ETV Bharat / sitara

ফের হলে মুক্তি পেতে চলেছে 'বাহুবলী' - Baahubali release theatres

ফের হলে মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'-র দুটি ইনস্টলমেন্ট । চলতি সপ্তাহের শুক্রবার মুক্তি পাবে প্রথম ইনস্টলমেন্ট । আর আগামী সপ্তাহের শুক্রবার মুক্তি পাবে দ্বিতীয় ইনস্টলমেন্ট ।

asd
asd
author img

By

Published : Nov 4, 2020, 2:58 PM IST

মুম্বই : ফের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'বাহুবলী : দা বিগিনিং' ও 'বাহুবলী 2 : দা কনক্লুশন'। আজ সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন করণ জোহর ।

টুইটারে দুটি ছবির পোস্টার শেয়ার করেন করণ । তার ক্যাপশনে লেখেন, "আবার আসছে ম্যাজিক ! শীঘ্রই মুক্তি পেতে চলেছে #বাহুবলী : দা বিগিনিং ও #বাহুবলী 2 : দা কনক্লুশন ।" এই পোস্টে প্রভাস ও রানা ডগ্গুবতীকে ট্যাগ করেন তিনি ।

পোস্টার অনুসারে শুক্রবার হলে মুক্তি পাবে ছবির প্রথম ইনস্টলমেন্ ট। আর দ্বিতীয় ইনস্টলমেন্ট মুক্তি পাবে আগামী সপ্তাহের শুক্রবার ।

'বাহুবলী' পরিচালনা করেছিলেন এস এস রাজামৌলি । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, অনুষ্কা শেট্টি, রানা ডগ্গুবতী, তামান্না, রামেয়া কৃষ্ণ ও সাথিয়ারাজ ।

2015 সালের 10 জুলাই মুক্তি পেয়েছিল 'বাহুবলী : দা বিগিনিং'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি । এরপর 2017 সালের 28 এপ্রিল মুক্তি পায় 'বাহুবলী 2 : দা কনক্লুশন'। ফের একবার মুক্তি পেতে চলেছে ছবিটি । আর এবারও ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কি না সেটাই দেখার ।

মুম্বই : ফের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'বাহুবলী : দা বিগিনিং' ও 'বাহুবলী 2 : দা কনক্লুশন'। আজ সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন করণ জোহর ।

টুইটারে দুটি ছবির পোস্টার শেয়ার করেন করণ । তার ক্যাপশনে লেখেন, "আবার আসছে ম্যাজিক ! শীঘ্রই মুক্তি পেতে চলেছে #বাহুবলী : দা বিগিনিং ও #বাহুবলী 2 : দা কনক্লুশন ।" এই পোস্টে প্রভাস ও রানা ডগ্গুবতীকে ট্যাগ করেন তিনি ।

পোস্টার অনুসারে শুক্রবার হলে মুক্তি পাবে ছবির প্রথম ইনস্টলমেন্ ট। আর দ্বিতীয় ইনস্টলমেন্ট মুক্তি পাবে আগামী সপ্তাহের শুক্রবার ।

'বাহুবলী' পরিচালনা করেছিলেন এস এস রাজামৌলি । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, অনুষ্কা শেট্টি, রানা ডগ্গুবতী, তামান্না, রামেয়া কৃষ্ণ ও সাথিয়ারাজ ।

2015 সালের 10 জুলাই মুক্তি পেয়েছিল 'বাহুবলী : দা বিগিনিং'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি । এরপর 2017 সালের 28 এপ্রিল মুক্তি পায় 'বাহুবলী 2 : দা কনক্লুশন'। ফের একবার মুক্তি পেতে চলেছে ছবিটি । আর এবারও ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কি না সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.