ETV Bharat / sitara

Srabanti Om in Bhoy Peyo Na : বছরের শুরুতেই শুটিং শুরু ‘ভয় পেয়ো না’-র, কেমন লুকে ওম-শ্রাবন্তী ? - শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বড় পর্দায় পরিচালক হিসেবে ডেবিউ করছেন অয়ন দে ৷ আর সেই ছবিতেই থাকছেন ওম সাহানি (Om Sahani in Bhoy Peyo Na) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee in Bhoy Peyo Na)। 4 জানুয়ারি থেকেই শুরু 'ভয় পেয়ো না'(Srabanti Om in Bhoy Peyo Na)-র শুটিং ৷

srabanti-chatterjee-om-sahani-to-act-in-bhoy-peyo-na-shooting-will-start-on-4th-january
বছরের শুরুতেই শুটিং শুরু ভয় পেয়ো না-র, কেমন লুকে ওম-শ্রাবন্তী ?
author img

By

Published : Dec 30, 2021, 3:12 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: নবীন পরিচালক অয়ন দে বানাচ্ছেন বাংলা ছবি 'ভয় পেয়ো না'(Srabanti Om in Bhoy Peyo Na)। ছবিতে দুই মুখ্য চরিত্রে ওম সাহানি (Om Sahani in Bhoy Peyo Na) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee in Bhoy Peyo Na)। কেমন হবে গল্পের নায়ক-নায়িকার লুক ? প্রকাশ করল প্রযোজনা সংস্থা ।

ছবিতে ডা. আকাশের ভূমিকায় ওম । অনন্যার ভূমিকায় শ্রাবন্তী । দু‘জনের বিয়ের লুক সামনে এসেছে । সুতরাং ধরে নেওয়া যায় দু‘জনের বিয়ে দিয়েই হয়তো গল্প বলা শুরু হবে ছবির ।

'ভয় পেয়ো না'-তে (Bhoy Peyo Na shooting) কে ভয় পাচ্ছে আর কে ভয় পাওয়াচ্ছে সেটাই চমক । রহস্য, রোমাঞ্চে ভরা এই সাসপেন্স থ্রিলারের মিউজিক করেছেন ডাব্বু । গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মন, অন্তরা মিত্র । সব দিক ঠিক থাকলে আগামী 4 জানুয়ারি থেকেই শুরু হবে ছবির শুটিং ।

আরও পড়ুন: Hema Malini Dance performance : কাশীতে নৃত্যানুষ্ঠানে হেমা, মন জয় করলেন বিজেপি সাংসদ

এই প্রথমবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ ওমের । আর তাই বেশ উচ্ছ্বসিত তিনি । ইটিভি ভারতকে ওম বলেন, "শ্রাবন্তীর সঙ্গে এর আগেও কাজ করেছি । তবে, জুটি বেঁধে নয় । অনেকদিনের ইচ্ছে ওঁর সঙ্গে জুটি বেঁধে কাজ করব । এবার সেই ইচ্ছে সফল হতে চলেছে । আর শুধু আমি কেন ? শ্রাবন্তীর মতো একজন সুন্দরী এবং সু-অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রায় সব নায়কেরই আছে বলে আমার মনে হয় । শ্রাবন্তী আমার এবং আমার স্ত্রী মিমির খুব কাছের মানুষ । ফ্যামিলি ফ্রেন্ড বলা যায় । ফলে, এই কাজটা নিয়ে শুধু আমি নই, মিমিও খুব খুশি ।"

srabanti-chatterjee-om-sahani-to-act-in-bhoy-peyo-na-shooting-will-start-on-4th-january
ভয় পেয়ো না-তে ওম-শ্রাবন্তী

আরও পড়ুন: Kulpi Poster released : সামনের এল বামন 'কুলপি'র প্রেম কাহিনির ডিজিটাল পোস্টার

অন্যদিকে শ্রাবন্তীর কথায়, "ওম খুব দক্ষ অভিনেতা এবং আমার খুব ভাল বন্ধু । আগেও কাজ করেছি ওঁর সঙ্গে । তবে এবার জুটি বেঁধে । ফলে, এক্সাইটমেন্টটা আরও বেশি । দেখা যাক কে ভয় পায় আর কে পাওয়ায় । আমি নাকি ওম নাকি অন্য কেউ ?"

