ETV Bharat / sitara

ফ্রিজের চকোলেট সাবাড় করলেন শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলির খবর

প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের সবসময় কিছু না কিছু খেতে ইচ্ছে করে । টক,ঝাল,মিষ্টি কোনওকিছুই বাদ যায় না তাদের । ব্যতিক্রম নন শুভশ্রী গাঙ্গুলিও । ফ্রিজ থেকে চকোলেট সাবাড় করলেন অভিনেত্রী ।

Subhashree ganguly having chocolate having a baby bump
Subhashree ganguly having chocolate having a baby bump
author img

By

Published : Jun 10, 2020, 9:00 AM IST

Updated : Jun 10, 2020, 10:03 AM IST

কলকাতা : আর কয়েকমাসের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । আর এই সময়টা বেশ কঠিন শুভশ্রীর জন্য । শারীরিক এবং মানসিক দুই ভাবেই । মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভশ্রী নিজের এই জার্নির অংশ করছেন নেটিজেনদের ।

সম্প্রতি একঝাঁক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । বেবি বাম্প নিয়ে ফ্রিজ থেকে চকোলেট বের করে খাচ্ছেন তিনি । মুখেচোখে এক দুষ্টু সরলতা, কেউ দেখে ফেলল না তো ?

যদিও শুভশ্রীর ননদিনী সৃষ্টি পাণ্ডে দেখে নিয়েছেন বৌদির কাণ্ড । আর তিনিই ক্যামেরাবন্দী করেছেন সেই মুহূর্তগুলো ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "প্রেগনেন্সি মানে ন'মাসের চিট ডে"। ডায়েট ভুলে চুটিয়ে খাওয়াদাওয়া করছেন অভিনেত্রী । তাঁর পোস্ট সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায় ।

দেখে নিন..

কলকাতা : আর কয়েকমাসের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । আর এই সময়টা বেশ কঠিন শুভশ্রীর জন্য । শারীরিক এবং মানসিক দুই ভাবেই । মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভশ্রী নিজের এই জার্নির অংশ করছেন নেটিজেনদের ।

সম্প্রতি একঝাঁক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । বেবি বাম্প নিয়ে ফ্রিজ থেকে চকোলেট বের করে খাচ্ছেন তিনি । মুখেচোখে এক দুষ্টু সরলতা, কেউ দেখে ফেলল না তো ?

যদিও শুভশ্রীর ননদিনী সৃষ্টি পাণ্ডে দেখে নিয়েছেন বৌদির কাণ্ড । আর তিনিই ক্যামেরাবন্দী করেছেন সেই মুহূর্তগুলো ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "প্রেগনেন্সি মানে ন'মাসের চিট ডে"। ডায়েট ভুলে চুটিয়ে খাওয়াদাওয়া করছেন অভিনেত্রী । তাঁর পোস্ট সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায় ।

দেখে নিন..

Last Updated : Jun 10, 2020, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.