ETV Bharat / sitara

Alpo Holeo Sotti: ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

author img

By

Published : Sep 20, 2021, 12:55 PM IST

Updated : Sep 20, 2021, 3:10 PM IST

ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik) ফিল্ম 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti) ৷ পরিচালক হিসেবে এই ছবিতেই অভিষেক ঘটছে সৌমজিৎ আদকের (Soumyajit Adak) ৷

'Soumyajit Adak's 'Alpo holeo sotti' is coming on big screen
ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

কলকাতা, 20 সেপ্টেম্বর: বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওয়েব কিং সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। খবরটা আনকোরা নয় । নতুন খবরটা হল, পুজোর পরেই বড় পর্দায় আসছে সৌমজিৎ আদক (Soumyajit Adak) পরিচালিত ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti)। প্রথমে ওয়েব ফিল্ম হওয়ার কথা ছিল । সম্প্রতি এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা 'রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট'।

এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে বড় পর্দায় ডেবিউ করছেন সৌমজিৎ ৷ তাঁর আজ জন্মদিন । আর জন্মদিনেই তিনি বড় পর্দায় ডেবিউ করার বড় খবর দিলেন ইটিভি ভারতকে । সপ্তাহের শুরুতেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক । সেখানে মোটা হরফে লেখা, পুজোর পর আসছে । প্রথমে সৌরভের সঙ্গে স্বস্তিকা দত্তর জুটি বাঁধার কথা হয় এই ছবিতে । তবে ব্যস্ততার কারণে স্বস্তিকা সময় দিতে না-পারায়, তাঁর জায়গায় আসেন দর্শনা বণিক ।

সৌম্যজিৎ বলেন, "স্বস্তিকা কাজটা না-করতে পারার কথা জানানোর পরই দর্শনার সঙ্গে কথা বলি । দর্শনা এককথায় রাজি হয় । স্বস্তিকা জানানোর ঠিক পরদিনই ছিল ছবির মহরত । ফলে চরিত্রটা কে করবেন, তা ফাইনাল করা খুব জরুরি ছিল । সৌরভের বিপরীতে দেখা যাবে দর্শনাকেই ।"

'Soumyajit Adak's 'Alpo holeo sotti' is coming on big screen
ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

আরও পড়ুন: Shamita Shetty: বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা

প্রথমে ওয়েব ফিল্ম হওয়ারই কথা ছিল 'অল্প হলেও সত্যি'র । হঠাৎ বড় পর্দায় নিয়ে আসার কারণ ? প্রশ্নের উত্তরে সৌমজিৎ বলেন, "যে সময়ে 'অল্প হলেও সত্যি' বানানোর কথা হয়, তখনও খোলেনি সিনেমা হল । তাই ওটিটি-ই একমাত্র উপায় ছিল । পরে ছবির নির্মাণ দেখে খুশি হয় প্রযোজনা সংস্থা । তাছাড়া সিনেমা হলও খুলে গিয়েছে । সেই কারণেই এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ।"

'Soumyajit Adak's 'Alpo holeo sotti' is coming on big screen
ফিল্মের একটি দৃশ্যে

আরও পড়ুন: Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

ছবির গল্প লিখেছেন অনুভব ঘোষ । গল্পের চারটি মূল চরিত্র অর্জুন, সিদ্ধার্থ, অমৃতা ও গুঞ্জন । সিদ্ধার্থর সঙ্গে বিয়ে ঠিক হয় গুঞ্জনের । গুঞ্জন বিয়ের আগে দু'তিন মাস লিভ-ইন করতে চায় সিদ্ধার্থর সঙ্গে । ওদিকে অর্জুন এক সময়কার দাপুটে ছাত্রনেতা । সে আজ ক্যান্সারে আক্রান্ত । তার রোজগার বলতে টিউশনের টাকা । শারীরিক অসুস্থতার কারণে তার আর পড়ানোর তেমন ক্ষমতা নেই । জমানো টাকাও শেষ । অর্জুনের ভাড়াটে শুভেন্দুবাবুর মেয়ে অমৃতা একটি হাসপাতালের নার্স । সে অর্জুনের প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা জানে । সে দেখভাল করে অর্জুনদার ।

আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

গল্পের অন্য মোচড় হল, গুঞ্জনের এক সময়কার ক্রাশ অর্জুন ৷ আর সিদ্ধার্থর অমৃতা । অমৃতা একদিন সিদ্ধার্থর প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল । এরপর কী হয় তা জানতে হলে অপেক্ষাই কাম্য । পুজোর পরই দর্শক দরবারে আসবে 'অল্প হলেও সত্যি'। আজ অর্থাৎ সোমবার প্রকাশ্যে এসেছে এর ফার্স্ট লুক । মুক্তির দিন আসন্ন ।

