কলকাতা : সৃজিতের বিয়ে নিয়ে গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল । তবে বিষয়টাতে খুব একটা তখন গুরুত্ব দেননি তিনি । অবশেষে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে এক হল চার হাত । বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করলেন সৃজিত । রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । তবে বিয়ের আগেই সকাল সকাল সোশাল মিডিয়ায় একসঙ্গে একটি ছবি পোস্ট করেন সৃজিত ।
ছবির ক্যাপশনে সৃজিতের নিজের ছবি 'জাতিশ্বর'-এর গানের কয়েকটি কথা লেখা রয়েছে । লেখা, "প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়..."
-
প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
— Srijit Mukherji (@srijitspeaketh) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়... pic.twitter.com/vpZn22dvp5
">প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
— Srijit Mukherji (@srijitspeaketh) December 6, 2019
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়... pic.twitter.com/vpZn22dvp5প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
— Srijit Mukherji (@srijitspeaketh) December 6, 2019
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়... pic.twitter.com/vpZn22dvp5
আর ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সৃজিত ও মিথিলা । তাঁদের সামনে বয়ে চলেছে নদী । হাওয়ায় উড়ছে মিথিলার ওড়না ও চুল । ছবিটি সাদা-কালো ।
নতুন জীবন শুরু করছেন সৃজিত । এই ছবি পোস্ট করে ফ্যানদের সেটাই বোঝাতে চেয়েছেন তিনি । নতুন জীবনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন ফ্যানরা ।
সব জল্পনা ও গুঞ্জনকে ইতি জানিয়ে আজ থেকে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি । আগামীদিনের জন্য ETV ভারত সিতারার তরফে তাঁদের অনেক শুভেচ্ছা ।