ETV Bharat / sitara

ছবি মুক্তির জন্য OTT প্ল্যাটফর্মকেই সেরা মনে হয় : সুদেষ্ণা - সুদেষ্ণা রায়ের খবর

'বিয়ে ডট কম' বর্তমান প্রজন্মের একটি অন্যধরনের গল্প বলবে দর্শককে । বরাবরই হাস্যকৌতুকের মোড়কে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন ।

http://10.10.50.85//west-bengal/30-July-2020/img-20200730-wa0007_3007newsroom_1596106075_845.jpg
http://10.10.50.85//west-bengal/30-July-2020/img-20200730-wa0007_3007newsroom_1596106075_845.jpg
author img

By

Published : Jul 30, 2020, 4:43 PM IST

কলকাতা : পরিচালকদ্বয় সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর (রানা) নতুন ছবি 'বিয়ে ডট কম'এর শুটিং শেষ হয়েছে লকডাউন হওয়ার ঠিক আগে । এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তাঁরা । অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, জয়ী দেবরায় এবং পায়েল সরকার । সুদেষ্ণা রায়ের সঙ্গে খোলামেলা কথা হয় ETV ভারত সিতারার ।


এর আগেও রানা-সুদেষ্ণার 'ক্রস কানেকশন' ছবিতে দুটি কাপলের গল্প বলা হয়েছিল । পরবর্তীকালে ছবির সিক্যুয়েলও বানিয়েছিলেন এই পরিচালকদ্বয় । 'বিয়ে ডট কম'এও দুটি কাপলের গল্প তুলে ধরেছেন এই তাঁরা । একটি জুটি রিয়েল লাইফ লাভ বার্ডস কৌশানী মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্ত । অন্য জুটি পায়েল সরকার ও ধারাবাহিকের জনপ্রিয় মুখ জয়ী দেবরায় । তবে 'ক্রস কানেকশন'এর মত কাপলদের ক্রিসক্রস নেই এই ছবির গল্পে । আমাদের জানিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায় ।

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200730-wa0007_3007newsroom_1596106075_845.jpg
শুটিংয়ের সঙ্গে চলছে চুটিয়ে মজাও

'বিয়ে ডট কম' বর্তমান প্রজন্মের একটি অন্যধরনের গল্প বলবে দর্শককে । বরাবরই হাস্যকৌতুকের মোড়কে তাঁরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন । সুদেষ্ণা আমাদের বলেন, "এটা একটা রোম্যান্টিক কমেডি । আধুনিক প্রেম-ভালোবাসাকে দেখানো হবে ছবিতে । কলকাতাতেই শুটিং করেছি আমরা ।"

ছবিতে কৌশানি মুম্বই থেকে আসা একটি মেয়ে । বনি কলকাতার ছেলে । উল্টো দিকে পায়েল কলকাতার মেয়ে এবং জয়ী এসেছে বাইরে থেকে । সুদেষ্ণা বলেন, "গল্পের খাতিরেই দুটি কাপলকে আমরা দেখাতে চেয়েছি ছবিতে । 'ক্রস কানেকশন'এও দুটো কাপল ছিল । তবে এই গল্পটি একেবারে আলাদা । কিন্তু মজা আছে। তার মধ্যে রোম্যান্টিক ।"

ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে কোথায়, কবে এবং কীভাবে সেটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও খোলসা করে কিছুই জানাতে পারেননি সুদেষ্ণা । তবে OTT প্লাটফর্মে ছবি মুক্তির ক্ষেত্রে কোনও আপত্তি নেই তাঁর । তিনি বলেন, "আমার চিরকালই মনে হয় ছবি মুক্তির ক্ষেত্রে OTT সেরা প্ল্যাটফর্ম । সেখানে অনেক বেশি দর্শক ছবি দেখে । টেলিভিশনে আমাদের 'সুদক্ষিণার শাড়ি' পরবর্তীকালে OTT প্ল্যাটফর্মে আসে, এবং সেটা তাঁদের পাঁচটা সেরা ছবির মধ্যে একটি । ইন্টারনেটে আমাদের 'তিন ইয়ারি কথা'ও প্রচুর মানুষ দেখেছেন । একজন পরিচালক হিসেবে আমি সবসময় চাই আমার ছবিটা, যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারে । তাই OTT প্লাটফর্মে ছবি মুক্তির বিষয়ে আমার কোনও আপত্তি নেই ।"

Sudeshna Roy on Ott platform
শুটিং ফ্লোরে..

