ETV Bharat / sitara

শুভশ্রী পরিণত, 'পরিণীতা'-র স্পেশাল প্রোমোশনে বললেন রাজ - subhasree ganguly

'পরিণীতা'-র মেহুল ও বাবাইদা আসলে আমাদের বাস্তব জীবনের, আমাদের চারপাশের মধ্যে থাকা পুরুষ ও মহিলা । ছবি মুক্তির আগে ছবির গল্প নিয়ে, অভিনয় নিয়ে অনেক কথা বললেন পরিচালক রাজ চক্রবর্তী ।

পরিণীতা
author img

By

Published : Jul 30, 2019, 11:11 PM IST

Updated : Jul 31, 2019, 7:17 PM IST

কলকাতা : রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা' মুক্তি পাবে 6 সেপ্টেম্বর । ছবি মুক্তির আগে আজ এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদ্রিত ও ফালাক । অনুষ্ঠানে ছবি নিয়ে অনেক কথা বললেন তাঁরা ।

Parineeta
কেক কাটছেন ছবির পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা

এতদিন দর্শক যেভাবে দেখে এসেছে, তার থেকে একদম অন্যরকমভাবে 'পরিণীতা'-তে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে । এখানে মূলত দু'টি রূপ রয়েছে শুভশ্রীর চরিত্রটির । প্রথমটি একজন স্কুল ছাত্রী । অন্যটি একজন লড়াকু মহিলা ।

parineeta
অনুষ্ঠানের ছবি

শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী । বাংলা ছবিতে ঋত্বিক-শুভশ্রীর জুটি এই প্রথম । ছবির ট্রেলার ইতিমধ্যেই দাগ কেটেছে দর্শকের মনে । ছবির গানও প্রশংসা কুড়িয়েছে । এখন ছবি কতটা জায়গা করে নেবে দর্শকের মনে তা জানা যাবে 6 সেপ্টেম্বরের পরই ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা' মুক্তি পাবে 6 সেপ্টেম্বর । ছবি মুক্তির আগে আজ এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদ্রিত ও ফালাক । অনুষ্ঠানে ছবি নিয়ে অনেক কথা বললেন তাঁরা ।

Parineeta
কেক কাটছেন ছবির পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা

এতদিন দর্শক যেভাবে দেখে এসেছে, তার থেকে একদম অন্যরকমভাবে 'পরিণীতা'-তে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে । এখানে মূলত দু'টি রূপ রয়েছে শুভশ্রীর চরিত্রটির । প্রথমটি একজন স্কুল ছাত্রী । অন্যটি একজন লড়াকু মহিলা ।

parineeta
অনুষ্ঠানের ছবি

শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী । বাংলা ছবিতে ঋত্বিক-শুভশ্রীর জুটি এই প্রথম । ছবির ট্রেলার ইতিমধ্যেই দাগ কেটেছে দর্শকের মনে । ছবির গানও প্রশংসা কুড়িয়েছে । এখন ছবি কতটা জায়গা করে নেবে দর্শকের মনে তা জানা যাবে 6 সেপ্টেম্বরের পরই ।

দেখুন ভিডিয়ো
Intro:পরিণীতা ছবির মেহুল ও বাবাইদা আসলে আমাদের বাস্তব জীবনের ই একজন পুরুষ ও মহিলা: শুভশ্রী

অমিত চক্রবর্তী, কলকাতা: আগামী 6 ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছেন রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি পারিনীতা। বিয়ের পর ফের একবার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কে দেখা যাবে নতুন এই ছবিতে। তবে এতদিন পর্যন্ত দর্শকরা যেভাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কে দেখেছেন তার থেকে এই ছবি সম্পূর্ণ আলাদা। পরিণীতা
ছবিতে শুভশ্রী গাঙ্গুলী কে দর্শকরা দুটি রূপে দেখতে পাবেন। প্রথমটি একজন স্কুল স্টুডেন্ট এর ভূমিকা,আর অন্যটি এক লড়াকু মহিলা চরিত্রে। শুভশ্রী বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এই প্রথমবার দর্শকরা ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী জুটিকে পর্দায় দেখবেন। ছবি মুক্তির আগে আজ Fface এর এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী,অদ্রিত ও ছবির আরেক অভিনেত্রী ফালাক।




Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 31, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.