ETV Bharat / sitara

'একা একা পারি না আর..', এ কী অবস্থা শ্রীলেখার ! - শ্রীলেখা মিত্রর খবর

একা একা আর কাটাতে পারেছন না, মুখ ব্যাজার করে ভিডিয়ো শেয়ার করলেন শ্রীলেখা মিত্র । হঠাৎ কী হল ?

reelekha mitra gym time
reelekha mitra gym time
author img

By

Published : Mar 8, 2021, 4:16 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই বামেদের সমর্থন করতে ব্রিগেডের মাঠে উপস্থিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র । নখে কাস্তে-হাতুড়ি এঁকে সে কি অ্যাটিটিউড তাঁর ! কিন্তু কয়েকদিন যেতেই কী হল শ্রীলেখার ? একা একা কোনও অনুপ্রেরণা পাচ্ছেন না অভিনেত্রী ।

প্রত্যেকদিন সকালে নিজের অ্যাপার্টমেন্টের জিমে যান শ্রীলেখা । বেশ অনেকক্ষণ সেখানেই কাটান তিনি । তবে একা । কেউ তাঁর সঙ্গে শরীরচর্চা করতে নামেন না । একা একা আর কত মোটিভেশন পাওয়া যায় ! তাই বিরক্ত শ্রীলেখা ।

reelekha mitra gym time
জিমে শ্রীলেখা

আসলে নিজের অ্যাপার্টমেন্টের মানুষদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই শ্রীলেখার । রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে কমপ্লেক্সের অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ ঝামেল রয়েছে তাঁর । তাই হয়তো ইচ্ছে করেই তাঁকে এড়াতে কেউ আর জিমে আসেন না সকালে..ধারণা শ্রীলেখার ।

আক্ষেপ তাঁর আর একটি কারণেও । এত জিম করে ওজন আর কমছে কই ? প্রতিদিন রাতে ফ্রিজ খুলে চকোলেট, মাখন এসব খেয়ে ফেলছেন শ্রীলেখা । নিজের এই খারাপ অভ্যেস নিয়েও দিশাহারা অভিনেত্রী ।

দেখে নিন শ্রীলেখার তৈরি এই মজার ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : কয়েকদিন আগেই বামেদের সমর্থন করতে ব্রিগেডের মাঠে উপস্থিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র । নখে কাস্তে-হাতুড়ি এঁকে সে কি অ্যাটিটিউড তাঁর ! কিন্তু কয়েকদিন যেতেই কী হল শ্রীলেখার ? একা একা কোনও অনুপ্রেরণা পাচ্ছেন না অভিনেত্রী ।

প্রত্যেকদিন সকালে নিজের অ্যাপার্টমেন্টের জিমে যান শ্রীলেখা । বেশ অনেকক্ষণ সেখানেই কাটান তিনি । তবে একা । কেউ তাঁর সঙ্গে শরীরচর্চা করতে নামেন না । একা একা আর কত মোটিভেশন পাওয়া যায় ! তাই বিরক্ত শ্রীলেখা ।

reelekha mitra gym time
জিমে শ্রীলেখা

আসলে নিজের অ্যাপার্টমেন্টের মানুষদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই শ্রীলেখার । রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে কমপ্লেক্সের অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ ঝামেল রয়েছে তাঁর । তাই হয়তো ইচ্ছে করেই তাঁকে এড়াতে কেউ আর জিমে আসেন না সকালে..ধারণা শ্রীলেখার ।

আক্ষেপ তাঁর আর একটি কারণেও । এত জিম করে ওজন আর কমছে কই ? প্রতিদিন রাতে ফ্রিজ খুলে চকোলেট, মাখন এসব খেয়ে ফেলছেন শ্রীলেখা । নিজের এই খারাপ অভ্যেস নিয়েও দিশাহারা অভিনেত্রী ।

দেখে নিন শ্রীলেখার তৈরি এই মজার ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.