লস অ্যাঞ্জেলস : বাবা স্বনামধন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গ । হলিউডের শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে তিনি একজন । আর এবার অভিনয় জগতে পা রাখলেন তাঁর মেয়ে মিকেলা স্পিলবার্গও । তবে সরাসরি কোনও সিনেমায় অভিনয় না করে পর্ন স্টার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন মিকেলা ।
ছোটোবেলায় মিকেলাকে দত্তক নিয়েছিলেন স্টিভেন ও তাঁর স্ত্রী কেট ক্যাপশো । এখন মিকেলা 23 বছরের যুবতি । বরাবরই পর্নগ্রাফি টানত তাঁকে । স্ট্রিপ ক্লাবে কাজও করেন তিনি । স্ট্রিপ ক্লাবের কাজও বেশ ভালো লাগে তাঁর । আর সেখানে থেকেই পরে নিজের পর্নগ্রাফিক ভিডিয়ো প্রকাশের সিদ্ধান্ত নেন মিকেলা । সেই মতো বেশ কিছু ভিডিয়ো বানানো শুরুও করেন তিনি ।
ইনস্টাগ্রামের একটি পোস্টে মিকেলা লেখেন, "আমার শরীর, আমার জীবন, আমার আয়, আমার ভালো লাগা ।" আসলে আর্থিকভাবে স্বাধীন হতে চেয়েছিলেন মিকেলা । কিন্তু, প্রতিদিনকার একঘেয়েমি কাজ তাঁর একেবারেই ভালো লাগত না । ওই কাজগুলি করে তাঁর আত্মার শান্তি হত না । তিনি এমন কোনও কাজ করতে চেয়েছিলেন যা তাঁর মনকে শান্তি দেবে । তার মাধ্যমে অন্য অনেক মানুষকে আনন্দও দেবে । সেখান থেকে নিজের কিছু করার সিদ্ধান্ত নেন তিনি । সিদ্ধান্ত নেন পর্নগ্রাফিক ভিডিয়ো তৈরি করার । এরপর অভিভাবকদের নিজের সিদ্ধান্তর কথা জানান তিনি । তাতে অবশ্য তাঁরা কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন । কিন্তু, মন খারাপ হয়নি । নিজের বয়ফ্রেন্ডকেও বিষয় জানান মিকেলা । সেদিক থেকেও পেয়েছিলেন সবুজ বার্তা ।
এরপর ধীরে ধীরে নিজের কাজ শুরু করেন মিকেলা । ফ্যানদের সংখ্যা বাড়াতে শুরু করেন তিনি । যদিও বয়ফ্রেন্ডের কথা মাথায় রেখে অন ক্যামেরায় সেক্স করার ইচ্ছা তাঁর নেই । তবে ছোটোবেলায় একাধিকবার যৌন হেনস্থারও শিকার হয়েছেন তিনি । সেখান থেকে ওভারকাম করতে অনেক সময় লেগেছে তাঁর । যদিও ওই বিষয় সম্পর্কে অভিভাবকদের কোনও দিনই জানানি তিনি । যাই হোক না কেন এখন নতুন জগতে পা রাখছেন তিনি । সেখানে তিনি কতটা সাফল্য সেটাই দেখার ।