কলকাতা : কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আকাশ । দেখা যাবে না সূর্যের মুখ । আলস্যের চাদরে মুড়ে রয়েছে গোটা কলকাতা । আর এই আবহাওয়া দেখে আলস্য যেন কাটতেই চাইছে না শ্রীলেখার শরীর থেকে । তাই সকাল সকাল প্রেমিকের খোঁজ শুরু করেছেন তিনি ।
প্রেম পাবে নাই বা কেন । ডিসেম্বর মাসের কুয়াশা ঘেরা কলকাতার সকাল । আলস্য ঘিরে রয়েছে গোটা শহরকে । আর সেখানে একা একা থাকতে কারই বা ভালো লাগে । তাই সকাল সকাল প্রেমে মজলেন শ্রীলেখা । কিন্তু, প্রেমিক পাচ্ছেন না তিনি । তাই সব দোষ দিয়েছেন কপালের উপর ।
সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীলেখা । সেখানে ঘুম জড়ানো চোখে, নো মেকআপ লুকে আলোস্য ভাঙতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না...সবই কপাল ।"
-
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020
Ei weathere bheeshon prem pachche kintu premik pachchina ... sobe kopal
Posted by Sreelekha Mitra on Thursday, 10 December 2020