ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলিউড অভিনেতার - মৃত্যু হলিউড অভিনেতার

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের । স্থানীয় সময় অনুসারে গতকাল একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

x
xz
author img

By

Published : Apr 1, 2020, 5:53 PM IST

লক অ্যাঞ্জেলস : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের । বয়স হয়েছিল 76 বছর । তিনি 'স্টার ওয়ার্স' সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন ।

তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ আগে দেখা দেয়নি । কিন্তু, মৃত্যুর মাত্র দু'দিন আগেই জানা যায় তাঁর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস । তারপর অনেক চেষ্টা করলেও লাভ হয়নি । স্থানীয় সময় অনুসারে গতকাল মৃত্যু হয় তাঁর ।

এরপর টুইট করেন তাঁর স্ত্রী গ্যাব্রিয়েল রজার । লেখেন, "আমরা আজ অ্যান্ড্রুর মতো এক মানুষকে হারালাম । দু'দিন আগে সে কোরোনায় আক্রান্ত হয় । কোনও যন্ত্রনা ছাড়াই নিরবে সে চলে গেল । এবং সে জানে পরিবার তার সঙ্গে সব সময় থাকবে ।"

অ্যান্ড্রুর এজেন্ট একটি স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "টেমসে একটি পুরোনো হাউজ়বোটে থাকতেন অ্যান্ড্রু । তিনি স্বাধীন থাকতে ভালোবাসতেন । কিন্তু, তাঁর স্ত্রীকেও পাগলের মতো ভালোবাসতেন ।"

'মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল', 'দা লর্ড অফ দা রিংস ট্রিওলজি' ও 'অ্যাভেঞ্জার্স'এর মতো ছবিতে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু ।

লক অ্যাঞ্জেলস : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের । বয়স হয়েছিল 76 বছর । তিনি 'স্টার ওয়ার্স' সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন ।

তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ আগে দেখা দেয়নি । কিন্তু, মৃত্যুর মাত্র দু'দিন আগেই জানা যায় তাঁর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস । তারপর অনেক চেষ্টা করলেও লাভ হয়নি । স্থানীয় সময় অনুসারে গতকাল মৃত্যু হয় তাঁর ।

এরপর টুইট করেন তাঁর স্ত্রী গ্যাব্রিয়েল রজার । লেখেন, "আমরা আজ অ্যান্ড্রুর মতো এক মানুষকে হারালাম । দু'দিন আগে সে কোরোনায় আক্রান্ত হয় । কোনও যন্ত্রনা ছাড়াই নিরবে সে চলে গেল । এবং সে জানে পরিবার তার সঙ্গে সব সময় থাকবে ।"

অ্যান্ড্রুর এজেন্ট একটি স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "টেমসে একটি পুরোনো হাউজ়বোটে থাকতেন অ্যান্ড্রু । তিনি স্বাধীন থাকতে ভালোবাসতেন । কিন্তু, তাঁর স্ত্রীকেও পাগলের মতো ভালোবাসতেন ।"

'মেন ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল', 'দা লর্ড অফ দা রিংস ট্রিওলজি' ও 'অ্যাভেঞ্জার্স'এর মতো ছবিতে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.