ETV Bharat / sitara

ইউভানকে নিয়ে প্রথম ভ্রমণ, দারুণ সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী - Raj chakrabarty holiday with family

বছরের শুরুতে বুক ভরে টাটকা হাওয়া নিচ্ছেন রাজ আর শুভশ্রী । সঙ্গে ছোট্ট ইউভান সহ পুরো পরিবার ।

Subhashree Ganguly holiday
Subhashree Ganguly holiday
author img

By

Published : Jan 21, 2021, 11:41 AM IST

কলকাতা : 2020 সালটা মোটেই ভালো কাটেনি কারও । তাই 2021-এর শুরুটা একদম পজ়িটিভ এনার্জিতে শুরু করলেন রাজ-শুভশ্রী । শহরের একটু বাইরের দিকে এক বিলাসবহুল রিসর্টে ছুটি কাটাতে গেলেন তারকা দম্পতি ।

কলকাতা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের কর্মকাণ্ড মিটতেই পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছেন রাজ । শুভশ্রী আর ইউভান তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন তাঁর মা, শুভশ্রীর দিদি সহ নিকটাত্মীয়দের প্রত্যেকে ।

শুভশ্রী গতকাল থেকেই ইনস্টাস্টোরিতে বেড়ানোর ছবি, বুমেরাং ভিডিয়ো শেয়ার করছেন । ইউভানকে নিয়ে এই প্রথম কলকাতার বাইরে, হোটেলে রাত্রিযাপন । এক অন্যরকম ভালোলাগা কাজ করছে অভিনেত্রীর ।

রাজেরও মেজাজ ফুরফুরে । সকালে উঠেই তাই ফোটোগ্রাফি শুরু হয়ে গেছে । বাগানে মা-বউ-ছেলেকে দেখেই মুঠোফোন সক্রিয় হয়ে উঠেছে তাঁর । একের পর এক ছবি পোস্ট করে চলেছেন রাজ ।

কলকাতা : 2020 সালটা মোটেই ভালো কাটেনি কারও । তাই 2021-এর শুরুটা একদম পজ়িটিভ এনার্জিতে শুরু করলেন রাজ-শুভশ্রী । শহরের একটু বাইরের দিকে এক বিলাসবহুল রিসর্টে ছুটি কাটাতে গেলেন তারকা দম্পতি ।

কলকাতা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের কর্মকাণ্ড মিটতেই পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছেন রাজ । শুভশ্রী আর ইউভান তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন তাঁর মা, শুভশ্রীর দিদি সহ নিকটাত্মীয়দের প্রত্যেকে ।

শুভশ্রী গতকাল থেকেই ইনস্টাস্টোরিতে বেড়ানোর ছবি, বুমেরাং ভিডিয়ো শেয়ার করছেন । ইউভানকে নিয়ে এই প্রথম কলকাতার বাইরে, হোটেলে রাত্রিযাপন । এক অন্যরকম ভালোলাগা কাজ করছে অভিনেত্রীর ।

রাজেরও মেজাজ ফুরফুরে । সকালে উঠেই তাই ফোটোগ্রাফি শুরু হয়ে গেছে । বাগানে মা-বউ-ছেলেকে দেখেই মুঠোফোন সক্রিয় হয়ে উঠেছে তাঁর । একের পর এক ছবি পোস্ট করে চলেছেন রাজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.