ETV Bharat / sitara

অষ্টমীতেও ঘুমিয়ে কাদা ইউভান - শুভশ্রী গাঙ্গুলির খবর

অষ্টমীর দিনেও ঘুমিয়ে কাদা রাজ-শুভশ্রীর ছেলে ইউভান চক্রবর্তী । সাদা ধুতি-পাঞ্জাবী পরে সে ঘুমোচ্ছে মায়ের কোলে । ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

Subhashree ganguly celebrated surga puja
Subhashree ganguly celebrated surga puja
author img

By

Published : Oct 24, 2020, 6:53 PM IST

কলকাতা : অষ্টমীর সকালে সাদা ধুতি সাদা পাঞ্জাবী পরে রেডি ইউভান । কী করার জন্য ? ঘুমোনোর জন্য । সাজুগুজু হয়ে গেলেও সারা সময়টা ঘুমিয়েই কাটাল সে ।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী । সাবেকি পাঞ্জাবি পরানো হয়েছে ইউভানকে । চান করে চুল ভিজে । আর ঘুমিয়ে কাদা সে । কোনও ছবিতেই একবারের জন্য চোখ খোলা দেখা গেল না তার ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "শুভ মহাঅষ্টমী । সরি, আজ আমার খুব ঘুম পাচ্ছে । #yuvaan #myfirstashtami #haveasafepujo #muskon"

দেখে নিন তাঁর পোস্ট...

রাজও শেয়ার করেছেন ইউভানের ছবি । সেখানে বাবার কোলে শুয়ে অঞ্জলি দিচ্ছে সে । ঘুমে চোখ বন্ধ করেই অঞ্জলি দেওয়া হচ্ছে । ছেলের সঙ্গে মিলিয়ে রাজ নিজেও পড়েছেন সাদা পাঞ্জাবী ।

কোরোনা পরিস্থিতির কারণে বাড়িতে অঞ্জলি দিল চক্রবর্তী পরিবার । রাজের পোস্ট...

কলকাতা : অষ্টমীর সকালে সাদা ধুতি সাদা পাঞ্জাবী পরে রেডি ইউভান । কী করার জন্য ? ঘুমোনোর জন্য । সাজুগুজু হয়ে গেলেও সারা সময়টা ঘুমিয়েই কাটাল সে ।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী । সাবেকি পাঞ্জাবি পরানো হয়েছে ইউভানকে । চান করে চুল ভিজে । আর ঘুমিয়ে কাদা সে । কোনও ছবিতেই একবারের জন্য চোখ খোলা দেখা গেল না তার ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "শুভ মহাঅষ্টমী । সরি, আজ আমার খুব ঘুম পাচ্ছে । #yuvaan #myfirstashtami #haveasafepujo #muskon"

দেখে নিন তাঁর পোস্ট...

রাজও শেয়ার করেছেন ইউভানের ছবি । সেখানে বাবার কোলে শুয়ে অঞ্জলি দিচ্ছে সে । ঘুমে চোখ বন্ধ করেই অঞ্জলি দেওয়া হচ্ছে । ছেলের সঙ্গে মিলিয়ে রাজ নিজেও পড়েছেন সাদা পাঞ্জাবী ।

কোরোনা পরিস্থিতির কারণে বাড়িতে অঞ্জলি দিল চক্রবর্তী পরিবার । রাজের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.