ETV Bharat / sitara

'রেনবো জেলি'-র কাস্ট লিস্টে নেই নাম ? বিরক্ত শ্রীলেখা - শ্রীলেখা মিত্রর খবর

'রেনবো জেলি' শ্রীলেখা মিত্রর ক্যারিয়ারগ্রাফে একটি গুরুত্বপূর্ণ ছবি । তবে সেই ছবিরই অভিনেতাদের তালিকায় নেই তাঁর নাম ? বিরক্ত অভিনেত্রী ।

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
author img

By

Published : Jun 4, 2020, 8:55 AM IST

কলকাতা : 2018 সালের কথা । সৌকর্য ঘোষালের পরিচালনায় 'রেনবো জেলি' বেশ সাড়া ফেলে দিয়েছিল দর্শক ও সমালোচকদের মধ্যে । অত অল্প বাজেটে তৈরি অমন ভালো ছবি নিয়ে যে আলোচনা হবে সেটাই স্বাভাবিক । ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'পরি পিসি' । এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র ।

'নেটফ্লিক্স'-এ রয়েছে 'রেনবো জেলি' । তবে সেখানে অভিনেতাদের তালিকায় শ্রীলেখার নাম নেই । আর এই বিষয়টা নিয়েই বেশ বিরক্ত অভিনেত্রী । ফেসবুকে ক্ষোভ উগড়েছেন তিনি ।

লিখেছেন, "রেনবো জেলি আমায় একটা নতুন পরিচয় দিয়েছে, আর দেখতে দেখতে সেই পরিচয় আমার সমনাম হয়ে দাঁড়িয়েছে । তার জন্য প্রযোজক পরিচালককে ধন্যবাদ । আমি এই ছবির জন্য কী করেছি সেই ডিটেলে না গিয়ে, একটা জিনিস দেখাতে চাই সকলকে । আমার নাম অর্থাৎ 'শ্রীলেখা মিত্র' নামটা এই অ্যাপে দেওয়াই হয়নি । হয়তো আমি যথেষ্ট যোগ্য নই ।"

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
.

তবে শ্রীলেখার এই পোস্টের জবাব দিয়েছেন পরিচালক সৌকর্য । তিনি জানিয়েছেন যে, শ্রীলেখা কাস্ট লিস্টের পুরোটা শেয়ার করেননি । তাঁর দেওয়া স্ক্রিনশটে শুধুমাত্র প্রথম তিনটে নাম দেখা গেছে । তবে সৌকর্যর শেয়ার করা স্ক্রিনশটে জ্বলজ্বল করছে শ্রীলেখার নাম, যেটি চতুর্থ স্থানে রয়েছে ।

দেখে নিন সৌকর্যর পোস্ট...

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
.

কলকাতা : 2018 সালের কথা । সৌকর্য ঘোষালের পরিচালনায় 'রেনবো জেলি' বেশ সাড়া ফেলে দিয়েছিল দর্শক ও সমালোচকদের মধ্যে । অত অল্প বাজেটে তৈরি অমন ভালো ছবি নিয়ে যে আলোচনা হবে সেটাই স্বাভাবিক । ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'পরি পিসি' । এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র ।

'নেটফ্লিক্স'-এ রয়েছে 'রেনবো জেলি' । তবে সেখানে অভিনেতাদের তালিকায় শ্রীলেখার নাম নেই । আর এই বিষয়টা নিয়েই বেশ বিরক্ত অভিনেত্রী । ফেসবুকে ক্ষোভ উগড়েছেন তিনি ।

লিখেছেন, "রেনবো জেলি আমায় একটা নতুন পরিচয় দিয়েছে, আর দেখতে দেখতে সেই পরিচয় আমার সমনাম হয়ে দাঁড়িয়েছে । তার জন্য প্রযোজক পরিচালককে ধন্যবাদ । আমি এই ছবির জন্য কী করেছি সেই ডিটেলে না গিয়ে, একটা জিনিস দেখাতে চাই সকলকে । আমার নাম অর্থাৎ 'শ্রীলেখা মিত্র' নামটা এই অ্যাপে দেওয়াই হয়নি । হয়তো আমি যথেষ্ট যোগ্য নই ।"

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
.

তবে শ্রীলেখার এই পোস্টের জবাব দিয়েছেন পরিচালক সৌকর্য । তিনি জানিয়েছেন যে, শ্রীলেখা কাস্ট লিস্টের পুরোটা শেয়ার করেননি । তাঁর দেওয়া স্ক্রিনশটে শুধুমাত্র প্রথম তিনটে নাম দেখা গেছে । তবে সৌকর্যর শেয়ার করা স্ক্রিনশটে জ্বলজ্বল করছে শ্রীলেখার নাম, যেটি চতুর্থ স্থানে রয়েছে ।

দেখে নিন সৌকর্যর পোস্ট...

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.