ETV Bharat / sitara

"পরিচালক সৌকর্য ঘোষাল জেনে বুঝেই এটা করেছেন"

নেটফ্লিক্সে 'রেনবো জেলি' ছবিটির কাস্ট লিস্ট বা অভিনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম দেওয়া হয়নি শ্রীলেখা মিত্রর । সেই কারণে পরিচালক সৌকর্য ঘোষালের উপর বেজায় চটেছেন অভিনেত্রী ।

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
author img

By

Published : Jun 4, 2020, 1:49 PM IST

কলকাতা : 2018-র ছবি 'রেনবো জেলি' । নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যায় সৌকর্য ঘোষাল পরিচালিত ছবিটি । তবে সেখানে অভিনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম নেই শ্রীলেখা মিত্রর । ETV ভারত সিতারার কাছে ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী ।

প্রথম তিনজনে নাম না থাকায় মোবাইল থেকে নেটফ্লিক্স খুললে শ্রীলেখার নাম দেখাই যাচ্ছে না । তবে ল্যাপটপ বা টেলিভিশনের পরদায় যদি নেটফ্লিক্স খোলা যায়, তাহলে সেখানে চতুর্থ নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে ।

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশট

এই প্রসঙ্গে শ্রীলেখা বললেন, "ফোন অ্যাপে তিনটে নামের বেশি দেওয়া যায় না । কারণ ওটা একটা ভার্টিকাল মাধ্যম । সেই তিনটে নামে আমার নাম নেই ।"

তিনি আরও বলেন, "ল্যাপটপ বা টেলিভিশনে নেটফ্লিক্স খুললে আমার নাম দেখা যাচ্ছে চতুর্থ নম্বরে । প্রথম তিনটে নামের মধ্যে আমার নামটা নেই । সেটাই আমার কাছে মুখ্য বিষয় । আর পরিচালক সৌকর্য ঘোষাল জেনে বুঝেই এটা করেছেন ।"

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
'রেনবো জেলি' ফিল্মে শ্রীলেখা

তবে পরিচালক সৌকর্যের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে । ফেসবুকে একটি পোস্ট করে পরিচালক দেখিয়ে দিয়েছেন যে, শ্রীলেখার নাম দেওয়া হয়েছে নেটফ্লিক্সের কাস্ট লিস্টে । তারপর থেকে একেবারেই চুপচাপ তিনি ।

কলকাতা : 2018-র ছবি 'রেনবো জেলি' । নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যায় সৌকর্য ঘোষাল পরিচালিত ছবিটি । তবে সেখানে অভিনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম নেই শ্রীলেখা মিত্রর । ETV ভারত সিতারার কাছে ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী ।

প্রথম তিনজনে নাম না থাকায় মোবাইল থেকে নেটফ্লিক্স খুললে শ্রীলেখার নাম দেখাই যাচ্ছে না । তবে ল্যাপটপ বা টেলিভিশনের পরদায় যদি নেটফ্লিক্স খোলা যায়, তাহলে সেখানে চতুর্থ নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে ।

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশট

এই প্রসঙ্গে শ্রীলেখা বললেন, "ফোন অ্যাপে তিনটে নামের বেশি দেওয়া যায় না । কারণ ওটা একটা ভার্টিকাল মাধ্যম । সেই তিনটে নামে আমার নাম নেই ।"

তিনি আরও বলেন, "ল্যাপটপ বা টেলিভিশনে নেটফ্লিক্স খুললে আমার নাম দেখা যাচ্ছে চতুর্থ নম্বরে । প্রথম তিনটে নামের মধ্যে আমার নামটা নেই । সেটাই আমার কাছে মুখ্য বিষয় । আর পরিচালক সৌকর্য ঘোষাল জেনে বুঝেই এটা করেছেন ।"

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
'রেনবো জেলি' ফিল্মে শ্রীলেখা

তবে পরিচালক সৌকর্যের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে । ফেসবুকে একটি পোস্ট করে পরিচালক দেখিয়ে দিয়েছেন যে, শ্রীলেখার নাম দেওয়া হয়েছে নেটফ্লিক্সের কাস্ট লিস্টে । তারপর থেকে একেবারেই চুপচাপ তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.