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

কলকাতা, 20 সেপ্টেম্বর: বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওয়েব কিং সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। খবরটা আনকোরা নয় । নতুন খবরটা হল, পুজোর পরেই বড় পর্দায় আসছে সৌমজিৎ আদক (Soumyajit Adak) পরিচালিত ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti)। প্রথমে ওয়েব ফিল্ম হওয়ার কথা ছিল । সম্প্রতি এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা 'রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট'।

এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে বড় পর্দায় ডেবিউ করছেন সৌমজিৎ ৷ তাঁর আজ জন্মদিন । আর জন্মদিনেই তিনি বড় পর্দায় ডেবিউ করার বড় খবর দিলেন ইটিভি ভারতকে । সপ্তাহের শুরুতেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক । সেখানে মোটা হরফে লেখা, পুজোর পর আসছে । প্রথমে সৌরভের সঙ্গে স্বস্তিকা দত্তর জুটি বাঁধার কথা হয় এই ছবিতে । তবে ব্যস্ততার কারণে স্বস্তিকা সময় দিতে না-পারায়, তাঁর জায়গায় আসেন দর্শনা বণিক ।

সৌম্যজিৎ বলেন, "স্বস্তিকা কাজটা না-করতে পারার কথা জানানোর পরই দর্শনার সঙ্গে কথা বলি । দর্শনা এককথায় রাজি হয় । স্বস্তিকা জানানোর ঠিক পরদিনই ছিল ছবির মহরত । ফলে চরিত্রটা কে করবেন, তা ফাইনাল করা খুব জরুরি ছিল । সৌরভের বিপরীতে দেখা যাবে দর্শনাকেই ।"

'Soumyajit Adak's 'Alpo holeo sotti' is coming on big screen
ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

আরও পড়ুন: Shamita Shetty: বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা

প্রথমে ওয়েব ফিল্ম হওয়ারই কথা ছিল 'অল্প হলেও সত্যি'র । হঠাৎ বড় পর্দায় নিয়ে আসার কারণ ? প্রশ্নের উত্তরে সৌমজিৎ বলেন, "যে সময়ে 'অল্প হলেও সত্যি' বানানোর কথা হয়, তখনও খোলেনি সিনেমা হল । তাই ওটিটি-ই একমাত্র উপায় ছিল । পরে ছবির নির্মাণ দেখে খুশি হয় প্রযোজনা সংস্থা । তাছাড়া সিনেমা হলও খুলে গিয়েছে । সেই কারণেই এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ।"

'Soumyajit Adak's 'Alpo holeo sotti' is coming on big screen
ফিল্মের একটি দৃশ্যে

আরও পড়ুন: Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

ছবির গল্প লিখেছেন অনুভব ঘোষ । গল্পের চারটি মূল চরিত্র অর্জুন, সিদ্ধার্থ, অমৃতা ও গুঞ্জন । সিদ্ধার্থর সঙ্গে বিয়ে ঠিক হয় গুঞ্জনের । গুঞ্জন বিয়ের আগে দু'তিন মাস লিভ-ইন করতে চায় সিদ্ধার্থর সঙ্গে । ওদিকে অর্জুন এক সময়কার দাপুটে ছাত্রনেতা । সে আজ ক্যান্সারে আক্রান্ত । তার রোজগার বলতে টিউশনের টাকা । শারীরিক অসুস্থতার কারণে তার আর পড়ানোর তেমন ক্ষমতা নেই । জমানো টাকাও শেষ । অর্জুনের ভাড়াটে শুভেন্দুবাবুর মেয়ে অমৃতা একটি হাসপাতালের নার্স । সে অর্জুনের প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা জানে । সে দেখভাল করে অর্জুনদার ।

আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

গল্পের অন্য মোচড় হল, গুঞ্জনের এক সময়কার ক্রাশ অর্জুন ৷ আর সিদ্ধার্থর অমৃতা । অমৃতা একদিন সিদ্ধার্থর প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল । এরপর কী হয় তা জানতে হলে অপেক্ষাই কাম্য । পুজোর পরই দর্শক দরবারে আসবে 'অল্প হলেও সত্যি'। আজ অর্থাৎ সোমবার প্রকাশ্যে এসেছে এর ফার্স্ট লুক । মুক্তির দিন আসন্ন ।

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

Last Updated : Sep 20, 2021, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.