বড় পর্দায় পরিচালক হিসেবে ডেবিউ করেই টলিউডের দুই হেভিওয়েট অভিনেতাকে পেয়ে খুশি অয়ন দে ।

আরও পড়ুন: Aparajita first look: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা

কলকাতা, 30 ডিসেম্বর: নবীন পরিচালক অয়ন দে বানাচ্ছেন বাংলা ছবি 'ভয় পেয়ো না'(Srabanti Om in Bhoy Peyo Na)। ছবিতে দুই মুখ্য চরিত্রে ওম সাহানি (Om Sahani in Bhoy Peyo Na) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee in Bhoy Peyo Na)। কেমন হবে গল্পের নায়ক-নায়িকার লুক ? প্রকাশ করল প্রযোজনা সংস্থা ।

ছবিতে ডা. আকাশের ভূমিকায় ওম । অনন্যার ভূমিকায় শ্রাবন্তী । দু‘জনের বিয়ের লুক সামনে এসেছে । সুতরাং ধরে নেওয়া যায় দু‘জনের বিয়ে দিয়েই হয়তো গল্প বলা শুরু হবে ছবির ।

'ভয় পেয়ো না'-তে (Bhoy Peyo Na shooting) কে ভয় পাচ্ছে আর কে ভয় পাওয়াচ্ছে সেটাই চমক । রহস্য, রোমাঞ্চে ভরা এই সাসপেন্স থ্রিলারের মিউজিক করেছেন ডাব্বু । গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মন, অন্তরা মিত্র । সব দিক ঠিক থাকলে আগামী 4 জানুয়ারি থেকেই শুরু হবে ছবির শুটিং ।

আরও পড়ুন: Hema Malini Dance performance : কাশীতে নৃত্যানুষ্ঠানে হেমা, মন জয় করলেন বিজেপি সাংসদ

এই প্রথমবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ ওমের । আর তাই বেশ উচ্ছ্বসিত তিনি । ইটিভি ভারতকে ওম বলেন, "শ্রাবন্তীর সঙ্গে এর আগেও কাজ করেছি । তবে, জুটি বেঁধে নয় । অনেকদিনের ইচ্ছে ওঁর সঙ্গে জুটি বেঁধে কাজ করব । এবার সেই ইচ্ছে সফল হতে চলেছে । আর শুধু আমি কেন ? শ্রাবন্তীর মতো একজন সুন্দরী এবং সু-অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রায় সব নায়কেরই আছে বলে আমার মনে হয় । শ্রাবন্তী আমার এবং আমার স্ত্রী মিমির খুব কাছের মানুষ । ফ্যামিলি ফ্রেন্ড বলা যায় । ফলে, এই কাজটা নিয়ে শুধু আমি নই, মিমিও খুব খুশি ।"

srabanti-chatterjee-om-sahani-to-act-in-bhoy-peyo-na-shooting-will-start-on-4th-january
ভয় পেয়ো না-তে ওম-শ্রাবন্তী

আরও পড়ুন: Kulpi Poster released : সামনের এল বামন 'কুলপি'র প্রেম কাহিনির ডিজিটাল পোস্টার

অন্যদিকে শ্রাবন্তীর কথায়, "ওম খুব দক্ষ অভিনেতা এবং আমার খুব ভাল বন্ধু । আগেও কাজ করেছি ওঁর সঙ্গে । তবে এবার জুটি বেঁধে । ফলে, এক্সাইটমেন্টটা আরও বেশি । দেখা যাক কে ভয় পায় আর কে পাওয়ায় । আমি নাকি ওম নাকি অন্য কেউ ?"

বড় পর্দায় পরিচালক হিসেবে ডেবিউ করেই টলিউডের দুই হেভিওয়েট অভিনেতাকে পেয়ে খুশি অয়ন দে ।

আরও পড়ুন: Aparajita first look: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.