ETV Bharat / sitara

ভীষণ প্রেম পাচ্ছে শ্রীলেখার ! - kolkata in winter

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীলেখা । সেখানে ঘুম জড়ানো চোখে, নো মেকআপ লুকে আলোস্য ভাঙতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না...সবই কপাল ।"

asd
sd
author img

By

Published : Dec 11, 2020, 10:51 PM IST

কলকাতা : কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আকাশ । দেখা যাবে না সূর্যের মুখ । আলস্যের চাদরে মুড়ে রয়েছে গোটা কলকাতা । আর এই আবহাওয়া দেখে আলস্য যেন কাটতেই চাইছে না শ্রীলেখার শরীর থেকে । তাই সকাল সকাল প্রেমিকের খোঁজ শুরু করেছেন তিনি ।

প্রেম পাবে নাই বা কেন । ডিসেম্বর মাসের কুয়াশা ঘেরা কলকাতার সকাল । আলস্য ঘিরে রয়েছে গোটা শহরকে । আর সেখানে একা একা থাকতে কারই বা ভালো লাগে । তাই সকাল সকাল প্রেমে মজলেন শ্রীলেখা । কিন্তু, প্রেমিক পাচ্ছেন না তিনি । তাই সব দোষ দিয়েছেন কপালের উপর ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীলেখা । সেখানে ঘুম জড়ানো চোখে, নো মেকআপ লুকে আলোস্য ভাঙতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না...সবই কপাল ।"

" class="align-text-top noRightClick twitterSection" data="

Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
">

Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020

কলকাতা : কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আকাশ । দেখা যাবে না সূর্যের মুখ । আলস্যের চাদরে মুড়ে রয়েছে গোটা কলকাতা । আর এই আবহাওয়া দেখে আলস্য যেন কাটতেই চাইছে না শ্রীলেখার শরীর থেকে । তাই সকাল সকাল প্রেমিকের খোঁজ শুরু করেছেন তিনি ।

প্রেম পাবে নাই বা কেন । ডিসেম্বর মাসের কুয়াশা ঘেরা কলকাতার সকাল । আলস্য ঘিরে রয়েছে গোটা শহরকে । আর সেখানে একা একা থাকতে কারই বা ভালো লাগে । তাই সকাল সকাল প্রেমে মজলেন শ্রীলেখা । কিন্তু, প্রেমিক পাচ্ছেন না তিনি । তাই সব দোষ দিয়েছেন কপালের উপর ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীলেখা । সেখানে ঘুম জড়ানো চোখে, নো মেকআপ লুকে আলোস্য ভাঙতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না...সবই কপাল ।"

" class="align-text-top noRightClick twitterSection" data="

Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
">

Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020

সোশাল মিডিয়ায় এই মুহূর্তে বেশ সক্রিয় হয়ে উঠেছেন শ্রীলেখা । নিজের মনের কথা মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাঁকে । সম্প্রতি নতুন হেয়ারকাটের ছবিও পোস্ট করেছিলেন তিনি । এমনকী, এখন বেশিরভাগ সময় জিমে কাটাতে দেখা যায় তাঁকে ।

" class="align-text-top noRightClick twitterSection" data="

Nirghat mathata geche amar

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
">

Nirghat mathata geche amar

Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.