ETV Bharat / sitara

জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত সৃজিত, উচ্ছ্বসিত মহেন্দ্র সোনি

সেরা বাংলা ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতে নিয়েছে 'এক যে ছিল রাজা' । খবর পেয়ে ছবির পরিচালক সৃজিত মুখার্জি তাঁর আনন্দ প্রকাশ করলেন । উচ্ছ্বসিত ছবির প্রযোজক মহেন্দ্র সোনিও ।

জাতীয় পুরস্কার
author img

By

Published : Aug 9, 2019, 9:15 PM IST

কলকাতা : আজ ঘোষণা করা হল 66 তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম । সেরার তালিকায় রয়েছে বাংলা ছবি 'এক যে ছিল রাজা' । সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি । খবর পাওয়ার পর থেকেই আনন্দিত পরিচালক । খুশির খবর ভাগ করে নিলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

সৃজিত বলেন, "আমি ভীষণ খুশি । চতুষ্কোণ ও জাতিস্মরের পর ফের জাতীয় পুরস্কার পেলাম । জাতীয় স্তরে পুরস্কার পাওয়া খুব গুরুত্বপূর্ণ । তাছাড়া এক যে ছিল রাজা আমাদের কাছে খুব স্পেশাল ছবি । কারণ ছবিটা তৈরি করতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে । আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই জিশু সেনগুপ্তর অভিনয় ও সোমনাথ কুণ্ডুর মেকআপের । ওদের বিশেষ প্রশংসা প্রাপ্য ।"

ছবির সাফল্যে উচ্ছ্বসিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনিও । তিনি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রি ও বাংলা ছবির জন্য এটা একটা গর্বের মুহূর্ত । এই অসামান্য সাফল্যের জন্য আমি সৃজিত ও এক যে ছিল রাজার গোটা টিমকে অভিনন্দন জানাতে চাই । শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দর্শককে কথা দিচ্ছে, এরকমভাবেই তারা দর্শককে বিভিন্ন স্বাদের ভালো ছবি উপহার দিয়ে যাবে ।"

কলকাতা : আজ ঘোষণা করা হল 66 তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম । সেরার তালিকায় রয়েছে বাংলা ছবি 'এক যে ছিল রাজা' । সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি । খবর পাওয়ার পর থেকেই আনন্দিত পরিচালক । খুশির খবর ভাগ করে নিলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

সৃজিত বলেন, "আমি ভীষণ খুশি । চতুষ্কোণ ও জাতিস্মরের পর ফের জাতীয় পুরস্কার পেলাম । জাতীয় স্তরে পুরস্কার পাওয়া খুব গুরুত্বপূর্ণ । তাছাড়া এক যে ছিল রাজা আমাদের কাছে খুব স্পেশাল ছবি । কারণ ছবিটা তৈরি করতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে । আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই জিশু সেনগুপ্তর অভিনয় ও সোমনাথ কুণ্ডুর মেকআপের । ওদের বিশেষ প্রশংসা প্রাপ্য ।"

ছবির সাফল্যে উচ্ছ্বসিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনিও । তিনি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রি ও বাংলা ছবির জন্য এটা একটা গর্বের মুহূর্ত । এই অসামান্য সাফল্যের জন্য আমি সৃজিত ও এক যে ছিল রাজার গোটা টিমকে অভিনন্দন জানাতে চাই । শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দর্শককে কথা দিচ্ছে, এরকমভাবেই তারা দর্শককে বিভিন্ন স্বাদের ভালো ছবি উপহার দিয়ে যাবে ।"

Intro:৬৬তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষিত হল আজ। সেখানে সেরা বাংলা ছবি হিসেবে অ্যাওয়ার্ড পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবি 'এক যে ছিল রাজা'। খবরটি আসার পর থেকে আনন্দিত পরিচালক সৃজিত। ETV ভারত সিতারার সঙ্গে ভাগ করে নিলেন তাঁর আনন্দ।


Body:সৃজিত বললেন, "আমি ভীষণ খুশি। 'চতুষ্কোণ' ও 'জাতিস্মর'এর পর ফের জাতীয় পুরস্কার পেলাম। জাতীয় স্তরে পুরস্কার পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া, 'এক যে ছিল রাজা' আমাদের কাছে খুব স্পেশাল ছবি। তার কারণ, এই ছবিটা তৈরি করতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই জিশু সেনগুপ্তর অভিনয় ও সোমনাথ কুণ্ডুর মেকআপের। ওদের বিশেষ প্রশংসা প্রাপ্য।"


Conclusion:এক যে ছিল রাজা মুক্তি পেয়েছিল ২০১৮ সালের পুজোর মরশুমে। ছবিটি 'সন্ন্যাসী রাজা', অর্থাৎ বাওয়াল এস্টেটের মহেন্দ্রকুমার চৌধুরীর জীবন কাহিনি বর্ণনা করে। যাঁকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু ঘটনা ঘটে অন্য। অনেক বছর পর এক সন্ন্যাসী আসে বাওয়াল রাজ্যে, যাঁর সঙ্গে মহেন্দ্রকুমারের আশ্চর্য মিল। এই গল্প মহেন্দ্রকুমারের পরিচয় ফিরে পাওয়ার গল্প। ছবিতে মহিন্দ্রকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন জিশু সেনগুপ্ত। ছিলেন জয়া আহসান, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রাজনন্দিনী পাল, প্রমুখ।

সন্ন্যাসী রাজা নিয়ে আগেও ছবি হয়েছে। সেখানে সন্ন্যাসী রাজার চরিত্রে অভিনয় করেছিলেন উত্তমকুমার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.