কলকাতা : 2020 সালটা যতই বিধ্বংসী হোক, কোনও কোনও খবরে মন ভালো হয়ে যায় । ঠিক তেমনই এক খবর হল শুভশ্রী গাঙ্গুলির অন্ত:সত্ত্বা হওয়ার ঘোষণা । বিবাহবার্ষিকীর দু'বছরের মাথায় রাজ-শুভশ্রী নিজেরাই এই সুখবর জানিয়েছেন অফিশিয়ালি । আর এবার সামনে এল অভিনেত্রীর বেবি বাম্পের ছবি ।
রাজ নিজেই সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । আর তারপর নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিটি । নেটিজেনদের অভিনন্দন আর ভালোবাসায় যেন ভাসতে থাকেন তারকা দম্পতি । সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই মুগ্ধ অভিনেত্রীর এই নতুন রূপে । সিনেমার পরদায় নয়, এটা বাস্তবিক পরিবর্তন ।
শাড়ি পরা শুভশ্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রাজ । শুভশ্রীর মুখে হাসি, চোখে খুশির ঝলক । আর সঙ্গে দেখা গেল তাঁর বেবি বাম্পও । হাত দিয়ে সযত্নে তা আগলে রেখেছেন যেন শুভশ্রী...
দেখে নিন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">