ম ৷ সংশ্লিষ্ট মহিলা কর্মী কেন সুধা চন্দ্রণকে তাঁর কৃত্রিম পা খুলে দেখাতে বললেন, তা আমরা পরীক্ষা করে দেখছি ৷ যাত্রীদের যাতে সফরের সময় কোনও সমস্যায় না-পড়তে হয়, তা আমরা নিশ্চিত করব ৷"

আরও পড়ুন: Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

দুর্ঘটনায় পা বাদ চলে গিয়েছিল সুধা চন্দ্রনের ৷ তবে সেই বাধা তাঁর নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নে বাধা হতে পারেনি ৷ অদম্য মনের জোরে তিনি কৃত্রিম পা নিয়ে নৃত্য পরিবেশন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন ৷ অভিনয়ের জগতেও তিনি সফল ৷ তাঁর জীবনের উপর তৈরি তেলুগু ফিল্ম ময়ুরীতে (Mayuri) অভিনয় করে জাতীয় পুরস্কার জেতেন তিনি ৷ এ ছাড়াও কহি কিসি রোজ (Kaahin Kissii Roz) ও নাগিনের (Naagin) সব সিজনে তিনি অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন: Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.