ETV Bharat / sitara

নখে কাস্তে হাতুড়ি, সাহসী পোস্ট শ্রীলেখার - শ্রীলেখা মিত্রর খবর

নেইল পেইন্টে কাস্তে হাতুড়ি আঁকালেন শ্রীলেখা মিত্র । শুধু তাই নয়, মিডল ফিঙ্গারে আঁকা সেই ছবি তুলে দেখালেন অভিনেত্রী ।

sreelekha mitra left party
sreelekha mitra left party
author img

By

Published : Feb 28, 2021, 5:08 PM IST

কলকাতা : শহর কলকাতায় আজ ঝড় বয়ে যাচ্ছে । ব্রিগেডের ময়দান আজ লালে লাল । সেই লালে গা ভাসালেন শ্রীলেখা মিত্র । নখে কাস্তে হাতুড়ি এঁকে ব্রিগেডে চললেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে লাল শিবিরের এক সভায় যাওয়ার জন্য চুলে লাল রঙ করিয়েছিলেন শ্রীলেখা । আর আজ নেইল পেইন্টে কাস্তে হাতুড়ির ছবি । মিডল ফিঙ্গারে আঁকা সেই ছবি অত্যন্ত সাহসের সঙ্গে তুলে দেখালেন অভিনেত্রী । হয়তো বিরোধীদের উদ্দেশেই তাঁর এই পোস্ট ।

ক্যাপশনে লিখেছেন, "আমরা লাল, আমরা প্রস্তুত"...কাস্তে হাতুড়ির পতাকা হাতে নিয়েও একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা । নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি ।

দেখে নিন...

sreelekha mitra left party
সৌজন্যে শ্রীলেখার ফেসবুক

কলকাতা : শহর কলকাতায় আজ ঝড় বয়ে যাচ্ছে । ব্রিগেডের ময়দান আজ লালে লাল । সেই লালে গা ভাসালেন শ্রীলেখা মিত্র । নখে কাস্তে হাতুড়ি এঁকে ব্রিগেডে চললেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে লাল শিবিরের এক সভায় যাওয়ার জন্য চুলে লাল রঙ করিয়েছিলেন শ্রীলেখা । আর আজ নেইল পেইন্টে কাস্তে হাতুড়ির ছবি । মিডল ফিঙ্গারে আঁকা সেই ছবি অত্যন্ত সাহসের সঙ্গে তুলে দেখালেন অভিনেত্রী । হয়তো বিরোধীদের উদ্দেশেই তাঁর এই পোস্ট ।

ক্যাপশনে লিখেছেন, "আমরা লাল, আমরা প্রস্তুত"...কাস্তে হাতুড়ির পতাকা হাতে নিয়েও একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা । নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি ।

দেখে নিন...

sreelekha mitra left party
সৌজন্যে শ্রীলেখার ফেসবুক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.