ETV Bharat / sitara

ছোট্ট য়ুভানকে নিয়ে শুভশ্রীর পোস্ট - শুভশ্রী গাঙ্গুলির খবর

ছোট্ট য়ুভানকে নিয়ে ছবি পোস্ট করলেন শুভশ্রী গাঙ্গুলি । মাতৃত্বের নতুন স্বাদে মজে আছেন অভিনেত্রী ।

Subhashree Ganguly social media
Subhashree Ganguly social media
author img

By

Published : Sep 15, 2020, 11:39 AM IST

মুম্বই : জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় । রাজ-শুভশ্রীর ছেলে য়ুভান চক্রবর্তী এখন ইনস্টাগ্রামের নতুন সেনসেশন । 12 সেপ্টেম্বর মধ্য কলকাতার একটি মেটারনিটি হাসপাতালে আজ দুপুর 02:05-এ জন্ম হয় ফুটফুটে য়ুভানের । ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

ছোট্ট য়ুভানকে জড়িয়ে হাসপাতালের বিছানায় বসে শুভশ্রী । মায়ের কোলে শান্তিতে ঘুমোচ্ছে সে । মায়ের ঠোঁটের আলতো ছোঁয়া লেগে তার কপালে ।

ছবিটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, "ভালোবাসা আর শান্তি..." রাজ একটি কমেন্ট করেছেন ছবিটিতে । লিখেছেন, "এই ছবিতে পরম সুখ খুঁজে পেলাম..."

দেখে নিন পোস্টটি

মুম্বই : জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় । রাজ-শুভশ্রীর ছেলে য়ুভান চক্রবর্তী এখন ইনস্টাগ্রামের নতুন সেনসেশন । 12 সেপ্টেম্বর মধ্য কলকাতার একটি মেটারনিটি হাসপাতালে আজ দুপুর 02:05-এ জন্ম হয় ফুটফুটে য়ুভানের । ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

ছোট্ট য়ুভানকে জড়িয়ে হাসপাতালের বিছানায় বসে শুভশ্রী । মায়ের কোলে শান্তিতে ঘুমোচ্ছে সে । মায়ের ঠোঁটের আলতো ছোঁয়া লেগে তার কপালে ।

ছবিটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, "ভালোবাসা আর শান্তি..." রাজ একটি কমেন্ট করেছেন ছবিটিতে । লিখেছেন, "এই ছবিতে পরম সুখ খুঁজে পেলাম..."

দেখে নিন পোস্টটি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.