এই চার মুখ্য অভিনেতা-অভিনেত্রী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পল্লবী চট্টোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অলোকনন্দা রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা ।

কলকাতা : পরিচালকদ্বয় সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর (রানা) নতুন ছবি 'বিয়ে ডট কম'এর শুটিং শেষ হয়েছে লকডাউন হওয়ার ঠিক আগে । এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তাঁরা । অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, জয়ী দেবরায় এবং পায়েল সরকার । সুদেষ্ণা রায়ের সঙ্গে খোলামেলা কথা হয় ETV ভারত সিতারার ।


এর আগেও রানা-সুদেষ্ণার 'ক্রস কানেকশন' ছবিতে দুটি কাপলের গল্প বলা হয়েছিল । পরবর্তীকালে ছবির সিক্যুয়েলও বানিয়েছিলেন এই পরিচালকদ্বয় । 'বিয়ে ডট কম'এও দুটি কাপলের গল্প তুলে ধরেছেন এই তাঁরা । একটি জুটি রিয়েল লাইফ লাভ বার্ডস কৌশানী মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্ত । অন্য জুটি পায়েল সরকার ও ধারাবাহিকের জনপ্রিয় মুখ জয়ী দেবরায় । তবে 'ক্রস কানেকশন'এর মত কাপলদের ক্রিসক্রস নেই এই ছবির গল্পে । আমাদের জানিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায় ।

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200730-wa0007_3007newsroom_1596106075_845.jpg
শুটিংয়ের সঙ্গে চলছে চুটিয়ে মজাও

'বিয়ে ডট কম' বর্তমান প্রজন্মের একটি অন্যধরনের গল্প বলবে দর্শককে । বরাবরই হাস্যকৌতুকের মোড়কে তাঁরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন । সুদেষ্ণা আমাদের বলেন, "এটা একটা রোম্যান্টিক কমেডি । আধুনিক প্রেম-ভালোবাসাকে দেখানো হবে ছবিতে । কলকাতাতেই শুটিং করেছি আমরা ।"

ছবিতে কৌশানি মুম্বই থেকে আসা একটি মেয়ে । বনি কলকাতার ছেলে । উল্টো দিকে পায়েল কলকাতার মেয়ে এবং জয়ী এসেছে বাইরে থেকে । সুদেষ্ণা বলেন, "গল্পের খাতিরেই দুটি কাপলকে আমরা দেখাতে চেয়েছি ছবিতে । 'ক্রস কানেকশন'এও দুটো কাপল ছিল । তবে এই গল্পটি একেবারে আলাদা । কিন্তু মজা আছে। তার মধ্যে রোম্যান্টিক ।"

ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে কোথায়, কবে এবং কীভাবে সেটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও খোলসা করে কিছুই জানাতে পারেননি সুদেষ্ণা । তবে OTT প্লাটফর্মে ছবি মুক্তির ক্ষেত্রে কোনও আপত্তি নেই তাঁর । তিনি বলেন, "আমার চিরকালই মনে হয় ছবি মুক্তির ক্ষেত্রে OTT সেরা প্ল্যাটফর্ম । সেখানে অনেক বেশি দর্শক ছবি দেখে । টেলিভিশনে আমাদের 'সুদক্ষিণার শাড়ি' পরবর্তীকালে OTT প্ল্যাটফর্মে আসে, এবং সেটা তাঁদের পাঁচটা সেরা ছবির মধ্যে একটি । ইন্টারনেটে আমাদের 'তিন ইয়ারি কথা'ও প্রচুর মানুষ দেখেছেন । একজন পরিচালক হিসেবে আমি সবসময় চাই আমার ছবিটা, যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারে । তাই OTT প্লাটফর্মে ছবি মুক্তির বিষয়ে আমার কোনও আপত্তি নেই ।"

Sudeshna Roy on Ott platform
শুটিং ফ্লোরে..

এই চার মুখ্য অভিনেতা-অভিনেত্রী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পল্লবী চট্টোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অলোকনন্দা রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.