কলকাতা : আর কয়েকমাসের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । আর এই সময়টা বেশ কঠিন শুভশ্রীর জন্য । শারীরিক এবং মানসিক দুই ভাবেই । মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভশ্রী নিজের এই জার্নির অংশ করছেন নেটিজেনদের ।
সম্প্রতি একঝাঁক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । বেবি বাম্প নিয়ে ফ্রিজ থেকে চকোলেট বের করে খাচ্ছেন তিনি । মুখেচোখে এক দুষ্টু সরলতা, কেউ দেখে ফেলল না তো ?
যদিও শুভশ্রীর ননদিনী সৃষ্টি পাণ্ডে দেখে নিয়েছেন বৌদির কাণ্ড । আর তিনিই ক্যামেরাবন্দী করেছেন সেই মুহূর্তগুলো ।
ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "প্রেগনেন্সি মানে ন'মাসের চিট ডে"। ডায়েট ভুলে চুটিয়ে খাওয়াদাওয়া করছেন অভিনেত্রী । তাঁর পোস্ট সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায় ।
দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">