মুম্বই, 8 অক্টোবর : এখন তাঁর কঠিন সঙ্কটের সময় ৷ ছেলে মাদক মামলায় জেলবন্দি ৷ পরপর খারিজ হচ্ছে তাঁর জামিনের আবেদন ৷ এমন জন্মদিন সম্ভবত আগে কখনও কাটাতে হয়নি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে (Gauri Khan) ৷ আজ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কাছের মানুষেরা ৷ ফারহা খান (Farah Khan) থেকে শুরু করে সুজান খান (Sussanne Khan) - সবাই জন্মদিনে গৌরীর শক্তিবৃদ্ধির প্রার্থনা করেছেন ৷
আজ 51 বছরে পড়লেন গৌরী খান ৷ আজই ছিল তাঁর বড় ছেলে আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদনের শুনানি ৷ তাই নিয়েই দিনভর চলেছে টানাপোড়েন ৷ যদিও সুখবর মেলেনি ৷ রাতে বাড়ি ফিরে জন্মদিনে মায়ের পাশে থাকা হয়নি আরিয়ানের ৷ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট আদালত ৷ এমন কঠিন দিনে বন্ধুকে জন্মদিনের বার্তায় গৌরীকে একজন দৃঢ় মা হিসেবে চিহ্নিত করেছেন ফারহা খান ৷ তিনি শাহরুখ খান ও গৌরীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, "গত সপ্তাহে আমার দেখা সবচেয়ে শক্তিশালী মা ও নারী, তোমায় জানাই শুভ জন্মদিন ৷" দীর্ঘ দিন ধরেই শাহরুখের পরিবারের খুব কাছের মানুষ ফারহা ৷ তাঁর পরিচালিত চারটি ছবির তিনটিরই মুখ্য অভিনেতা শাহরুখ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইন্টিরিয়ার ডিজাইনার সুজান খানও গৌরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর সঙ্গে গৌরীর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "ঈশ্বরের ভালবাসা ও আশীর্বাদ সবসময় তোমার ও তোমার ভালবাসার মানুষদের মাথায় থাকবে...৷ খুব ভালবাসি তোমায় ৷"
আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরিয়ান গ্রেফতার হওয়ার পর নিজের পোস্টে আগেই শাহরুখের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সুজান ৷ তিনি লেখেন, "এটা শুধু আরিয়ান খানের ব্যাপার নয় ৷ দুর্ভাগ্যবশত ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন তিনি ৷"
চিত্রনির্মাতা জোয়া আখতার একটি সিংহ ও তার শাবকের ছবি পোস্ট করে গৌরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ লিখেছেন, "তুমি শক্ত থাকো, সাহসী থাকো, এটাই কামনা করি ৷"
আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার
গৌরী খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নীলমও ৷
শাহরুখ ও গৌরীর অল্প বয়সের ছবি পোস্ট করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাহরুখ-কন্যা সুহানা ৷
আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
সুজানের প্রাক্তন স্বামী হৃত্বিক রোশনও এর আগে 23 বছরের আরিয়ান খানের প্রতি সমব্যথী হওয়ার বার্তা দিয়েছিলেন ৷ তিনি আরিয়ানের উদ্দেশে খোলা চিঠিতে লিখেছিলেন, "আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত সফর ৷ এটা অনিশ্চিত বলেই অপূর্ব ৷ এটা দারুণ কারণ এটি তোমারে কঠিন পিচে ফেলে দেয়, তবে ঈশ্বর মহান ৷ তিনি সবচেয়ে সক্ষম মানুষটিকেই সবচেয়ে কঠিন বলটা খেলতে দেন...৷"
তবে হৃত্বিকের এই মন্তব্যের পরই আরিয়ানের পাশে দাঁড়ানো বলিউডের স্টারদের একহাত নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বলিউডের মাফিয়া পাপ্পুরা এখন আরিয়ান খানের স্বপক্ষে এসে দাঁড়াচ্ছে ৷
আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র