ETV Bharat / sitara

"অভিনয়ের সঙ্গে প্লেব্যাক দুর্গাপুজোয় বোনাস পাওয়ার মতো" - rishav basu in bhotbhuti

পরিচালক তথাগত মুখার্জির 'ভটভটি' ছবিতে অভিনয় করছেন ঋষভ বসু । ছবির নাম ভূমিকায় রয়েছেন তিনি । অভিনয়ের পাশাপাশি ছবিতে একটি গানও গেয়েছেন ।

ছবি
author img

By

Published : Nov 5, 2019, 9:15 PM IST

কলকাতা : প্রায় 12 বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতা ঋষভ বসু । থিয়েটারের পাশাপাশি একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি । টিভি অরিজিনালসেও কাজ করেছেন । তবে এখন আপাতত পরিচালক তথাগত মুখার্জির 'ভটভটি' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । অভিনয়ের পাশাপাশি ছবির একটি গান গেয়েছেন । তাও আবার ব়্যাপ । রেকর্ডিংয়ের সময় নিজের জার্নির কথা তুলে ধরেছেন তিনি ।

তবে এটাই নাকি ঋষভের প্রথম প্লেব্যাক নয় । থিয়েটারে একাধিকবার গান গেয়েছেন তিনি । সেখানে প্লেব্যাকের সুবিধা না থাকায় নিজের গলাতেই গাইতে হয় তাঁকে । তাছাড়া 'কোহিনুর' নামে একটি মিউজ়িকালে প্লেব্যাক করেছিলেন । সেখানে শাহজাহানের চরিত্রে অভিনয়ের সময় গান গেয়েছিলেন তিনি । আর 'ভটভটি' ছবির নাম চরিত্রে রয়েছেন তিনি । সেখানে নিজের গলায় গান গাওয়া একটা আলাদা বিষয় । অনেকটা "দুর্গাপুজোর বোনাস পাওয়ার মতো অবস্থা" বলে জানিয়েছেন তিনি ।

বলিউডে এই ট্রেন্ড অনেক আগে থেকেই শুরু হয়েছে । অমিতাভ বচ্চন, সলমান খান, আলিয়া ভাট সহ আরও অনেকেই নিজের ছবিতে গান গেয়েছেন । আর সে সব দেখে ছবিতে গান গাওয়ার স্বপ্নটা অনেক আগেই দেখেছিলেন ঋষভ । কিন্তু, সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা ভাবতে পারেননি তিনি । সিনেমা নিয়ে পড়াশোনা করলেও নাটকের প্রতি তাঁর আগ্রহ প্রবল । আর জীবনের শেষদিন পর্যন্তই নাটকটাই করে যেতে চান বলেও জানিয়েছেন তিনি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : প্রায় 12 বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতা ঋষভ বসু । থিয়েটারের পাশাপাশি একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি । টিভি অরিজিনালসেও কাজ করেছেন । তবে এখন আপাতত পরিচালক তথাগত মুখার্জির 'ভটভটি' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । অভিনয়ের পাশাপাশি ছবির একটি গান গেয়েছেন । তাও আবার ব়্যাপ । রেকর্ডিংয়ের সময় নিজের জার্নির কথা তুলে ধরেছেন তিনি ।

তবে এটাই নাকি ঋষভের প্রথম প্লেব্যাক নয় । থিয়েটারে একাধিকবার গান গেয়েছেন তিনি । সেখানে প্লেব্যাকের সুবিধা না থাকায় নিজের গলাতেই গাইতে হয় তাঁকে । তাছাড়া 'কোহিনুর' নামে একটি মিউজ়িকালে প্লেব্যাক করেছিলেন । সেখানে শাহজাহানের চরিত্রে অভিনয়ের সময় গান গেয়েছিলেন তিনি । আর 'ভটভটি' ছবির নাম চরিত্রে রয়েছেন তিনি । সেখানে নিজের গলায় গান গাওয়া একটা আলাদা বিষয় । অনেকটা "দুর্গাপুজোর বোনাস পাওয়ার মতো অবস্থা" বলে জানিয়েছেন তিনি ।

বলিউডে এই ট্রেন্ড অনেক আগে থেকেই শুরু হয়েছে । অমিতাভ বচ্চন, সলমান খান, আলিয়া ভাট সহ আরও অনেকেই নিজের ছবিতে গান গেয়েছেন । আর সে সব দেখে ছবিতে গান গাওয়ার স্বপ্নটা অনেক আগেই দেখেছিলেন ঋষভ । কিন্তু, সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা ভাবতে পারেননি তিনি । সিনেমা নিয়ে পড়াশোনা করলেও নাটকের প্রতি তাঁর আগ্রহ প্রবল । আর জীবনের শেষদিন পর্যন্তই নাটকটাই করে যেতে চান বলেও জানিয়েছেন তিনি ।

দেখুন ভিডিয়ো
Intro:দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতা ঋষভ বসু। থিয়েটারের পাশাপাশি 'মেঘনাদবধ রহস্য', 'মাটি', 'কুয়াশা যখন', 'বরুণবাবুর বন্ধু'র মতো ছবিতে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তিনি। এমনকী টেলিভিশন অরিজিনাল 'মিত্তির পাড়ার মারাদোনা', 'জয় জয় দেবী'তেও চুটিয়ে অভিনয় করেছেন। ঋষভ এখন ছবির জগতে প্রতিশ্রুতিমান অভিনেতা। সম্প্রতি তিনি ব্যস্ত তথাগত মুখার্জি পরিচালিত, PSS এন্টারটেইনমেন্টস এবং প্রমোদ ফিল্মস প্রযোজিত ছবির শুটিংয়ে। সেই ছবিতে রয়েছে একটি RAP গান। যেই গানটি গেয়েছেন ঋষভ নিজেই। গানের রেকর্ডিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। তাঁর জার্নি ও গানটির সম্পর্কে ঋষভ কথা বলেন আমাদের সঙ্গে।


Body:ঋষভ আমাদের বলেছেন, দীর্ঘদিন তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ১২ বছর হয়ে গেল থিয়েটারে অভিনয় করছেন। প্রচুর থিয়েটারে তাঁকে গান গাইতে হয়েছে। এখনও হয়। তাই এধরনের কাজ তাঁর কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হয়। এর আগে ঋষভ প্লেব্যাক করেছেন 'কোহিনুর' নামের একটি মিউজিক্যালে। সেখানে তিনি যখন শাহজাহানের চরিত্র অভিনয় করেছিলেন, শাহজাহানের কিছুটা অংশ তাঁকে গাড়িতে হয়েছিল। ফলে 'ভটভটি'র মতো ছবিতে, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন, এরকম একটা গান গাওয়া তাঁর কাছে দুর্গাপুজোর বোনাস পাওয়ার মতো।




Conclusion:অভিনেতারা নিজের ছবিতে প্লেব্যাক করছেন সেটা, আর নতুন কথা কী? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম উদাহরণ আছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং, আলিয়া ভাট, বাংলা থেকে অনির্বাণ ভট্টাচার্য... নিদর্শন অনেক। সেই গান শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়েছে। ভটভটি ছবিতে 'চাইটা কী?' RAP গানের মাধ্যমে অভিনেতা ঋষভ তার প্রতিভার নতুন দিক তুলে ধরছেন সকলের কাছে। দর্শকের কাছে সেই গানটি কতটা গ্রহণযোগ্য হয়ে ওঠে এখন সেটাই দেখার অপেক্ষা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.